বাংলা নিউজ > বায়োস্কোপ > Didi No 1: ‘বৈশাখে একটা তো জ্যৈষ্ঠ আরেকটা’! মেয়ের প্রেম নিয়ে বিভ্রান্ত প্রেরণার বাবা, নালিশ রচনার কাছে

Didi No 1: ‘বৈশাখে একটা তো জ্যৈষ্ঠ আরেকটা’! মেয়ের প্রেম নিয়ে বিভ্রান্ত প্রেরণার বাবা, নালিশ রচনার কাছে

দিদি নম্বর ১-এ প্রেরণা দাস। 

আজকালকার অনেক অভিভাবকদেরই অভিযোগ থাকে, ছেলেমেয়ে যে কার সঙ্গে প্রেম করছে সেটাই নাকি তাঁরা বুঝে উঠতে পারছেন না। একই কথা বিখ্যাত কনটেন্ট ক্রিয়েটর আশিসবাবুর গলাতেও। রচনার সঙ্গে আড্ডা জমাল বাবা-মেয়ের জুটি দিদি নম্বর ১-এ। 

রচনা বন্দ্যোপাধ্যায়ের শো দিদি নম্বর ১-এ এসেছিলেন সম্প্রতি প্রেরণা দাস। কনটেন্টে ক্রিয়েটার হিসেবে নিজের নাম করেছেন প্রেরণা ইতিমধ্যেই। সোশ্যাল মিডিয়ায় খ্যাতিও খুব। ইনস্টায় প্রায় ২ লাখ মানুষ ফলো করেন প্রেরণাকে। ইউটিউবে সাবস্ক্রাইবার প্রায় ৪৫ হাজার। ফেসবুকে তা ২৪ হাজারের কাছাকাছি।

প্রেরণা রচনাকে এসে জানানা, তাঁর বাবার এখনও বুঝতে সমস্যা হয় মেয়ে ঠিক কী কাজ করে! লাল পঞ্জাবিতে সেজেই এসেছিল মেয়ে আর বাবা। কাজের প্রসঙ্গে প্রেরণা জানান, প্রথমে শুরুটা করেছিল ফ্যাশন সংক্রান্ত ভিডিয়ো দিয়ে। কিন্তু তা সেভাবে ভিউজ এনে দিতে পারেনি। এরপর গত ২ বছর রোজকার জীবনের উপর কনটেন্ট বানানো শুরু করেন। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

প্রেরণার বাবা আশিস জানালেন, মেয়ে ছোট থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল। ১১-১২ ক্লাসে সায়েন্স নিয়ে পড়াশোনাও করেন। শুধু তাই নয় মেয়ে ব্যাঙ্কে একটা চাকরিও পায়। এরপরই প্রেরণা নাকি একদিন অফিসে বসেই টিফিন টাইমে বাবাকে ফোনে জানান, চাকরিটা আর করতে চান না।

প্রেরণার বাবার চিন্তা মেয়ের ভবিষ্যত নিয়েও। কারণ ভাইরালের দুনিয়ায় আজ যে বিখ্যাত, কাল তার খ্যাতি নাও থাকতে পারে। যদিও প্রেরণা সগর্বেই জানান, ব্যাঙ্কের চাকরির থেকে অনেক বেশি কামাচ্ছেন।

এরপরই রচনা আশিসবাবুকে প্রশ্ন করেন, মেয়ের লাভ লাইফ নিয়ে। যাতে উত্তর আসে, ‘বিয়ে করবে বলে তো মনেই হচ্ছে না ম্যাডাম’। এরপর ‘টিভির দিদি’ উপদেশ দেন, ভিডিয়ো পোস্টে কার কমেন্ট সবচেয়ে বেশি পড়ছে সেদিকে চোখ রাখার। যদিও তাতে প্রেরণার বাবা বলেন, ‘আমি তো ধরতেই পারছি না। বৈশাখে একটা তো জ্যৈষ্ঠ আরেকটা’। যাতে রচনা বলেন, ‘বুঝেছি ওই কারণে এত টেনশন আপনার’।

বাবার কথা শুনে হাসি থামছিল না প্ররণারও। বলে ওঠ, ‘আমাকে দেখে তোমার এরকম মনে হয়.বলো! আসলে বলছে একটা স্টেবল রিলেশনে যেতে।’ এরপর রচনা টিপ্পনি কাটেন, ‘কাউকে বলেই উঠতে পারছে না! তার আগেই চলে যাচ্ছে।’

