‘ফুকরে’-র দ্বিতীয় পার্টের ছয় বছর পর সিনেমা হলে আসছে ‘ফুকরে ৩’। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। ছবিতে পুলকিত সম্রাটকে হানি চরিত্রে, মনজোত সিং-কে লালি হালওয়াই চরিত্রে এবং বরুণ শর্মাকে চুচা হিসেবে আবারও দেখা যাবে। রিচা চাড্ডার চরিত্রের নাম ভলি পাঞ্জাবন। আসন্ন ছবির চুটিয়ে প্রচার করছেন কাস্ট।
নয়ডায় হুড খোলা লাল জিপে চেপে ছবির প্রচার সারলেন রিচা চাড্ডা, পুলকিত সম্রাট, মনজোত সিং, বরুণ শর্মা। জিপের মধ্যে চারজন নাচতে নাচতে ছবির প্রচার সারেন। দেখা করেন ভক্তদের সঙ্গে। এত বছর পর ‘ফুকরে’ টিম ফিরে আসতে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরাও।
২০১৩ সাল থেকে দেশি কমেডি ফ্র্যাঞ্চাইজি হিসেবে দর্শকদের মন জয় করে আসছে ফুকরে। মৃগদীপ সিং লাম্বা দ্বারা পরিচালিত এবং রীতেশ সিধওয়ানি এবং ফারহান আখতার এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রযোজিত ফুকরে ৩ সিনেমাহলে আসছে ২৮ সেপ্টেম্বর। আরও পড়ুন: কালো ক্রপ টপ-প্যান্টে উন্মুক্ত ভূমির নাভি, শর্ট ড্রেসে লাইমলাইট কাড়লেন শেহনাজ
দেখুন ভিডিয়ো-
‘ফুকরে ৩’-এর ট্রেলার পুলকিত এবং বরুণের স্কুলের স্মৃতিচারণা দিয়ে শুরু হয়। এরপর দেখা যায় বর্তমান সময়ে তাঁরা রিচা চাড্ডার বিরুদ্ধে নির্বাচনে লড়ার পরিকল্পনা করছেন। ভোটের লড়াইয়ে রিচা এবং পুলকিতের মুখোমুখি হওয়ার পরই ঘটবে একের পর এক চমক ধরানো ঘটনা, যা দেখে হেসে লুটোপুটি খাবেন দর্শকর।
৭ সেপ্টেম্বর ‘জওয়ান’ মুক্তির দিনই ফুকরে ৩-এর মুক্তির কথা ছিল। তবে এটিকে পিছিয়ে ১ ডিসেম্বর করে দেওয়া হয়। প্রভাসের সালার-এর মুক্তির তারিখ ২৮ সেপ্টেম্বর থেকে সরে যেতেই সেই স্লট দখল করে নেয় 'ফুকরে ৩'।
২০১৩ সালে মুক্তি পেয়েছিল ‘ফুকরে', আর ২০১৭ সালে ‘ফুকরে রিটার্নস’। কমেডি ঘরানার এই ছবি দুটি পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছিল দর্শকের মনে। আশা রাখা যাচ্ছে, ফুকরে ৩-ও একই কামাল করতে পারবে বক্স অফিসে।