বিগ বসের ১০ নম্বর সিজন চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল তাঁর সুবাদে। বিগ বসের ইতিহাসের অন্যতম বিতর্কিত প্রতিযোগী স্বামী ওম। বুধবার চলে গেলেন এই স্বঘোষিত ধর্মগুরু। তিন মাসে আগে অতিমারী করোনার কবলে পড়েছিলেন তিনি, করোনামুক্ত হলেও অসুস্থতা ঘিরে ধরে তাঁকে। দিল্লির এক হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন স্বামী ওম, আজ (বুধবার) সকালে মৃত্যু হল তাঁর।
সূত্রের খবর গত কয়েকদিনে তাঁর শারীরিক পরিস্থিতির ব্যাপক হারে অবনতি ঘটে। সারা শরীর প্যারালাইসড হয়ে গিয়েছিল এই প্রাক্তন বিগ বস প্রতিযোগির। এর জেরে দিন পনেরো আগে স্বামী ওমের শরীর একেবারে ভেঙে পড়ে। আজ দুপুরে তাঁর অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হবে।
বিগ বসের ঘরে থাকবার সময় সহ-প্রতিযোগী বানি জে এবং রোহন মেহরার উপর মুত্র ছড়িয়ে বিতর্কে জড়িয়েছিলেন স্বামী ওম। তাঁর খারাপ আচরণের জেরে বিগ বস কর্তৃপক্ষ এবং সলমন খান তাঁকে শো থেকে বাইরে বের করে দেন।