কঙ্গনা রানাওয়াত কখনই সোজা কথা সোজা ভাবে বলতে ভয় পান না সে তার জন্য যতই তাঁকে বিপদে পড়তে হোক না কেন। কৃষক আন্দোলনের সময় বিতর্কিত মন্তব্য করে বসেছিলেন অভিনেত্রী। এর জেরে পঞ্জাবের একটা বড় ফ্যানবেস হারান তিনি। তবুও তিনি আবারও খলিস্তান বিতর্ক নিয়ে সরব হলেন। এবার কারণ কানাডিয়ান পঞ্জাবি গায়ক শুভ বা শুভনীত।
স্টিল রোলিং, চেক, ইত্যাদি গানের জন্য বিখ্যাত কানাডিয়ান পঞ্জাবি গায়ক শুভ কিছুদিন আগে ভারতের একটি বিকৃত মানচিত্র পোস্ট করেছিলেন। এরপরই শুরু হয় বিতর্ক। গোটা দেশজুড়ে তাঁর বিরোধিতা করা হচ্ছে। এর জন্য তাঁর ভারত সফর এবং অনুষ্ঠান বাতিল করা হয়েছে। বিরাট কোহলি, কেএল রাহুল সহ একাধিক সেলিব্রিটি তাঁকে আনফলো করে দিয়েছেন সোশ্যাল মিডিয়া থেকে।
এবার এই বিষয়ে মুখ খুললেন কঙ্গনা রানাওয়াত। তিনি এই প্রসঙ্গে খলিস্তান বিতর্ক ফের উসকে দিলেন এবং একই সঙ্গে শিখ সম্প্রদায়ের জন্য বিশেষ একটি বার্তা দিলেন।
আরও পড়ুন: 'বাইডেন কি মাটিতে বসে খেতে পারবেন?' মোদীর পুরনো ভিডিয়ো নিয়ে ট্রোল, কড়া জবাব দিলেন কঙ্গনা
আরও পড়ুন: 'শাহরুখ, অক্ষয়রা প্রযোজনা করলে ঠিক আছে, অভিনেত্রীরা করলেই অবাক হন', প্রশ্ন কঙ্গনার
কঙ্গনা এদিন এক্স অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে লেখেন, 'শিখ সম্প্রদায়ের মানুষজন খলিস্তানিদের থেকে নিজেদের এবার আলাদা করুন। আরও বেশি সংখ্যক শিখ যেন এগিয়ে আসেন অখণ্ড ভারতের সমর্থনে। আমি খলিস্তানের বিরুদ্ধে কথা বলায় যেভাবে আমার ছবিকে এবং আমায় বয়কট করেছে শিখ সম্প্রদায় সেটা ঠিক নয়।'
তিনি তাঁর উপদেশ দিয়ে আরও বলেন, 'অতীতেও খলিস্তানিরা শিখ সম্প্রদায়ের ক্ষতি করেছে। আমি শিখদের অনুরোধ করব তাঁরা যেন ধর্মের নামে খালিস্তানি আতঙ্কবাদীদের দ্বারা প্ররোচিত না হন সেই দিকে খেয়াল রাখতে।'
অভিনেত্রী আরও বলেন শিখ সম্প্রদায়ের মানুষদের সহজেই উত্তেজিত করে ফেলা যায়। তাঁদের ভুল বোঝানো যায়। তাই তাঁরা কঙ্গনার ছবি ব্যান করেছেন।