কার কাছে কই মনের কথা ধারাবাহিকে ফের টানটান উত্তেজনায় ভরপুর মোড় এসে হাজির। ইতিমধ্যেই বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে শিমুল এবং পরাগের। আর ডিভোর্স হতে না হতেই নতুন করে বিয়ের পরিকল্পনা সাজাতে ব্যস্ত হয়ে গিয়েছে সে। ডিভোর্সের কাগজ হাতে পাওয়ার আগে পাকা কথা সেরে আশীর্বাদের দিনক্ষণ পর্যন্ত স্থির করে ফেলেছে পরাগ এবং প্রিয়া। আর তাদের সেই আশীর্বাদে বাঁধবে কেলেঙ্কারি।
কার কাছে কই মনের কথা ধারাবাহিকের নতুন প্রোমো
জি বাংলার তরফে কার কাছে কই মনের কথা ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে পরাগ এবং প্রিয়ার বাগদানের অনুষ্ঠান চলছে। চলছে আশীর্বাদ। সেখানে উপস্থিত আছে শিমুলও। আর তখনই ঘটে অঘটনটা।
আরও পড়ুন: হামাস হামলায় গাজায় গুরুতর আহত ফাউদা খ্যাত অভিনেতা ইদান আমেদি, এখন কেমন আছেন?
আচমকাই প্রিয়ার শাড়ির আঁচলে আগুন ধরে যেতে দেখা যায়। দাউদাউ করে জ্বলতে থাকে প্রিয়া। তখন কিছু না ভেবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটি শাল দিয়ে প্রিয়াকে জড়িয়ে ধরে শিমুল। নেভায় তার গায়ে লাগা আগুন। শিমুলের এই কাণ্ড দেখে অবাক হয়ে যাবে প্রিয়া। বলবে, 'তুমি আমায় বাঁচালে?' উত্তরে শিমুল জানাবে সে এখনও মানুষ আছে, এতটুকু মানবিকতা তার আছে, তাই এটা করতে হতো।
আরও পড়ুন: বইমেলার আগেই বিষাদের ছোঁয়া! আর প্রকাশিত হবে না জয় গোস্বামীর কবিতা, ৫০ বছর পূর্তিতে ঘোষণা কবির
কে কী বলছে?
অনেকেই বেজায় চটে গিয়েছে শিমুলের এই কাণ্ড কারখানা দেখে। কেউ কেউ আবার ধারাবাহিকের গল্পেও বিরক্ত। এক ব্যক্তি লেখেন, 'এই তো বেহায়া শিমুল ঠিক একটার পর একটা লোকদেখানো ভালোমানুষী করে ডিভোর্স হয়ে যাওয়া বরের বাড়িতেই থেকে যাবে। কি আর করবে! নিজের বাপের বাড়ির লোক তো ওকে পছন্দ করে না। পুরনো প্রেমিকের ঘাড়ে গিয়ে উঠবে ভেবেছিল সেটাও হল না। এখন পুরনো বরের ঘাড়টাই ওর ভরসা।' আরেকজনের মতে, 'বাবা রে বাবা কী ন্যাকা। ঢং দেখে আর বাঁচি না।'