বাংলা নিউজ > বায়োস্কোপ > Durnibar-Meenakshi: মোহরে ঘর বাঁধছেন দুর্নিবার, প্রাক্তন মীনাক্ষীর ইনস্টায় আজও রয়েছে ভাঙা বিয়ের ছবি

Durnibar-Meenakshi: মোহরে ঘর বাঁধছেন দুর্নিবার, প্রাক্তন মীনাক্ষীর ইনস্টায় আজও রয়েছে ভাঙা বিয়ের ছবি

দুর্নিবার সাহার সঙ্গে প্রেম, বেড়াতে যাওয়া, বিয়ে, সবকিছুই সযত্নে সোশ্যাল মিডিয়ায় রেখে দিয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। যদিও দুর্নিবারের প্রোফাইল থেকে অবশ্য পুরনো সব ছবি বহু আগেই মুছে গিয়েছে।