আগামী রবিবার এবারের বাফটা অ্যাওয়ার্ড সেরিমনি অনুষ্ঠিত হবে। এবারের এই অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব ডেভিড বেকহ্যাম, কেট ব্ল্যানচেট, দুয়া লিপার সঙ্গে পেয়েছেন বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এমনটাই ভ্যারাইটির একটি রিপোর্টে জানানো হয়েছে।
এই খবর খোদ অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে দীপিকা পাড়ুকোন শেয়ার করে লেখেন, 'কৃতজ্ঞ।' গত বছরও দীপিকাকে সঞ্চালনার দায়িত্ব সামলাতে দেখা গিয়েছিল তাও আবার অস্কারের মঞ্চে। এবারের এই বাফটা অ্যাওয়ার্ডের অনুষ্ঠান আগামী রবিবার লন্ডনের রয়াল ফেস্টিভ্যাল হলে অনুষ্ঠিত হবে।
কারা কারা থাকছেন এবারের সঞ্চালক হিসেবে?
কে কোন বিভাগের সঞ্চালনা করবেন সেটা এখনো জানা যায়নি। তবে ডেভিড বেকহ্যাম, কেট ব্ল্যানচেট, দুয়া লিপা, দীপিকা পাড়ুকোন ছাড়াও এদিন এই অনুষ্ঠানের সঞ্চালনা করবেন এমিলি ইন প্যারিস ছবির লিলি কলিন, হাগ গ্রান্ট, এম্মা করিন, দ্য ক্রাউনের গিলিয়ান অ্যান্ডারসন, ব্ল্যাক মিররের হিমেশ প্যাটেল এবং ইদ্রিস এলবা।
ভ্যারাইটির তরফে জানানো হয়েছে প্রাক্তন বিজয়ী এম্মা ম্যাককে এবং জ্যাক ও কনেল দ্য রাইজিং স্টার অ্যাওয়ার্ড দেবেন। এবারের এই খেতাবের জন্য লড়াই করছেন জেকব এলোর্ডি, মিয়া ম্যাককেননা ব্রুস, সোফি ওয়াইল্ড, প্রমুখ।
একাধিক তারকারা এই অনুষ্ঠান জমাবেন নাচ গানের মাধ্যমে। সিলিয়ান মারফি, গ্রেটা জারউইগ, ক্রিস্টোফার নোলান, ব্র্যাডলি কুপার, প্রমুখ হাজির থাকবেন এদিনের অনুষ্ঠানে।
১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবারের বাফটা অ্যাওয়ার্ড। এবার এই পুরস্কারের ৭৭ তম বছর। ভারতে এই পুরস্কারের বিশেষ ইভেন্ট লায়ন্সগেট প্লেতে দেখা যাবে রাত দেড়টা থেকে।
আরও পড়ুন: কলকাতায় বিগ বস জয়ী মুনাওয়ারের সঙ্গে হিনা! শুটের ফাঁকে কচুরি-আলুরদম - জিলিপি দিয়ে মহাভোজ!
অস্কারের মঞ্চে দীপিকা
গতবার RRR ছবিটির নাটু নাটু গানটি যখন অস্কার জেতে তখন সেটার সঞ্চালনার দায়িত্ব পড়েছিল দীপিকার কাঁধে। ২০২৩ সালে এই গানটি সেরা অরিজিন্যাল গানের খেতাব জিতেছিল।