আগামী জুলাই মাসে ছাদনাতলায় যাচ্ছেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। তাঁদের সেই আলিশান বিয়ের আগে বর্তমানে গুজরাটের জামনগরে চলছে তাঁদের প্রাক বিবাহ অনুষ্ঠান। ১ থেকে ৩ মার্চ পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। সেখানে রীতিমত খোশমেজাজে দেখা গেল মুকেশ আম্বানি এবং নীতা আম্বানিকে। একে অন্যের গলা জড়িয়ে নাচলেন পেয়ার হুয়া ইকরার হুয়া গানে।
আরও পড়ুন: মাদকাসক্তির থেকে কাঞ্চনকে টেনে বের করেন শ্রীময়ীই! বিয়ের আগে বললেন, 'উত্তেজনায় ফুটছি...'
রাধিকা অনন্তের বিয়েতে মুকেশ এবং নীতার নাচ
ছেলে অনন্তের বিয়েতে জমিয়ে নাচলেন মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি। শ্রী ৪২০ ছবির কালজয়ী গান পেয়ার হুয়া ইকরার হুয়া গানটিতে তাঁদের নাচতে দেখা যায়। তাঁরা এদিনের অনুষ্ঠানের জন্য সাবেকি সাজে সেজেছিলেন। নীতা আম্বানি পরেছিলেন শাড়ি। অন্যদিকে কুর্তা পায়জামায় দেখা গেল মুকেশ আম্বানিকে। তাঁদের নাচ দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শকরা।
মাত্র কিছুক্ষন আগেই পোস্ট করা হয়েছে এই ভিডিয়ো। এর মধ্যে লক্ষাধিক ভিউজ এবং প্রচুর কমেন্ট পেয়েছে, যা এখনও বেড়ে চলেছে।
কে কী বলছেন?
এক ব্যক্তি তাঁদের নাচের প্রশংসা করে লেখেন, 'কী মিষ্টি। এখনও ভালোবাসায় ভরপুর।' আরেকজন লেখেন, 'দুর্দান্ত।'
আরও পড়ুন: বিয়ে করতে না করতেই বউকে 'সুখী' করতে পারলেন না কাঞ্চন! শ্রীময়ী কেন বললেন, 'একদম সুপার ফ্লপ!'
রাধিকা এবং অনন্তের প্রাক বিবাহ অনুষ্ঠান
১ মার্চ থেকে গুজরাটের জামনগরে শুরু হয়েছে রাধিকা এবং অনন্তের প্রাক বিবাহ অনুষ্ঠান। শেষ হবে ৩ মার্চ। তাঁদের এই অনুষ্ঠানে দেশে, বিদেশের বহু শিল্পী, তারকারা এসেছেন। গান গে 'অনেক রোগে ভুগেছি, কিন্তু...' প্রাকবিবাহ অনুষ্ঠানে বাবা মায়ের স্তুতি অনন্তের, ছেলের কথায় কেঁদে ভাসালেন মুকেশ আম্বানিয়েছেন রিহানা। নাচতে দেখা যায় শাহরুখ খান, সলমন খান, আমির খানকে। ধোনি সহ অমিতাভ বচ্চন, প্রমুখকেও দেখা যায় এই অনুষ্ঠানে। মেয়ে রাহাকে নিয়ে এসেছিলেন রণবীর আলিয়াও।