বাংলা নিউজ > বায়োস্কোপ > Indian Idol 13: ইন্ডিয়ান আইডলের মঞ্চে ড্রিম এন্ট্রি শর্মিলার, ‘মেরে সপনো কি রানি’-তে নাচ নায়িকার

Indian Idol 13: ইন্ডিয়ান আইডলের মঞ্চে ড্রিম এন্ট্রি শর্মিলার, ‘মেরে সপনো কি রানি’-তে নাচ নায়িকার

শর্মিলা ঠাকুর আরাধনার গান মেরে স্বপ্ন কি রানি থেকে তাঁর আইকনিক দৃশ্যটি পুনরায় তৈরি করেছিলেন।

Indian Idol 13: ইন্ডিয়ান আইডল ১৩-এর সাম্প্রতিক প্রোমোতে শর্মিলা ঠাকুর এবং তনুজাকে দেখানো হয়েছে, যেখানে প্রতিযোগী ঋষি সিং শর্মিলার সঙ্গে ‘মেরে সপনো কি রানি’র বিখ্যাত ট্রেনের দৃশ্যটি পুনরায় তৈরি করেছেন।

প্রথমবার ইন্ডিয়ান আইডল ১৩-এর মঞ্চে হাজির হয়েছেন প্রবীন অভিনেত্রী শর্মিলা ঠাকুর এবং তনুজা। নতুন প্রোমোতে দেখা যাচ্ছে বলিউড তারকারা রিয়েলিটি শো-এর 'লিডিং লেডিস স্পেশাল এপিসোডে' উপস্থিত হয়েছিলেন।

ভিডিয়োতে দেখা গিয়েছে, শর্মিলা ঠাকুর ১৯৬৯ সালের আরাধনা চলচ্চিত্র থেকে তাঁর সবচেয়ে আইকনিক অন-স্ক্রিন মুহূর্তগুলির মধ্যে একটিতে ফের অভিনয় করলেন। 

 প্রতিযোগী ঋষি সিং ফিল্মের হিট গান ‘মেরে সপনো কি রানি’ গেয়েছিলেন। অভিনেত্রী প্রতিযোগীর গলার সঙ্গে তাল মিলিয়ে ছবির দৃশ্যেটি পুনরায় অভিনয় করেন। মঞ্চে তখন সঞ্চালকের ভূমিকায় আদিত্য নারায়ণ। 

‘মেরে সপনো কি রানি’ হল আরাধনার একটি বিখ্যাত গান। শর্মিলা ছাড়াও রাজেশ খান্না এবং সুজিত কুমার অভিনয় করেছেন এই গানে। বিখ্যাত এই গানের শ্যুটিং দার্জিলিংয়ের টয় ট্রেনে হয়েছিল। সেই ট্রেনের দৃশ্য আজও দর্শকদের চোখে অমলিন। 

ক্লিপে দেখা যাচ্ছে ইন্ডিয়ান আইডলের বিচারক নেহা কক্কর, বিশাল দাদলানি এবং হিমেশ রেশমিয়া শর্মিলা ঠাকুর এবং তনুজাকে স্বাগত জানিয়েছেন। তরুণ প্রতিযোগী ঋষি সিং মেরে সপনো কি রানি গাইলেন। পুরো গানটিতে লিপ দিয়ে তাঁকে সাপোর্ট করেন শর্মিলা ঠাকুর। পরে গানটিতে নাচেনও তিনি। সবমিলিয়ে দর্শকদের এক ধাক্কায় পুরনো সোনালি দিনে ফেরত নিয়ে যায় ইন্ডিয়ান আইডলের মঞ্চ। 

 প্রতি শনি ও রবিবার রাত ৮টায় সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে সম্প্রচারিত হয় এই রিয়ালিটি শো। ইতিমধ্যেই চলতি সিজন দর্শকদের মন জয় করেছে। বিভিন্ন ধারার সঙ্গীত উপহার দিচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান তরুণ-তরুণীরা। বাঙালি শিল্পীদের আধিপত্য এই রিয়েলিটি শো-তেও দেখা যাচ্ছে। শেষ পর্যন্ত কে জেতেন, সেটা অবশ্য ভবিষ্যতই বলবে। 

বন্ধ করুন