অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের ডিভোর্সের। হিরচা তুঙ্গে। কানাঘুষোয় শোনা যাচ্ছে তাঁদের মধ্যে নাকি কিছুই ঠিকঠাক যাচ্ছে না। তার মধ্যেই রহস্যজনক পোস্ট করলেন অভিনেতা।
অভিষেক বচ্চনের রহস্যজনক পোস্ট
অভিষেক বচ্চন সম্প্রতি একটি রহস্যজনক পোস্ট করলেন। তিনি এদিন তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন যা দেখে তাঁদের ডিভোর্সের জল্পনা ফের চাড়া দিয়ে উঠেছে। সেখানে তিনি জীবনের হার, ব্যর্থতা থেকে কী শিক্ষা নেওয়া উচিত সেই বিষয়ে কথা বলেছেন।
আরও পড়ুন: 'সফর শুরু', দ্বিতীয়বার মা হওয়ার পর এবার 'বাবলি' হয়ে ওঠার পালা, শুভ মহরতের ছবি পোস্ট শুভশ্রীর
আরও পড়ুন: উইকেন্ডের আগেই পার্টি মুড অন! ফাইটারের গানে মেয়ের সঙ্গে আয়ুষ্মানের নাচ দেখে কী বললেন মুগ্ধ হৃতিক?
অভিষেক বচ্চন এদিন আনন্দ চুলানি নামক এক ব্যক্তির পোস্ট ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করেন। সেখানে লেখা 'দ্য ফিয়ার অব ফেইলিং উইল ডেস্ট্রয় ইয়োর ড্রিমস। লার্নিং ফ্রম ফেইলিওর উইল বিল্ড ইয়োর ড্রিমস।' অর্থাৎ হেরে যাওয়ার ভয় স্বপ্নকে নষ্ট করে দেয়। কিন্তু ব্যর্থতা থেকে শিক্ষা নিলে সেটা আপনার স্বপ্নকে বাস্তব করে তোলে।
প্রসঙ্গত এর আগে গত ২৪ জানুয়ারি অভিষেকের দিদি শ্বেতা বচ্চন একটি পোস্ট শেয়ার করেন ইনস্টাগ্রাম স্টোরিতে সেখানে লেখা ছিল যে শব্দের জোর কতটা আর কেমন হতে পারে। তাঁর সেই পোস্ট যেন অভিষেক এবং ঐশ্বর্যর ডিভোর্সের জল্পনায় ঘৃতাহুতি দিয়েছিল। অনেকেই ভেবেছেন সেই পোস্ট থেকে অভিষেক এবং ঐশ্বর্যকে নিয়ে পারিবারিক সমস্যা, ইত্যাদির বিষয়ে তিনি আভাস দিয়েছেন।
আরও পড়ুন: 'আমার বাবা কে জানিস এটা বলুক...' প্রভাব - প্রতিপত্তি খাটিয়ে সন্তানদের মানুষ করতে চান না বিবেক
শ্বেতার শেয়ার করা সেই পোস্টে লেখা ছিল, 'শব্দরা ইভেন্টের মতো, তারা যেমন জিনিস ঘটায় তেমন বদলায়ও। বক্তা এবং শ্রোতা দুজনকেই বদলে দেয় শব্দ। এনার্জি বাড়িয়ে দেয় শব্দ। বোঝাপড়া এবং ইমোশনকেও।'
তবে অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের বিচ্ছেদ নিয়ে যতই জল্পনা চলুক এই বিষয়ে একেবারে স্পিক টি নট হয়ে। আছেন দুজনেই। কেউই এই বিষয়ে মুখ খুলছেন না।