কাঁটায়-কাঁটায় দুপুর ৩ টে বেজেছে- ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গেল উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। এতদিন ধরে যে মুহূর্তের অপেক্ষায় ছিলেন পড়ুয়ারা, সেটা এসে গিয়েছে। এখন থেকে অনলাইনে 'হিন্দুস্তান টাইমস বাংলা'-য় এসে সরাসরি উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন। যাঁরা উচ্চমাধ্যমিকের রেজাল্টের জন্য 'হিন্দুস্তান টাইমস বাংলা'-য় আগেভাগেই নাম নথিভুক্ত করেছিলেন, তাঁদের নির্দিষ্ট ফোন নম্বর এবং ইমেল আইডিতে ফলপ্রকাশের অ্যালার্টও পৌঁছে গিয়েছে। সকলেই অনায়াসে 'হিন্দুস্তান টাইমস বাংলা' থেকে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন, সেই তথ্যও দেওয়া আছে 'হিন্দুস্তান টাইমস বাংলা'-র পেজে।
এক ক্লিকেই উচ্চমাধ্যমিকের রেজাল্ট
উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য তাড়াহুড়ো করে কোনও লিঙ্কে ক্লিক করতে হবে না। চোখের পলকেই 'হিন্দুস্তান টাইমস বাংলা'-য় উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখা যাচ্ছে। এই অনুচ্ছেদের ঠিক নীচেই একটা জায়গা আছে। লেখা আছে ‘West Bengal Board XIIth Result 2024’। সেখানে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের রোল নম্বর এবং কোড দিতে হবে। ব্যস, তাহলেই ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন পড়ুয়ারা। যা ভবিষ্যতের জন্য জন্য রেখে দিতে পারেন।
উচ্চমাধ্যমিকের রেজাল্টের স্ক্রুটিনি এবং রিভিউ
আগামী শুক্রবার সংসদের তরফে উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণ করা হবে। সেদিন উচ্চমাধ্যমিকের রেজাল্টের স্ক্রুটিনি এবং রিভিউয়ের আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবার দুই ধরনের স্ক্রুটিনি এবং রিভিউ প্রক্রিয়া চলবে - ‘তৎকাল’ স্ক্রুটিনি ও রিভিউ এবং সাধারণ স্ক্রুটিনি ও রিভিউ প্রক্রিয়া। এক সপ্তাহের মধ্যে ‘তৎকাল’ স্ক্রুটিনি এবং রিভিউয়ের ফলপ্রকাশ করা হবে। আর সাধারণ স্ক্রুটিনি এবং রিভিউয়ের ফল প্রকাশিত হবে এক মাসের মধ্যে। সেই সময়সীমার মধ্যে ফল প্রকাশিত না হলে টাকা ফেরত দেওয়া হবে।
সংসদের তরফে জানানো হয়েছে, শুক্রবার দুপুর ২ টো থেকে উত্তরপত্রের 'তৎকাল স্ক্রুটিনি' এবং 'তৎকাল রিভিউ'-র আবেদন করা যাবে। আগামী সোমবার (১৩ মে) মধ্যরাত পর্যন্ত 'তৎকাল স্ক্রুটিনি' এবং 'তৎকাল রিভিউ'-র জন্য আবেদন করতে পারবেন পড়ুয়ারা। প্রতিটি বিষয়ের 'তৎকাল স্ক্রুটিনি'-র জন্য খরচ পড়বে ৬০০ টাকা। আর প্রতিটি বিষয়ের 'তৎকাল রিভিউ'-র জন্য ৮০০ টাকা লাগবে।
অন্যদিকে, সাধারণ স্ক্রুটিনি করতে অনেক কম খরচ পড়বে। প্রতিটি বিষয়ের জন্য লাগবে ১৫০ টাকা। আর সাধারণ রিভিউয়ের জন্য প্রতিটি বিষয়ের জন্য পড়ুয়াদের ২০০ টাকা দিতে হবে। উল্লেখ্য, ‘তৎকাল’ হোক বা সাধারণ হোক, সংসদের তরফে জানানো হয়েছে যে প্রতিটি বিষয়ের উত্তরপত্রের স্ক্রটিনি করা যাবে। আর সর্বাধিক দুটি বিষয়ের উত্তরপত্রের রিভিউয়ের আবেদন করতে পারবেন পড়ুয়ারা। তবে যে বিষয়ের উত্তরপত্রের স্ক্রুটিনির জন্য আবেদন করবেন, সেটা আর রিভিউয়ের জন্য আবেদন করতে পারবেন না।