দুর্নিবার সাহার সঙ্গে প্রেম, বেড়াতে যাওয়া, বিয়ে, সবকিছুই সযত্নে সোশ্যাল মিডিয়ায় রেখে দিয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। যদিও দুর্নিবারের প্রোফাইল থেকে অবশ্য পুরনো সব ছবি বহু আগেই মুছে গিয়েছে।
1/9নতুন ঘর বাঁধছেন গায়ক দুর্নিবার সাহা। প্রাক্তন মীনাক্ষীর ইনস্টায় এখনও জ্বলজ্বল করছে ২০২১-এর আইবুড়ো ভাত, মেহেন্দি, সঙ্গীত, গায়ে হলুদ, বিয়ে থেকে জামাইষষ্ঠীর ছবি।
2/9আর কিছুক্ষণের অপেক্ষা, সাতপাকে বাঁধা পড়বেন দুর্নিবার সাহা ও ঐন্দ্রিলা সেন ওরফে মোহর। চারহাত এক হবে, শুরু হবে দুর্নিমোহরের নতুন পথ চলা।
3/9সকালেই গায়ে হলুদ হয়ে গিয়েছে, দুর্নিবারের জন্য শাঁখাপলা পরে, মেহেন্দি পরা হাতে ছবিও দিয়েছেন ঐন্দ্রিলা সেন। লিখেছেন, ‘দুর্নি-মোহরের শুরু’।
4/9এদিকে বিচ্ছেদ হয়ে গেলেও প্রাক্তন স্ত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় এখনও জ্বলজ্বল করছে দুর্নিবারের সঙ্গে তাঁর বিবাহিত জীবনের নানান ছবি।
5/9২০২১-এর মার্চে ঘটা করেই বিয়ে করেছিলেন দুর্নিবার ও মীনাক্ষী, আইবুড়োভাত, গায়ে হলুদ, মেহেন্দি, সঙ্গীত সবই হয়েছিল, এখনও সেই সব ছবিই রয়ে গিয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায়ের ইনস্টাগ্রামে।
6/9দুর্নিবার সাহার সঙ্গে প্রেম, বেড়াতে যাওয়া, বিয়ে, সবকিছুই সযত্নে সোশ্যাল মিডিয়ায় রেখে দিয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। যদিও দুর্নিবারের প্রোফাইল থেকে অবশ্য পুরনো সব ছবি বহু আগেই মুছে গিয়েছে।
7/9হাতে শাঁখা পলা, সিঁথিতে সিঁদুর মীনাক্ষী মুখোপাধ্যায়ের পোস্ট করা সেই ছবিগুলির তলায় ছিল কমেন্টের বন্যা। মীনাক্ষী এবং দুর্নিবার আইনি বিয়ে সেরেছিলেন ২০১৭তে। তারপর একসঙ্গেই থাকতেন। ২০২১-এর মার্চে সামাজিক বিয়ে হয়। এরপর বছর ঘুরতে না ঘুরতে আসে বিয়ে ভাঙার খবর।
8/9সোশ্যাল মিডিয়ায় দু'দিন আগেই নাম না করে দুর্নিবারকে খোঁচা দিয়েছিলেন মীনাক্ষী। ফেসবুকের লেখেন, 'আপনার উচিত জীবন থেকে রণবীর কাপুরকে যেতে দেওয়া এবং রণবীর সিংকে আসতে দেওয়া।' পরে লেখেন, 'আপনাদের সমস্ত অনুমান সঠিক।' তাই কার উদ্দেশ্যে মীনাক্ষী এই পোস্ট করেছিলেন, তা আর কারোর বুঝতে অসুবিধা হয়না।
9/9যদিও প্রাক্তনের পোস্ট নিয়ে কোনও জবাব দেননি দুর্নিবার, আপাতত মীনাক্ষী তাঁর জীবনে অতীত, বর্তমান শুধুই মোহর।