ইমন চক্রবর্তী যে কেবল তাঁর গানের জন্য বিখ্যাত এমনটা একেবারেই নয়। তিনি তাঁর ব্যবহার্য ভক্তদের সঙ্গে তাঁর সম্পর্কের জন্যও দারুণ ভাবে জনপ্রিয়। গায়িকাকে যেমন মাঝে মধ্যে দর্শকদের ভুল ধরিয়ে দিতে দেখা যায়, তেমনই তিনি নানা মজার ঘটনা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। রোজকার জীবনের নানা কথা ঘটনা উঠে আসে তাঁর সেসব পোস্টে। এতদিন ঠিক একই ভাবে তিনি একপ্রকার মানুষ চেনালেন।
ইমন চক্রবর্তীর নতুন পোস্ট
ইমন চক্রবর্তী এদিন একটি ভিডিয়ো পোস্ট করেন, সেখানে তাঁকে তাঁর সঙ্গীদের সঙ্গে একটি গাড়িতে বসে থাকতে দেখা যাচ্ছে। এই ভিডিয়ো টির শুরুতেই তিনি বলেন, 'এমন অনেক মানুষ থাকেন যাঁরা পাশের লোকটা যেটা করছে বা কাছের মানুষ যা করছে সেটাই বলে থাকেন। মানে ধরুন কোনও বাচ্চা স্কুলে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সে স্কুলে যাচ্ছে তারপরেও আমরা তাকে জিজ্ঞেস করি কী রে স্কুলে যাচ্ছিস? বা কেউ কোথাও থেকে এল তাঁকে জিজ্ঞেস করা কী রে বাড়ি এলি? এটা তো আমার খুব করত। আজকে আমরা সেটা একটু করার চেষ্টা করছি।'
আরও পড়ুন: 'আমার বাবা কে জানিস এটা বলুক...' প্রভাব - প্রতিপত্তি খাটিয়ে সন্তানদের মানুষ করতে চান না বিবেক
আরও পড়ুন: ঐশ্বর্যর সঙ্গে বিচ্ছেদের জল্পনা তুঙ্গে, শ্বেতার পর এবার রহস্যজনক পোস্ট অভিষেকের, ব্যাপারটা কী?
এরপর তাঁকে তাঁর গাড়িতে থাকা বাকি তিন সঙ্গী যে যা করছেন সেটাই জিজ্ঞেস করতে দেখা গেল। গাড়ি চালাচ্ছেন যিনি তাঁকে ইমন জিজ্ঞেস করেন 'কী গাড়ি চালাচ্ছ?' সকলেই তাঁর প্রশ্নের উত্তর সঠিক ভাবে দিয়ে তাঁকেও পাল্টা প্রশ্নে করেন। এটা দেখে ইমনরা ভীষণ মজা পেয়েছেন।
ইমন এই পোস্টের ক্যাপশনে লেখেন, 'এমন করে থাকেন অনেকে, আমি তো চিনি। আপনারাও চেনেন কি?'
আরও পড়ুন: উইকেন্ডের আগেই পার্টি মুড অন! ফাইটারের গানে মেয়ের সঙ্গে আয়ুষ্মানের নাচ দেখে কী বললেন মুগ্ধ হৃতিক?
কে কী বলছেন?
এক ব্যক্তি এই পোস্টের কমেন্টে করে লেখেন, 'কাল আমি মর্নিং ওয়াকে যাচ্ছি, তখন এক পরিচিতা জিজ্ঞেস করলেন কি মর্নিং ওয়াকে যাচ্ছ?' দ্বিতীয় ব্যক্তি ইমনের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়ে লেখেন, 'তুমি কি ভিডিয়োটা পোস্ট করলে ইমন দি?' তৃতীয় ব্যক্তি লেখেন, 'হ্যাঁ, এগুলো পাড়ার কাকু কাকিমারা করে থাকে।' কেউ কেউ আবার এই পোস্টে তাঁর গানের বা শোয়ের প্রশংসাও করেন।