বাংলা নিউজ > বায়োস্কোপ > Jeetu Kamal-Srabanti Chatterjee: 'বাবুসোনা'কে নিয়ে লন্ডন পাড়ি জিতুর, শ্রাবন্তীর সঙ্গে ছবি পোস্ট করে কী জানালেন অভিনেতা

Jeetu Kamal-Srabanti Chatterjee: 'বাবুসোনা'কে নিয়ে লন্ডন পাড়ি জিতুর, শ্রাবন্তীর সঙ্গে ছবি পোস্ট করে কী জানালেন অভিনেতা

লন্ডন পাড়ি জিতু-শ্রাবন্তীর

Jeetu Kamal-Srabanti Chatterjee: নতুন ছবির জন্য জুটি বাঁধতে চলেছেন জিতু কামাল এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আর সেই ছবির শ্যুটিংয়ের জন্যই তাঁরা দুজন পাড়ি দিলেন লন্ডনে।

নতুন বাংলা ছবির জন্য জুটি বাঁধতে চলেছেন জিতু কামাল (Jeetu Kamal) এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। এই ছবিতেই তাঁরা প্রথমবার একসঙ্গে কাজ করবেন। অংশুমান প্রত্যুষের এই ছবির হাত ধরেই টলিউড পাবে নতুন জুটি। ছবির নাম বাবুসোনা (Babusona)। আপাতত এই ছবির শ্যুটিংয়ের জন্যই দুই তারকা লন্ডনে পাড়ি দিলেন।

লন্ডনে উড়ে যাওয়ার আগে শ্রাবন্তীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন জিতু কামাল। জানিয়েছেন তাঁরা শীঘ্রই বাবুসোনার শ্যুটিং শুরু করবেন। এই ছবিটি একটি অ্যাকশন কমেডি ধাঁচের ছবি হতে চলেছে। তবে জিতু শ্রাবন্তী একা নন। তাঁদের সঙ্গে লন্ডন যাচ্ছেন জিতুর স্ত্রী নবনীতাও। অন্তত অভিনেতার ছবি থেকে তেমনটাই জানা গিয়েছে।

জিতু এই ছবিগুলো পোস্ট করে লেখেন, 'শ্যুট মুড। বাবুসোনা। তিনি এই পোস্টে শ্রাবন্তী এবং এসকে মুভিজকে মেনশন করেছেন।

এই ছবির গল্পে উঠে আসবে এক শিশু অপহরণের ঘটনা। নায়ক পেশায় একজন অপহরণকারী। যদিও সবার সামনে তাঁর কিন্তু অন্য রূপ। নিজের আসল কাজ যাতে কেউ না বোঝে তাই তিনি একটা আইটি কোম্পানি চালান। অন্যদিকে নায়িকা হলেন এখন চোর। কিন্তু সবাইকে তিনি বলেন যে তিনি একজন পুলিশ। এবার এই গল্পে কী করে তাঁদের জীবন জড়িয়ে যায়। তাঁরা কাছাকাছি আসেন সেটাই দেখা যাবে। আর এই ছবির গোটা গল্পটাই আবর্তিত হবে লন্ডন শহরে।

এই ছবিটির প্রযোজনা করছে এসকে মুভিজ। এখানে অন্যান্য চরিত্রে দেখা যাবে পায়েল সরকার, অ্যালেকজান্দ্রা টেলর, অত্রি ভট্টাচার্য, বুদ্ধদেব ভট্টাচার্য, সাগ্নিক চট্টোপাধ্যায়কে।

জিতু যে এই ছবির জন্য লুক পাল্টেছেন সেটা তাঁর পোস্ট করা ছবি থেকেই স্পষ্ট। একই অবস্থায় শ্রাবন্তীরও। একজন লম্বা চুল, একজনের কোঁকড়ানো চুল দেখা গিয়েছে ছবিতে।

প্রসঙ্গত জিতুকে অংশুমান প্রত্যুষের আরও একটি ছবিতে দেখা যাবে। সেখানে তিনি ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধবেন। সেই ছবি নাম আপনজন।

এছাড়া শ্রাবন্তীর হাতেও এখন ভরা কাজ। তাঁকে আগামীতে রাজর্ষি দের ছবি সাদা রঙের পৃথিবীতে দেখা যাবে। তিনি সদ্যই সেই ছবির কাজ শেষ করেছেন। অন্যদিকে দেবী চৌধুরানী হয়েও ধরা দেবেন অভিনেত্রী আগামীতে। এই ছবিটি শুভ্রজিৎ মিত্র পরিচালনা করেছেন।

বন্ধ করুন