বাংলা থেকে যে কনটেন্ট ক্রিয়েটররা এখন জাতীয় স্তরে গিয়ে নাম কামিয়েছে তাতে প্রথম সারিতে আছেন প্রেরণা। বাবামেয়ের এই জুটি বেশ মনে ধরেছে নেটনাগরিকদের। অনেকেই লিখেছেন, বাবার থেকেই এরকম হাসিখুশি স্বভাব পেয়েছেন। এমনকী, প্রেরণার ভিডিয়োতে থাকা হাস্যরসের কৃতিত্বও খানিকটা গেছে আশিসবাবুর উপরে।

বায়োস্কোপ খবর

Latest News

যতটা ভেবেছিলেন, বাংলায় তার থেকে কম আসন পেতে পারে BJP! এবার কত টার্গেট শাহের? প্রচারের ফাঁকে হুগলিতেই দিদি নম্বর ১-এর শ্যুটিং! নিয়ম ভেঙেছেন রচনা, দাবি লকেটের 'মমতা' নামটা আমার পছন্দ নয়, কতবার বাড়িতে বলেছি, সেটাও আবার চুরি করল বিজেপি' নতুন বিজ্ঞাপনে নয়া আন্দাজে বেগম 'সাস-বহু', করিনা-শর্মিলার রসায়নে খুশি ভক্তরাও ঘরোয়া ভাবে করুন স্ট্রেচিং, শরীর থাকবে চনমনে ব্যাট করতে নামার আগে,ওর ভিডিয়ো ১০০ বার দেখেছিলাম- কোন বোলারের ভয়ে কাঁপতেন রোহিত? ইন্ডি জোটকে বাইরে থেকে সমর্থন ঘোষণা, মমতার রাজনৈতিক চাল নিয়ে নানা মুনির নানা মত কেমন কাটবে আগামিকাল? কারা পেতে পারেন ভালো খবর? জেনে নিন ১৬ মে’র রাশিফল রাহুলকে ভুলে নতুন প্রেমে হাবুডুবু খাচ্ছেন অঙ্কিতা! কে সারেগামাপা জয়ীর ‘প্রেমিক’? জিতলেই প্রতি মাসে ১০ কেজি করে ‘ফ্রি রেশন,’ কারা পাবেন সেটাও জানাল কংগ্রেস

Latest IPL News

IPL-এর কোচ হিসেবে এবার দেখা যাবে শাস্ত্রীকে? অশ্বিনের শো-তে বড় খোলসা প্রাক্তনীর RCB vs CSK ম্যাচ বৃষ্টিতে ভাসলে কপাল পুড়বে কোহলিদের,সোনায় সোহাগা হবে চেন্নাইয়ের চিন্তার কিছু নেই বিশ্বকাপে ভালোই খেলবে, রোহিতের অফ ফর্ম নিয়ে বার্তা সৌরভের 'খেলে-খেলে ঘরের কাচ ভাঙত, বোলার নয়, বল দেখে', পোড়েলের সাফল্যে খুশি পরিবার-কোচ ‘গম্ভীর না হাসলে ক্রাশকে প্রোপোজ করব না’, তরুণীর পোস্টার দেখে হেসে দিলেন গৌতম! যিনি ব্যাটিং করছেন,তিনিই ডাগ-আউটে বসে হাততালি দিচ্ছেন! ‘পোস্ট’ নিয়ে ট্রোল LSG-কে ম্যাককালাম,স্টোক্সই ওকে বলেছিল আর সুযোগ পাবে না...জিমির অবসর নিয়ে বিস্ফোরক রব কি ক্রিকেটারদের অনুরোধ ফেরালেন দ্রাবিড়, কোচ হতে চান না ভিভিএস লক্ষ্মণও IPL-আরসিবির বিপক্ষে খেলতে পারলে প্লে অফের দৌড়ে থাকতাম…কাকে খোঁচা দিলেন ঋষভ পন্ত SRH ১৯৪ রানে হারলে প্লে-অফে যেতে পারে DC! কোন কোন দল কীভাবে যাবে? রইল IPL-র অঙ্ক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.