সদ্যই ৪৫ বছরে পা দিলেন ইমরান হাশমি। ২৪ মার্চ ছিল ইমরান হাশমির জন্মদিন। আর এদিন অভিনেতা তাঁর জন্মদিন উদযাপন করলেন বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে। বাবা সিদ্দিকি প্রতি বছরই ধুমধাম করে ইফতার পার্টির আয়োজন করেন। সেখানে বহু বলিউড তারকারাই আসেন। এদিন তেমন ভাবেই ইমরান হাশমিও এসেছিলেন সেই ইফতার পার্টিতে।
ইমরান হাশমির জন্মদিন পালন
বাবা সিদ্দিকি এবং তাঁর ছেলে জিশান সিদ্দিকি ২৪ মার্চ তাঁদের ইফতার পার্টিতে ইমরান হাশমির জন্মদিন পালন করার ব্যবস্থা করেছিলেন। এনেছিলেন কেক। সেখানেই অভিনেতাকে কেক কাটতে দেখা যায়।
আরও পড়ুন: 'আমার নিঃস্বার্থ সাপোর্ট...' টিকিট পেতেই আবেগে ভাসলেন কঙ্গনা, বিজেপির সিদ্ধান্তকে মেনে কী লিখলেন 'কুইন'?
ইমরান হাশমি এদিনের অনুষ্ঠানে একটি নীল রঙের প্রিন্টেড কুর্তা পরেছিলেন সঙ্গে ছিল সাদা পায়জামা। এদিন বাবা সিদ্দিকিদের পার্টিতে এসেই চমকে যান অভিনেতা। তাঁর জন্য আনা চকলেট কেক কাটেন এদিন ইমরান। তারপর তিনি সেই কেক জিসানকে খাইয়ে দেন। জিশানও সেই কেকের টুকরো অভিনেতাকে খাওয়ান।
আর কারা এলেন বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে?
তবে কেবল ইমরান হাশমি নন। এদিন আরও অনেক বলিউড তারকারা এসেছিলেন তাঁদের এই ইফতার পার্টিতে। রামদান মাসে তাঁরা বরাবর এই পার্টির আয়োজন করেন। সেখানে সলমন খান সহ ভাইজানের বাবা সেলিম খান, করণ সিং গ্রোভার, মধুর ভান্ডারকর, মুনাওয়ার ফারুকি, গওহর খান, সানা খান, অর্জুন বিজলানি, প্রমুখ এসেছিলেন।
আরও পড়ুন: শাহরুখের সঙ্গে একফ্রেমে ধরা দিয়েই আপ্লুত নীতীশ রানার স্ত্রী, সাঁচি লিখলেন, 'যে আপনাকে বদলে দেয়...'
ইমরান হাশমির প্রজেক্ট
ইমরান হাশমিকে শেষবার বড় পর্দায় টাইগার ৩ ছবিতে দেখা গিয়েছিল। সেখানে তিনি খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন। টাইগার এবং জোয়ার চরিত্রে ছিলেন সলমন খান এবং ক্যাটরিনা কাইফ। এছাড়া তাঁর শোটাইম সিরিজটি কিছুদিন আগে ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে।