বাংলা নিউজ > বায়োস্কোপ > Dadagiri New Timing: ‘দিদি যাতে না রাগে…’, ভয় সৌরভের! বদলে গেল দাদাগিরির সময়, কখন দেখবেন?

Dadagiri New Timing: ‘দিদি যাতে না রাগে…’, ভয় সৌরভের! বদলে গেল দাদাগিরির সময়, কখন দেখবেন?

নতুন সময়ে দাদাগিরি। 

শুক্র আর শনিবারে দেখা যেত দাদাগিরি। তবে এবার থেকে তা চলে এল শনি আর রবিবারে। দাদার সঙ্গে খেলতে এলেন টিম ইচ্ছে পুতুল। 

জমিয়ে চলছে দাদাগিরি-র ১০ নম্বর সিজন। টিআরপি তালিকাতেও বেশ ভালো ফল করছে এই রিয়লিটি শো। নন ফিকশনে চলতি সপ্তাহেও টপার সৌরভ গঙ্গোপাধ্যায়। পেয়েছে ৫.২। তবে পরের সপ্তাহ থেকেই বদলে যাচ্ছে দাদাগিরির সম্প্রচারের সময়।

এতদিন শুক্র আর শনিবারে দেখা যেত দাদাগিরি। তবে এবার থেকে তা চলে এল শনি আর রবিবারে। সময় অবশ্য একই থাকছে। রাত সাড়ে ৯টায় সম্প্রচার হবে এই কুইজ রিয়েলিটি শো।

চ্যানেলের তরফে নতুন যে প্রোমো শেয়ার করা হয়েছে, তাতে দেখা গেল এবা দাদাগরির মঞ্চে খেলতে এসেছে টিম ইচ্ছে পুতুল। আর সেখানেই মেঘ আর ময়ূরীর অনস্ক্রিন মা মধুমিতার কাছে দাদার প্রশ্ন এল নাচ নিয়ে। জবাব জানা না থাকায় উত্তেজিত হয়ে অভিনেত্রী সোমা বন্দ্য়োপাধ্যায় বলে বসেন, ‘পারছি না একটাও। খুব রাগ হচ্ছে’! আর তাতে সৌরভের মস্করা, ‘এই দিদি যাতে না রাগে প্লিজ’।

আরও পড়ুন: ডাঙ্কি-র লাকি চার্ম অরিজিৎ! 'লুট পুট গয়া'-তে শাহরুখের নাচে বড় হাত আব্রামের

টিআরপি-তে বেশ ভালো করছে ইচ্ছে পুতুল। ত্রিকোণ প্রেমের যে গল্প বোনা হয়েছে, তা হিট। মাঝে সপ্তাহে ৪ দিন সম্প্রচার হচ্ছিল। আর তখন একেবারে ক্ষেপে উঠেছিল দর্শকরা। শেষমেশ পাঠানো হয় বিকেলের স্লটে। সপ্তাহে ৭ দিন সম্প্রচারিত হওয়ার পর থেকে নম্বরও আসছে ৬-এর কাছাকাছি। 

আরও পড়ুন: সেরা পাঁচে নেই সূর্য-দীপা, টিআরপি টপারে বড় চমক! নিম ফুলের মধু ২ নম্বরে

আপাতত দেখা যাচ্ছে, ময়ূরীর মিথ্যের ঝুলি খুলে গেছে। নীলের পরিবার ফিরে পেতে চাইছে মেঘকে। কিন্তু আর শ্বশুরবাড়িতে যেতে রাজি নয় মেঘ। সে ডিভোর্স চায়। নতুন প্রোমোয় দেখা গিয়েছে ময়ূরী শ্লীলতাহানির অভিযোগ আনবে নিজের বোনের বরের নামে। করবে পুলিশ কেস। 

আরও পড়ুন: উড়েছে অন্তঃসত্ত্বা মোহরের রাতের ঘুম, কবে আসছে দুর্নিবারের প্রথম সন্তান?

দাদাগিরির ১০ নম্বর সিজন প্রথম থেকেই হিট। যদিও সৌরভের ভক্তরা অধীরে অপেক্ষা করছেন দাদার বায়োপিক আসার। খবর রয়েছে, ২০২৪ থেকেই সিনেমা যাবে ফ্লোরে। সৌরভের চরিত্রে দেখা যেতে পারে আয়ুষ্মান খুরানাকে। ছবির পররিচালনা করছেন আনন্দ এল রাি। যদিও বাদবাকি কাস্ট কে কে হবে, তা গোপনই রাখা হয়েছে এখনও। শুধু শোনা যাচ্ছে, দাদার টালিগঞ্জের বাড়িতেও ছবির শ্যুটিং হতে পারে। টিম যেতে পারে লন্ডনেও। 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

পুজোর আগে শেষ রবিতে বেশি বৃষ্টি হবে একাধিক জেলায়! চতুর্থী থেকে আরও ভাসবে বাংলা? বাংলা-সহ পাঁচটি ভাষাকে ধ্রুপদী স্বীকৃতি দিতে নিয়ম সংশোধন করেছে কেন্দ্র 'আমার মেয়ে একমাস…' জয়নগর কাণ্ডের পর প্রতিক্রিয়া সুদীপ্তার, ক্ষুব্ধ স্বস্তিকারা পুজো বন্ধ করলেই ‘বিপদ’ হয়, জঙ্গলমহলের এই গুহায় আজও হয় দুর্গাপুজো 'বিয়ের বয়স হয়েছে, ওরা আমার মেয়ে কি', খেপে মঞ্চ ছাড়ল ‘ধর্ম প্রচারক’ জাকির নায়েক ব্যাটারদের ব্যর্থতা, ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ! ৪২ হাজারের মধ্যে সরকারি অনুদান প্রত্যাখ্যান মাত্র ৫৯টি পুজো কমিটির: রিপোর্ট ‘অনন্যার কেরিয়ারের সেরা কাজ…’, CTRL দেখে প্রশংসায় পঞ্চমুখ পরিচালক অনুরাগ কাশ্যপ স্তন ক্যানসার হওয়ার পর ১ম জন্মদিন, হিনার জন্য় বিশেষ চমক অনুরাগীদের, কী এল উপহারে সারেগামাপায় তৃপ্তির গোপন গুণের কথা ফাঁস রাজকুমারের! প্রমাণ দিতে কোন গান গাইলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.