১২ মে মুক্তি পেল ‘ফাটাফাটি’ (Fatafati)। অরিত্র মুখোপাধ্যায়ের (Aritra Mukherjee) এই ছবিতে উঠে এসেছে একজন প্লাস সাইজ মডেলের গল্প। এক সাধারণ মফঃস্বলের ডিজাইনার কী করে একজন সফল প্লাস সাইজ মডেল হয়ে ওঠেন সেই গল্পই বলে ফাটাফাটি। এই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) এবং আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। সঙ্গে খলনায়িকার চরিত্রে ছিলেন স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। এই ছবি মুক্তির দিনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল। বলা যায় নিন্দুকদের মুখে ছাই পড়ল! এক ফ্রেমে ধরা দিলেন স্বস্তিকা এবং ইমন (Iman Chakraborty)। বুঝলেন বিষয়টা কী? বলছি বলছি।
কিছুদিন আগেই অভিনেত্রী স্বস্তিকা দত্ত এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের (Shovan Ganguly) সম্পর্কে ফাটল ধরে। তাঁরা আলাদা হয়ে যান। হ্যাঁ জানুয়ারি মাসে বিয়ের পরিকল্পনা, ইত্যাদি করার পরও তাঁরা কয়েক মাস ঘুরতে না ঘুরতেই আলাদা হন। যদিও কী কারণ এই বিচ্ছেদের সেটা জানা যায়নি। তবে বিস্তর চর্চা চলেছে এই নিয়ে। উঠে এসেছে শোভনের প্রাক্তনের নামও।
এর আগে শোভন চট্টোপাধ্যায় গায়িকা ইমন চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন। কিন্তু সেই সম্পর্ক টেকেনি। তাঁদের বিচ্ছেদের পর ইমনের জীবনে নতুন মানুষ আসেন। তাঁকেই বিয়ে করে এখন সুখী গৃহিণী গায়িকা। কিন্তু তবুও তাঁর নাম এভাবে ওঠায় গায়িকা একটি সাক্ষাৎকারে বলেছিলেন, 'শোভনের ভালো চেয়েছি এখনও ভালো চাই। স্বস্তিকার-শোভন দুজনের সঙ্গেই আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমি জানি না ব্রেকআপ হয়েছে কিনা, আমি চাই না হোক। যা রটেছে আমি জাস্ট পাত্তাও দিতে চাই না। আই অ্যাম হ্যাপিলি ম্যারেড উইথ অ্যা পারফেক্ট হাজব্যান্ড।'
তবুও ভক্তদের আলোচনা থামেনি। এই ত্রয়ী নিয়ে চলেছে বিস্তর আলোচনা। কিন্তু এবার তাঁদের সবাইকে জবাব দিলেন ইমন। স্বস্তিকার সঙ্গে একটি ছবি পোস্ট করলেন ফেসবুকে। সেখানে স্বস্তিকাকে একটি অফ শোল্ডার কালো পোশাকে দেখা যাচ্ছে। অন্যদিকে ইমনের পরনে হলুদ রঙের গাউন। দুজন দুজনকে জড়িয়ে হাসছেন।

ইমনের পোস্ট
গায়িকা এই ছবি পোস্ট করে লেখেন, 'ওকে বাই। স্বস্তিকা এবার কী হবে?' শোভনের দুই প্রাক্তনকে এভাবে দেখে ব্যোমকে গেছেন অনেকেই। এক ব্যক্তি মজা করে লেখেন 'আমার চোখে তো সকলই শোভন...' আরেকজন লেখেন, 'শত্রুর শত্রু আমার বন্ধু। তা এসব ভীষণই শোভনীয় ব্যাপার।' অন্য এক নেট নাগরিক লেখেন, 'এক্সের এক্স সবসময়ই ভালো বন্ধু হয়।' এমন আরও মজার কমেন্ট ভরে গিয়েছে ইমনের পোস্টের কমেন্টে বক্স।