দীর্ঘ সাত বছর পর অবশেষে আরও একবার পরিচালনায় ফিরলেন করণ জোহর। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর পরিচালিত ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। এই ছবিতে নাম ভূমিকায় রণবীর সিং এবং আলিয়া ভাটকে দেখা গিয়েছে। ছবির গল্পে উঠে এসেছে এক বাঙালি মেয়ে এবং এক পঞ্জাবি ছেলের প্রেমের গল্প। তাঁদের সংস্কৃতি, বেড়ে ওঠা, পরিবারের নিয়ম কানুন, সবটাই আলাদা একে অন্যের থেকে। তবুও সেসবকে কী করে তাঁদের প্রেম ছাপিয়ে যায়, কী করে তাঁরা পরিবারকে বোঝায় সেটাই দেখিয়েছে এই ছবি কিন্তু জানেন কি সম্প্রতি টুইটারে বাস্তবের ‘রকি অউর রানি’ -কে খুঁজে পাওয়া গেল! এই জুটির মধ্যেও বিস্তর ফারাক ছিল তবুও তাঁরা কী করে একসঙ্গে হলেন সেটা এখন দারুণ চর্চার বিষয়।
টুইটারে ইঞ্জেস্টার নামক এক প্রোফাইলের তরফে এই গল্প লেখা হয়। সেখানে জানানো হয় বাস্তবের রকি আর রূপালি কী করে সমস্ত সমস্যার সম্মুখীন হন, কী করে সমস্ত বাঁধা পেরিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
সেই ব্যক্তি তাঁর টুইটার হ্যান্ডেলে লেখেন, '৩৭ বছর আগে রকি অউর রূপালি কি প্রেম কাহানি। পঞ্জাবি ছেলে এবং বাঙালি মেয়ে। ছেলেটি পুরোপুরি ঝাপ্পি পাপ্পি দেওয়া টাইপের, আর মেয়েটা ততটাই শিক্ষিত, বুদ্ধিমতী, এবং মেধাবী। সে পেশায় আর্কিটেক্ট ছিল। ওদের নিয়েও একই প্রশ্ন ঘুরপাক খেয়েছিল। পার্থক্য ছিল ছেলেটাকে কোনও তর্কে হারানো যেত না। আর মেয়েটা ঠিক করে নিয়েছিল যে সে বিয়েটা করবেই।'
এরপর এই পোস্ট ভাইরাল হয়ে যেতেই তাঁরা তাঁদের ৩০ বছরের সময়ের প্রেমের গল্প, ৪০ বছরের, ৫০ বছরের প্রেমের গল্প একে একে প্রকাশ্যে এনেছেন।
এই ব্যক্তি তাঁদের বিভিন্ন বয়সের ছবি পোস্ট করে লেখেন, 'রকি অউর রূপালি কি প্রেম কাহানি পার্ট ২ ২৫ বছরে, ৩৫ বছরে, ৪৫ বছরে এবং ৫০ বছরে। অনেকগুলো বছর পর আমরা এখন এখানে দাঁড়িয়ে। আগামী বছর আমাদের ৩০তম বিবাহবার্ষিকী। তার আগের ৭ বছর আমরা চুটিয়ে প্রেম করেছি।'
ইতিমধ্যেই তাঁদের এই পোস্ট কয়েক লাখ ভিউজ পেয়েছে। বহু মানুষ তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'আপনাদের হ্যাপি এন্ডিং শুনে খুব হলাম।' আরেকজন লেখেন, 'অনেক শুভেচ্ছা।আরও অনেক বছর যোগ হোক এভাবেই।'