বাংলা নিউজ > বায়োস্কোপ > Ileana D'Cruz: হবু সন্তানের পিতৃপরিচয় নিয়ে ধোঁয়াশা! বেবি বাম্পের ছবি দিলেন ‘একা মা’ ইলিয়ানা

Ileana D'Cruz: হবু সন্তানের পিতৃপরিচয় নিয়ে ধোঁয়াশা! বেবি বাম্পের ছবি দিলেন ‘একা মা’ ইলিয়ানা

বেবি বাম্পের ছবি দিলেন ইলিয়ানা। 

মা হতে চলার খবর দিয়ে সকলকে চমকে দিয়েছিলেন ইলিয়ানা ডিক্রুজ। এখনও সামনে আনেননি হবু সন্তানের পিতৃ পরিচয়। প্রথমবার ছবি দিলেন বেবি বাম্পের। 

অভিনেত্রী ইলিয়ানা ডি'ক্রুজ দিনকয়েক আগেই মা হতে চলার খবর দিয়েছিলেন। এবার বেবি বাম্পের ছবি শেয়ার করলেন অভিনেত্রী। গত মাসেই তিনি ঘোষণা করেছিলেন প্রথম সন্তান আসছে কয়েক মাসের মধ্যেই। তবে এই প্রথম বেবি বাম্পের ছবি সামাজিক মাধ্যমে দিলেন অভিনেত্রী।

তিনি একগুচ্ছ ফটো শেয়ার করেছেন যা তার বাড়িতেই ক্লিক করা হয়েছে বলে মনে হচ্ছে। কালো রঙের বডি হাগিং ওয়ানপিস পরে ছিলেন ইলিয়ানা। যা তাঁর বেবি বাম্পকে আরও বেশি হাইলাইট করেছে।

ছবিগুলি শেয়ার করে ইলিয়ানা ক্যাপশনে লিখেছেন, ‘বাম্প অ্যালার্ট!!’ তিনি তার বান্ধবীকেও কৃতিত্ব দিয়েছেন যিনি ক্যামেরার পিছনে ছিলেন। এই ছবিতে প্রতিক্রিয়া জানিয়ে শিবানী ডান্ডেকার মন্তব্য করলেন, ‘লাভ ইউ গার্ল তোমার জন্য খুব খুশি।’ অভিনেতা আথিয়া শেট্টি এবং সোফি চৌধুরী অভিনেতার জন্য রেড হার্ট ইমোজি শেয়ার করে নিয়েছেন।

তবে নেটপাড়া থেকে যেমন শুভেচ্ছা আর ভালোবাসা এল অভিনেত্রীর জন্য, তেমনই উঠল অনাগত সন্তানের পিতৃ পরিচয় নিয়ে প্রশ্নও। এক ভক্ত মন্তব্য করেছেন, ‘ওয়াও হট মাম্মা! তোমার আত্মবিশ্বাস সবচেয়ে ভালো লাগে।’ আরেকজন লিখলেন, ‘সবই বুঝলাম। কিন্তু সন্তানের বাবার নাম কবে জানতে পারব?’ তৃতীয়জনের কমেন্ট, ‘মিষ্টি আর উজ্জ্বল। ছবিগুলো আমার দিনটা ভালো করে দিল’। 

ইলিয়ানা বেশ কিছুদিন আগে ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলকে ডেট করছেন বলে গুঞ্জন উঠেছিল। তবে তারা কেউই এই খবরের সত্যতা স্বীকার বা অস্বীকার করেননি। গত বছর ক্যাটরিনার জন্মদিনের অন্তরঙ্গ পার্টিতে মলদ্বীতে অভিনেত্রীর বন্ধু এবং পরিবারের সঙ্গে হাজির ছিলেন ইলিয়ানাও। এমনকী ভিকি-ক্যাটরিনার বিয়েতেও গিয়েছিলেন। এমনকী করণ জোহরও তাঁর শো ‘কফি উইথ করণ’-এ এই সম্পর্কের ইঙ্গিত দিয়েছিলেন। ক্যাটরিনার ভাই লন্ডনে থাকেন, পেশায় মডেল।

এর আগে দীর্ঘদিন অস্ট্রোলিয়ান ফটোগ্রাফার অ্যান্ড্রু নীবোনের সঙ্গে সম্পর্ক ছিল ইলিয়ানা। এমনকী তাঁদের গোপন বিয়ের খবরও রটেছিল। এরপর ২০১৯ সালে দীর্ঘদিনের সেই সম্পর্কে ইতি টানেন তিনি।

এর আগে একটি বেবি রোম্পার আর একটি ‘মাম্মা’ লেখা লকেটের ছবি শেয়ার করে মা হতে চলার খবর দিয়েছিলেন। ছবির ক্যাপশনে হবু মা লিখেছেন, ‘সে খুব জলদি আসছে। আমার ছোট্ট সোনার সঙ্গে দেখা করতে আর তর সইছে না’। আর ইলিয়ানার ছবিতে তাঁর মা সামিরা ডিক্রুজ সেই সময় মন্তব্য করেছিলেন। লিখেছিলেন, ‘আমার নাতি/নাতনির মুখ দেখতে আর অপেক্ষা করতে পারছি না। খুব দ্রুত চলে এস’।

কাজেরসূত্রে, শেষবার অভিষেক বচ্চনের ওটিটি ফিল্ম ‘বিগ বুল’-এ দেখা মিলেছে ইলিয়ানার। আপাতত রয়েছেন মাতৃত্বকালীন ছুটিতে। 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন