রণবীর কাপুরের জন্য বিশেষ উপহার ভক্তের। অভিনেতার জন্য এদিন এক ভক্ত নিজের হাতে কার্ড লিখে এঁকে নিয়ে এলেন উপহার হিসেবে দেবেন বলে। তার উত্তরে অভিনেতা যা করলেন সেটা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন সকলেই।
ভক্তের সঙ্গে রণবীর কাপুর
এদিন সোশ্যাল মিডিয়ায় রণবীর কাপুরের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে অভিনেতা তাঁর এক অল্প বয়সী ভক্তের সঙ্গে হেসে হেসে কথা বলছেন। এরপরই সেই মেয়েটিকে অভিনেতার হাতে একটি হাতে লেখা কার্ড উপহার হিসেবে দিতে দেখা যায়। ভিতরে কিছু একটি লেখার সঙ্গে রাহা অর্থাৎ রণবীরের মেয়ের একটি মিষ্টি ছবিও আঁকা সঙ্গে আছেন অভিনেতা নিজেও।
আরও পড়ুন: নেপোটিজম বিতর্কে দর্শকদের ঘাড়েই দায় চাপালেন সইফ! বললেন, 'আমরা নই, জনগণই তো স্টার কিড...'
আরও পড়ুন: ভ্যালেন্টাইন্স ডে'র প্ল্যান জানাতেই চরম ট্রোল্ড সায়ন্তিকা, নীল - সাদা হাওয়াই হাতে কী করতে চাইলেন?
এই উপহার পেতেই অভিনেতা ভীষণ খুশি হয়ে যান। তিনি সেই ভক্তকে জড়িয়ে ধরেন। এবং তাকে ধন্যবাদ জানান। তাঁদের একসঙ্গে ছবি তুলতেও দেখা যায় এদিন।
কে কী বলছেন?
এদিন এক ভিডিয়ো প্রকাশ্যে আসতেই অনেকেই অভিনেতার প্রশংসা করেছেন। তাঁর এই ব্যবহার দেখে মুগ্ধ হয়েছেন সকলেই। এক ব্যক্তি লেখেন, 'রণবীর একজন প্রকৃত পুরুষমানুষ। উনি ওঁর ভক্তদের সঙ্গে দারুণ ভাবে মেশেন, কথা বলেন।'
রাহাকে নিয়ে আলিয়া এবং রণবীর
গত বছর বড়দিনে প্রথমবার রাহাকে সবার সামনে নিয়ে আসেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর। সেই থেকে এক একরত্তির ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। অনেকেই তার সঙ্গে তার দাদু ঋষি কাপুর এবং তাঁর বাবার সঙ্গে মিল পেয়েছেন। ২০২২ সালে নভেম্বর মাসে জন্ম হয় রাহার। সেই বছরই আলিয়া এবং রণবীরের বিয়ে হয়েছিল।
আরও পড়ুন: 'পুরোটাই ক্ষমতার নেশা', রাজনীতি ছাড়ার জল্পনার মাঝে ভাইরাল পুরনো ভিডিয়ো, দলবদলুদের নিয়ে কী বললেন দেব?
রণবীর কাপুরকে শেষবার অ্যানিম্যাল ছবিটিতে দেখা গিয়েছিল বক্স অফিসে দারুণ সাড়া পেয়েছে এটি। করেছে তুমুল ব্যবসাও। আগামীতে অভিনেতাকে নীতিশ তিওয়ারির রামায়ণে দেখা যাবে। তিনি রামের ভূমিকায় অবতীর্ণ হবেন। এখানে তাঁর বিপরীতে সীতার চরিত্রে থাকবেন সাই পল্লবী। রাবণ হয়েছেন যশ।