শনিবার, ১১ ফেব্রুয়ারি বিয়ে, দিল্লিতে রিসেপশন মিটিয়ে মুম্বই ফিরলেন নবদম্পতি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানি। ফেরার সময় তাঁদের জন্য কালিনা বিমান বন্দরে পাপারাৎজিরা অপেক্ষা করছিলেন। তাঁদের মিষ্টির বাক্স উপহার দেন সিদ্ধার্থ-কিয়ারা। এই মিষ্টিগুলো খাঁটি জিনিস দিয়ে তৈরি করা হয়েছে।
গত ৭ ফেব্রুয়ারি রাজস্থানের সূর্যগড় প্রাসাদে তাঁদের বিবাহ বাসর বসেছিল। অন্যদিকে গত ৯ ফেব্রুয়ারি দিল্লির দ্য লীলায় ঘনিষ্ট বন্ধু বান্ধব এবং আত্মীয়দের উপস্থিতিতে রিসেপশন অনুষ্ঠিত হয় তাঁদের।
মুম্বই বিমান বন্দর থেকে বেরোনোর সময় তাঁরা পাপারাৎজিদের পোজ দেন জুটিতে। এরপর উপস্থিত সমস্ত পাপারাৎজিদের মিষ্টির বাক্স উপহার দেন তাঁরা। একটি গোলাপি বাক্সে এই মিষ্টিগুলো ছিল তাতে একটি কার্ড লাগানো ছিল যেখানে সিদ্ধার্থ কিয়ারার নামের অদ্যাক্ষর লেখা ছিল। এই বাক্সে ১৬ ধরনের মিষ্টি ছিল। প্রতিটা মিষ্টি খাঁটি জিনিস দিয়ে হাতে বানানো। সোনালী রঙের ফিতে দিয়ে এই বাক্সটা বাঁধা ছিল।
মুম্বইতে ফেরার সময় কিয়ারার পরনে ছিল একটি হলুদ রঙের স্যুট এবং সাদা লেস লাগানো একটি ওড়না। তাঁর গলায় একটি মঙ্গলসূত্র এবং একটি বড় হীরের আংটি দেখা যায়।
৭ ফেব্রুয়ারি বিয়ের পর অভিনেতা, অভিনেত্রী দুজনেই তাঁদের সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি পোস্ট করেন। লেখেন, 'এখন আমাদের পার্মানেন্ট বুকিং হয়ে গেল।' তাঁদের এই আলিশান বিয়েতে করণ জোহর থেকে শাহিদ কাপুর, মীরা রাজপুত, মণীশ মালহোত্রা, প্রমুখ উপস্থিত ছিলেন।
১২ জানুয়ারি, রবিবার মুম্বইতে তাঁদের রিসেপশন হওয়ার কথা। এদিন সলমন খান, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, করণ জোহর, মীরা রাজপুত, মণীশ মালহোত্রা, শাহিদ কাপুর, প্রমুখ উপস্থিত থাকবেন বলেই জানা গিয়েছে।
শেরশাহ ছবিতে তাঁদের প্রথমবার একসঙ্গে দেখা যায়। কয়েক বছর গোপনে প্রেম করার পর এই বছর তাঁরা সাত পাকে বাঁধা পড়েন।