গানের রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল বরাবরই থাকে চর্চায়। এই শো-র হাত ধরে বহু প্রতিভাধর শিল্পীকে পেয়েছে বিনোদন জগত। ইন্ডিয়ান আইডল ২০২৩-ও চলছে রমরমিয়ে। বিচারকের আসনে থাকা শ্রেয়া ঘোষাল, কুমার শানু এবং বিশাল দাদলানি বিশেষ দক্ষতায় এগিয়ে নিয়ে যাচ্ছেন সেরার সেরা গায়কদের। সম্প্রতি চ্যানেলের তরফে শেয়ার করা একটি প্রোমো ভিডিয়ো মন জয় করে নিল নেট-নাগরিকদের।
‘সিয়ারাম’ গাইতে শোনা গেল অনন্যাকে। সঙ্গ দিয়েছেন গায়ক হর্ষিত সাক্সেনা। সোনি টিভিতে ২০২৪-এর শুরু থেকেই আসছে নতুন রামায়ন। নাম রাখা হয়েছে শ্রীমদ রামায়ণ। আর এই ধারাবাহিকের টিমই এসেছিলেন ইন্ডিয়ান আইডলের মঞ্চে। ধারাবাহিকের জন্য ভক্তিগীত গাওয়া হর্ষিতের সঙ্গে গলা মেলালেন বাঙালি গায়িকা অনন্যা পাল।
গানের সুরে মজে ছিলেন তিন বিচারকই। উত্তেজনায় উঠে দাঁড়ান বিশাল দাদলানি। গলা মেলাচ্ছিলেন শ্রেয়া নিজের আসনে বসেই। বিশেষ অতিথি হিসেবে দেখা গেল শৈলেশ লোধাকে।
ইন্ডিয়ান আইডল ১৪-তে প্রথম থেকেই আলোড়ন ফেলে দিয়েছেন অনন্যা। পশ্চিমবাংলার বাসিন্দা অনন্যার শাস্ত্রীয় সংগীতের উপর দক্ষতা বরাবরই পেয়েছে প্রশংসা। ট্রফি জেতার তালিকায় বেশ এগিয়েই আছেন তিনি।
১ জানুয়ারি ২০২৪ থেকে সম্প্রচার শুরু হবে শ্রীমদ নারায়ণের। রামের চরিত্রে দেখা মিলবে সুজয় রাউ-এর। লক্ষণের চরিত্রে বসন্ত ভট্ট। মা সীতা হিসেবে দেখা যাবে প্রাচী বানসালকে। আর হনুমানের চরিত্রে অভিনয় করছেন নির্ভয় ওয়াধওয়া।
রামায়ণের এই সিয়ারাম গান শুনে প্রশংসায় ভরালেন নেট-নাগরিকরা। একজন কমেন্টে লিখলেন, ‘কী গলা। কী অসাধারণ সুর। ভাষা হারিয়ে ফেলেছি। অন্য দুনিয়ায় চলে গিয়েছিল’। আরেকজন লিখলেন, ‘এই ধরনের গান কখনও পুরনো হয় না। সারা জীবন থেকে যায় মনে। আরও গান শুনতে চাই দুজনের গলাতে।’ তৃতীয়জনের মন্তব্য, ‘রামায়ণ আবারও আসছে পর্দায়। এর থেকে ভালো খবর আর কী বা হতে পারে।’
চলতি বছরেই মুক্তি পেয়েছিল দক্ষিণের বহু প্রতিক্ষীত সিনেমা আদিপুরুষ। রামের চরিত্রে ছিলেন প্রভাস। তবে সেই ছবির প্রায় সব দৃশ্যই ছিল রামায়ণের থেকে শতহাত দূরে। দর্শকরা যা নিয়ে তোলপাড় করে সিনেমাহল। হিন্দুভাবাবেগে আঘাত করায় নির্মাতাদের নামে দায়ের হয় এফআইআর। ভৎসনা করে আদালতও। দর্শকদের আশা সিরিয়ালে অন্তত এমন কিছু দেখানো হবে না। শ্রীমদ নারায়ণের নির্মাতারাও নিশ্চিত করেছেন যে, মহাকাব্যের সব দিক অটুট রেখেই ধারাবাহিক বানিয়েছেন তাঁরা।