বাংলা নিউজ > বায়োস্কোপ > Ditipriya Roy-Mahishashuramardini: মহিষাসুরমর্দিনী নন, বিশেষ চমক নিয়ে মহালয়ায় ছোট পর্দায় ফিরছেন দিতিপ্রিয়া!

Ditipriya Roy-Mahishashuramardini: মহিষাসুরমর্দিনী নন, বিশেষ চমক নিয়ে মহালয়ায় ছোট পর্দায় ফিরছেন দিতিপ্রিয়া!

মহালয়ার ভোরে কোন রূপে ধরা দেবেন দিতিপ্রিয়া?

Ditipriya Roy-Mahishashuramardini: মহালয়া এসে যাওয়া মানেই দুর্গাপুজোর বাদ্যি বেজে ওঠা। আর মহালয়া মানে আরও একটা জিনিস, মহিষাসুরমর্দিনী। এবারের জি বাংলার এই বিশেষ নিবেদনে বিশেষ রূপে ধরা দেবেন দিতিপ্রিয়া রায়।

বাঙালি আর এদিকে পুজোর কাউন্টডাউন করেন না, ধুস মশাই এ যে একেবারেই অসম্ভব একটা বিষয়। তাহলে বলুন তো পিতৃপক্ষের অবসান হতে আর কদ্দিন বাকি? কী বললেন? হ্যাঁ, একেবারেই তাই, গুনে গুনে আর ৩৬ দিন বাকি! মহালয়ার আর ৩৬ দিন বাকি। আর মহালয়া এসে যাওয়া মানেই পুজোর বাদ্যি বেজে ওঠা। তার সঙ্গে আরও একটা জিনিস যেটা ছাড়া বাঙালির, বাংলার মহালয়া অসম্পূর্ণ, মহিষাসুরমর্দিনী। রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গমগমে কণ্ঠস্বরে চণ্ডীপাঠ আর একের পর এক দেবী আরাধনার গান। এখন তো টিভিতেও মহিষাসুর নিধন দেখানো হয়, সেটা নিয়েও আলোচনা শুরু হয়ে গিয়েছে যে কোন চ্যানেলে কাকে দেবী দুর্গা হিসেবে দেখা যাবে।

স্টার জলসায় এবার দুর্গা হয়ে অবতীর্ণা হবেন কোয়েল মল্লিক। অন্যদিকে জি বাংলার ঘরের মেয়ে অঙ্কিতা ওরফে জগদ্ধাত্রীকে দেখা যাবে সেই চ্যানেলের দুর্গা হিসেবে। তাহলে রানি মা? অর্থাৎ দিতিপ্রিয়া রায়কে যে জি বাংলার পর্দায় দুর্গা হিসেবে দেখা যাবে বলে শোনা গিয়েছিল প্রথমে? সেটার কী হবে? পরে অঙ্কিতার কথা প্রকাশ্যে আসায় একটা কনফিউসন তৈরি হয়েছে। তবে কি দিতিপ্রিয়া থাকছেন না এবারের মহিষাসুরমর্দিনীতে? কিন্তু তিনি যে কদিন আগেই তাঁর স্টোরিতে দেবী সাজের আভাস দিয়েছিলেন!

আরও পড়ুন: অধ্যাপিকা রাকা সেন 'বোধন ২' নিয়ে ফিরছেন, এবারও কি সঙ্গী হবেন দিতিপ্রিয়া?

আরও পড়ুন: জওয়ান আসলে সরকার বিরোধী প্রতিবাদ, প্লট ঘেঁটে দাবি নেটিজেনদের

এই বিষয়ে আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, 'অঙ্কিতাকেই মহিষাসুরমর্দিনী হিসেবে দেখা যাবে। আমিও থাকব। তবে কোন চরিত্রে কীভাবে সেটা সারপ্রাইজ। এবারের গল্পটা সাজানো হয়েছে এমন ভাবে যে দর্শকরা অনেক চমক পাবেন। অবাক হয়ে যাবেন রীতিমত।'

দিতিপ্রিয়া রায়কে সকলে এখনও ছোট পর্দার রানি মা হিসেবেই চেনেন। তিনি দীর্ঘদিন রানি রাসমণির চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন। এখন যদিও তিনি সিনেমা, সিরিজ নিয়েই বেশি ব্যস্ত। তাঁর হাতেও বেশ কিছু কাজ রয়েছে। এর পাশাপাশি তিনি পড়াশোনাও করছেন। তিনি সদ্যই স্নাতক হয়েছেন। এখন তাঁর লক্ষ্য স্নাতকোত্তরে পড়াশোনা করার জন্য তৈরি হওয়া।

বায়োস্কোপ খবর

Latest News

নায়েব-ই হলেন হরিয়ানায় বিজেপি-র CM মুখ, ভিজের দাবি খারিজ করে বললেন প্রধান কুণাল-দেবাংশুর যৌথ আক্রমণ টলি অভিনেত্রীকে! একজন বানালেন বৌমা, অন্য জন ‘দজ্জাল’ অপেক্ষা আর কয়েক ঘণ্টা, বদলে যাবে আবহাওয়া, থামবে নাগাড়ে বৃষ্টি, আকাশ ভরবে তারায় সোমবার বিকেলে ফের জুনিয়র ডাক্তারদের বৈঠকে বসার আহ্বান জানিয়ে চিঠি মুখ্যসচিবের এবারও রেড রোডে কার্নিভাল হবে, দুর্গাপুজো নিয়ে ফ্রন্টফুটে রাজ্য সরকার সাত সকালে তপসিয়ায় অ্যালুমিনিয়ামের কারখানায় বিধ্বংসী আগুন, আতঙ্ক এলাকায় চার পুলিশ অফিসারকে সমন পাঠাল সিবিআই, ‘‌বৃহত্তর ষড়যন্ত্রে’‌ কারা?‌ নয়া মোড় তদন্তে কাকদ্বীপ হাসপাতালে মানবিকতার ছোঁয়া, ৮০০ প্রসূতির প্রসব, কলকাতায় কর্মবিরতির জের 'মায়ের মতোই শিরদাঁড়া শক্ত',RG করের প্রতিবাদে সুদীপ্তাকন্যাকে দেখে বলছে নেটপাড়া অক্টোবরে বছরের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণ, সময় বদলাবে, ভাগ্য ফিরবে ৩ রাশির

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.