দিদি নম্বর ওয়ানে খেলতে আসছেন জনপ্রিয় অভিনেত্রীরা। এদিন রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খেলবেন প্রেরণা ভট্টাচার্য, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, প্রিয়া মণ্ডল, প্রমুখ। সেখানে খেলতে এসেই একটি মজার কথা শোনালেন প্রেরণা।
দিদি নম্বর ওয়ানে এসে কী বললেন প্রেরণা ভট্টাচার্য?
দিদি নম্বর ওয়ানে খেলতে এসে প্রেরণা ভট্টাচার্য জানান কেউ তাঁকে রোজ পার্সেল পাঠান। কিন্তু কে এই গিফটগুলো তাঁকে নিয়মিত পাঠান সেটা জানেন না তিনি। প্রেরণাকে এদিন রচনা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলতে শোনা যায়, 'জগদ্ধাত্রী করার পর থেকেই অচেনা কারও থেকে পার্সেল আসছে।' সেটা শুনেই অবাক হয়ে যান সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় এবং প্রিয়া মণ্ডল। তাঁরা দুজনেই মজা করে বলে ওঠেন, 'কই আমাদের তো কেউ এসব দেয় না। আমার কাছে এসব আসে না কেন? আমরাও তো একা। আরে ভাই আমরাও একা।' সকলে তাঁদের বলার ধরন দেখে হেসে ওঠেন।
আরও পড়ুন: নায়কের খোলস ছেড়ে বেরোতে পারেননি বলেই ফিরিয়েছেন খাদানের অফার! বনি বললেন, 'আমি আসলে...'
কে কী বলছেন?
জি বাংলার তরফে এই প্রোমো ভিডিয়ো পোস্ট করা হলে তাতে কমেন্ট করেন অভিনেতা সায়ক চক্রবর্তী। তিনি কমেন্টে লেখেন, 'আমি জানি সেই অজানা ব্যক্তিটি কে।' সেখানে প্রেরণা আবার বলেন 'তাহলে আমাকেও একটু জানাস প্লিজ।'
আরও পড়ুন: দক্ষ হাতে রুটি বেলে তাক লাগালেন মমতা, বাদ গেলেন না সৌরভের বউ ডোনাও, কিন্তু জিতলেন কে?
দিদি নম্বর ওয়ান প্রসঙ্গে
দিদি নম্বর ওয়ান বাংলার অন্যতম পুরনো রিয়েলিটি শো। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সম্প্রচারিত হয়। অন্যদিকে রবিবার রাত আটটা থেকে দেখা যায় এই শো।
দিদি নম্বর ওয়ান নিয়ে এখন চর্চা তুঙ্গে কারণ এখানে খেলতে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সেই পর্বের শুটিং হয়ে গিয়েছে। তবে কবে দেখা যাবে জানা যায়নি। সকলেই সেই পর্বের দিকে মুখিয়ে আছেন। এদিন তাঁর সঙ্গে খেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়, গায়িকা শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় এবং অরুন্ধতী হোম চৌধুরী।