বাংলা নিউজ > বায়োস্কোপ > Jawan box office collection day 3: জওয়ান যেন সাইক্লোন! শনিবারের আয় ঐতিহাসিক, ভেঙে দিল সব রেকর্ড, ৩ দিনে কত তুলল ঘরে?

Jawan box office collection day 3: জওয়ান যেন সাইক্লোন! শনিবারের আয় ঐতিহাসিক, ভেঙে দিল সব রেকর্ড, ৩ দিনে কত তুলল ঘরে?

জওয়ানের ৩ দিনের আয় কত?

শাহরুখ খানের জওয়ান-এ বুঁদ গোটা দেশ। সিনেমা হলের বাইরে লম্বা লাইন। টিকিট না পেয়ে চলছে হা-হুতাশ। শনিবারেও রেকর্ড সংখ্যক টিকিট বিক্রি হল ঘরোয়া বক্স অফিসে। কত আয় করল কিং খানের সিনেমা?

বছরের শুরুতে পাঠানের পর শাহরুখ যে জওয়ান দিয়েও ঝড় তুলবেন বক্স অফিসে সে আশঙ্কা করেছিলেন সকলেই। তবে সেই ঝড় যে সাইক্লোনের আকার নেবে তা ভাবতে পারেননি অনেকেই। জওয়ানের বক্স অফিস নম্বর অবিশ্বাস্য়। যে পরিমান আয় করছে কিং খানের সিনেমা তা আগে কোনওদিন দেখেনি বলিউড। শনিবারে ব্যবসা বাড়ল প্রায় ৪০ শতাংশ। 

জওয়ানের বক্স অফিস রিপোর্ট:  

sacnilk.com-এর রিপোর্ট অনুসারে, ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার মুক্তির দিন জওয়ান ভারতের বাজারে ব্যবসা করেছিল ৭৫ কোটির। যার মধ্যে ৫.৫ কোটি এসেছিল তামিল থেকে ও ৪ কোটি তেলেগু থেকে। তবে শুক্রবার খানিকটা কমেছিল আয়। টাকার অঙ্ক ছিল ৫৩.২৩ কোটি। তবে শনিবার ফের রেকর্ড টিকিট বিক্রি হল জওয়ানের। প্রাথমিক রিপোর্ট বলছে,  ৭৪.৫ কোটি আয় করল শাহরুখ খানের জওয়ান। যার মধ্যে তামিলে ৫ কোটি, আর তেলেগুতে ৩.৫ কোটি। অর্থাৎ হিন্দিতে ৬৬ কোটি। 

শনিবার ৬৬ কোটির আয় করেনি এর আগে কোনও বলিউড ছবি। সেই অর্থে রেকর্ড করল জওয়ান। এমনকী, শাহরুখ সবচেয়ে বড় ওপেনিং পাওয়া বলিউড ছবিও। যা এতদিন ছিল পাঠানের কাছে। নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন কিং খান। 

আর শুক্র-শনি-রবি তিন দিন মিলিয়ে ছবির আয় গিয়ে দাঁড়াল ২০২.৭৩ কোটিতে। যার মধ্যে হিন্দির জন্য আয় হয়েছে ১৭৭.৭৩ কোটি। ও তামিলের জন্য ১৪.৩৭ কোটি ও তেলেগুলে ১০.৬৩ কোটি। 

অ্যাটলি পরিচালিত জওয়ানে বাদশা ছাড়াও দেখা মিলেছে নয়নতারা, বিজয় সেতুপতির। এছাড়াও রয়েছেন সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার এবং রিদ্ধি ডোগরা-রা। একটি বিশেষ চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোনও। প্রযোজনা করেছে শাহরুখ এবং গৌরী খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট।

এদিকে আবার শুক্রবার থেকেই খবর হচ্ছে জওয়ান নাকি টুকে বানানো। ১৯৮৯ সালের তামিল চলচ্চিত্র থাই নাডু (মাতৃভূমি)-র প্লট অনুসরণ করে বানানো হয়েছে সেটি। যাতে অভিনয় করেছিলেন সত্যরাজ। সেখানেও নাকি ছিল পিতা-পুত্রের মতো দ্বৈত চরিত্র। যদিও জওয়ান টিমের তরফ থেকে এই জল্পনায় এখনও মুখ খোলা হয়নি। সঙ্গে শাহরুখ ভক্তদের উৎসাহেও কোনওরকমের ভাঁটা পড়েনি তা বুঝিয়ে দিচ্ছে এই সিনেমার বক্স অফিস নম্বর। 

এদিকে, বছরের শেষে কিন্তু আরও একবার হলে আসার কথা আছে শাহরুখ খানের। ২২ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে রাজকুমার হিরানির ‘ডঙ্কি’র। যাতে তিনি প্রথমবার জুটি বাঁধলেন তাপসী পান্নুর সঙ্গে। ছবিতে রয়েছেন ভিকি কৌশলও। এখন দেখার এই ছবি নির্ধারিত সময়েই মুক্তি পায়, না পিছিয়ে নিয়ে যাওয়া হয় ২০২৪-এ। 

 

বন্ধ করুন