বিতর্কের কেন্দ্রবিন্দুতে টোটা রায়চৌধুরী। পরিচালক, প্রযোজকদের না জানিয়ে, বিনা অনুমতিতে তাঁদের আগামী ছবির একটি অ্যাকশন দৃশ্যের ক্লিপ এদিন তিনি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিয়েছেন বলে দাবি করেন পরিচালক রাজা চন্দ। তিনি গোটা ঘটনার বিরোধিতা করে সরব হয়েছেন। কী ঘটেছে আসলে?
কী করেছেন টোটা?
টোটা রায়চৌধুরীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গেলেই প্রথম যে ভিডিয়ো দেখা যাচ্ছে বিতর্ক তৈরি হয়েছে সেই ভিডিয়োকে কেন্দ্র করেই। এই ভিডিয়োটি তাঁর আগামী ছবি শপথ ২ এর ক্লিপ। সেটা তিনি শুক্রবার সকালে পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, 'মানুষ বিপদে পড়লে পুলিশকে ডাকে। আর পুলিশ বিপদে পড়লে রণদীপ রায়কে। সে হাড় ভাঙবে, প্রোটোকল ভাঙবে, নিয়ম ভাঙবে ন্যায় বিচার দিতে। অক্ষয় তৃতীয়ার মতো পূণ্য দিনে আমি আমার আগামী কাজের ঝলক ভাগ করে নিলাম। পুলিশ।' আর এই ভিডিয়োকে কেন্দ্র করেই তৈরি হয়ে বিতর্ক। রণদীপ রায়ের মতোই কি তবে তিনিও আইন ভাঙলেন?
কী বলছেন পরিচালক রাজা চন্দ?
রাজা চন্দ এদিন প্রযোজকদের সঙ্গে লাইভ আসেন। সেখানে এসে তিনি বলেন, ' এই ক্লিপটা ছবির ক্রিম পার্ট। প্রচুর টাকা দিয়ে অ্যাকশন দৃশ্য শ্যুট করেছি আমরা। প্রোডাকশন হাউজ, প্রযোজককে না জানিয়ে, ডিরেক্টরের কথা তো ছেড়েই দিলাম, হঠাৎ করে4 উনি এই ক্লিপ আপলোড করে দিলেন। আমি হতবাক হয়ে গিয়েছি।' তিনি এদিন একই সঙ্গে বলেন, 'আমায় অনেকেই ফোন করে জিজ্ঞেস করছে যে ছবির ক্লিপ পাইরেসি হয়ে গিয়েছে নাকি! ক্লিপে প্রযোজকদের নাম, প্রযোজনা সংস্থার নাম, পরিচালকের নাম কিছুই নেই যেটা উনি পোস্ট করেছেন। প্রযোজকরা কেউ জানত না বিষয়টা। এটা কি করা যায়? এটা কি বেআইনি নয়?'
রাজা এদিন তাঁর বক্তব্যে জানান, ' উনি করণ জোহরকে দেখাতে চান বলে ভিডিয়োটা চেয়েছিলেন। আমরাও অতিরিক্ত টাকা খরচ করে ওঁকে ক্লিপটা দিয়েছিলাম। ওঁকে ভীষণ ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম। ওঁর জন্য অনেকবার শিডিউল চেঞ্জ করেছি। আর উনি কিনা এই ক্লিপ আপলোড করে দিলেন তাও কাউকে না জানিয়ে! এটা কি ধরনের মানসিকতা? এটা কি আদৌ সম্ভব? এটার যদি প্রতিবাদ না হয় তাহলে কী হবে? বিচার চাই।'
আরও পড়ুন: মাত্র ১০০০ টাকা বাজেট! তাতেই অনন্ত-রাধিকার প্রি ওয়েডিং থিমে সেজে উঠল পাকিস্তানের কলেজের ফ্যাশন শো
পরিচালক জানিয়েছেন তিনি এদিন বহুবার টোটাকে ফোন করে ভিডিয়ো ডিলিট করার কথা বলেছেন। বুঝিয়েছেন। তাঁর কথায়, 'মেসেজ করেছি। ফোন করে চিৎকার করেছি। কিন্তু ওঁর জেদ আর ইগো এত যে বলে দিয়েছে উনি সেটা ডিলিট করবেন না। ওঁর কি টাকা ঢেলেছি তো আমরা। এতে সিনেমার কতটা ক্ষতি হয়ে গেল আন্দাজ করতে পারছেন না।' পরিশেষে তিনি জানিয়েছেন তাঁরা তাঁদের এই আগামী ছবির নাম শপথ ২ রাখবেন না। কী রাখবেন সেটা পরে ঘোষণা করবেন।