বাংলা নিউজ > বায়োস্কোপ > Kareena-Taimur: ‘তখন তৈমুর পেটে-দিনে ১০টা পরোটা খেতাম, সবাই বলত এত খাস না’, অকপট করিনা

Kareena-Taimur: ‘তখন তৈমুর পেটে-দিনে ১০টা পরোটা খেতাম, সবাই বলত এত খাস না’, অকপট করিনা

করিনার প্রেগন্যান্সি জার্নি

Kareena Kapoor Khan: প্রথমবার প্রেগন্যান্ট হওয়ার পর নিয়ম মেনে খাওয়া-দাওয়া করেননি করিনা। অন্তঃসত্ত্বা অবস্থায় বেবি ফ্য়াট জন্মানোটা খুব স্বাভাবিক, তবে ২০ কিলো ওজন একঝটকায় বেড়েছিল নায়িকার। সেই অভিজ্ঞতায় ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। 

গর্ভাবস্থায় পর্দায় আড়ালে লুকিয়ে থাকা নয়, বরং চুটিয়ে কাজ করতে পারেন নায়িকারাও। বলিউডকে নয়া পাঠ দিয়েছিলেন করিনা কাপুর খান। আজকের দিনে অন্তঃসত্ত্বা অবস্থাতে নায়িকাদের কাজ করাটা অনেকটাই নর্ম্যাল বি-টাউনে, আর এই বদলের কাণ্ডারি করিনা কাপুর খান। ২০১২ সালে সইফ আলি খানকে বিয়ে করেন ‘থ্রি ইডিয়টস’ নায়িকা। চার বছর পর জন্ম হয় তাঁদের প্রথম সন্তান তৈমুর আলি খানের (Taimur Ali Khan)। ২০২০ সালে ফের অন্তঃসত্ত্বা হন করিনা। এবং পরের বছর (২০২১) ফেব্রুয়ারিতে জন্ম দেন দ্বিতীয় সন্তান জাহাঙ্গীর আলি খানের (Jehangir Ali Khan)। 

কেরিয়ারের মধ্যগগণে থাকাকালীনই তৈমুরের জন্ম দেন করিনা। সেইসময় মনখুলে খাওয়া-দাওয়া করেছিলেন করিনা। এক পুরোনো সাক্ষাৎকারে নিজের ‘প্রেগন্যান্সি ডায়েট’ নিয়ে অকপটে কথা বলেছিলেন নবাব বেগম। তৈমুরের জন্মের সময় করিনা প্রায় ২০ কিলো ওজন বাড়িয়েছিলেন। করিনার কথায়, প্রথম ছ' মাস চিকিৎসকের পরামর্শ মেনে নিয়মমাফিক খাওয়া-দাওয়া করেছিলেন তিনি, তবে প্রেগন্যান্সির তৃতীয় পর্যায়ে যা মন চেয়েছে তাই খেয়েছিলেন। এবং প্রচুর পরিমাণে পরোটা খেতেন। 

করিনা বলেন, ‘আমি চিকিৎসককে ১০০টা প্রশ্ন করতাম। একদিন তো উনি বলেই ফেলেছিলেন, আর কিছু জিগ্গেস করার নেই। তুমি একটু রিল্য়াক্স কর এবার। প্রথমবার অন্তঃসত্ত্বা হয়েছিলাম, সত্যি বলতে লোলো (করিশ্মা কাপুর) এক ফোনেই ছুটে আসত। আমাকে সর্বদা গাইড করত। চিকিৎসক তো আমাকে বকাবকি শুরু করেন, বলেন- প্রয়োজনের চেয়ে তোমার ওজন ২০ কিলো বেড়ে গিয়েছে। এত খেও না! প্রেগন্যান্সিতে অত্যধিক খাওয়া উচিত নয়, তাতে বদহজম হয়। সঠিক পরিমাণে আর পুষ্টিকর খাবার খেতে হয়… সত্যি বলতে আমি কিন্তু গোটা প্রক্রিয়াটা খুব এনজয় করেছি’। অভিনেত্রী ওই সাক্ষাৎকারেই বলেন, ‘প্রেগন্যান্সির সময় আমি শুধু পরোটা খেয়েছি! আমি দিনে ৫-১০ টা পরোটা খেতাম, এখন একটা খাই’। 

জন্মের পর থেকেই সোশ্য়াল মিডিয়া সেনসেশন করিনার দুই পুত্রই। বিশেষত, তৈমুরের জনপ্রিয়তা তো আকাশছোঁয়া। গত বছর এক সাক্ষাৎকারে করিনা জানিয়েছিলেন, বড় ছেলে তৈমুর বাবার নেওটা। সব বিষয়েই বাবাকে ফলো করে তৈমুর, সইফের মতো পোশাকও পরতে ভালোবাসে সে। অন্যদিকে মা-কে ছাড়া এক মুহূর্ত চলে না জেহ-র। তবে মাঝেমধ্যে বাড়ির তিন পুরুষ একত্রে তাঁর বিরুদ্ধে চলে যায় সে কথাও জানাতে ভোলেননি অভিনেত্রী।

করিনাকে শেষ পর্দায় দেখা গিয়েছে ‘লাল সিং চড্ডা’য়। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এই ছবি। আপতত ‘দ্য ক্রিউ’ ছবির কাজে ব্যস্ত অভিনেত্রী। এই ছবিতে তাবু, কৃতি শ্যাননদের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন নবাব বেগম। পাশাপাশি হনসল মেহতার পরবর্তী ছবিতেও দেখা যাবে করিনাকে। এছাড়াও সুযোগ ঘোষের নেটফ্লিক্স ছবির সঙ্গে ওটিটি-তে পা রাখছেন অভিনেত্রী। ‘ডিভোশন অফ সাসপেক্ট এক্স’ উপন্যাস অবলম্বনে তৈরি এই সাসপেন্স থ্রিলার।

 

বায়োস্কোপ খবর

Latest News

আজকের ৮৮ আসনের ধনীতম প্রার্থীর সম্পত্তির পরিমাণে ঘুরবে মাথা! হুঙ্কারে কেঁপে উঠল আলিপুর, বিশাখাপত্তনম থেকে চিড়িয়াখানায় সাদা বাঘ আসল তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক ভারত-পাকিস্তান ম্যাচ যে স্টেডিয়ামে হবে,তার কাজ এখনও অনেকটাই বাকি,তবু আশাবাদী ICC কাজ দেয়নি দিদি,পেটের টানে মোদীর 'দেশে', মালদায় কী বলছে পরিযায়ীদের পরিবার? ‘রুসলান’-এর প্রিমিয়ারে ভাগ্নির কপালে চুমু খেলেন সলমন, মন ছুঁয়ে যাওয়া ভিডিয়ো রক্তের টান এড়াতে পারলেন না! ক্রুষ্ণার সঙ্গে ঝামেলা ভুলে ভাগ্নির বিয়েতে গোবিন্দা টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন লোকসভা নির্বাচনে VVPAT'র ১০০% ভোট গণনা হবে? রায়দান করে কী জানাল সুপ্রিম কোর্ট বুথের সামনেই সুকান্তকে শুনতে হল ‘গো–ব্যাক’ স্লোগান‌, মেজাজ হারান প্রার্থী

Latest IPL News

তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.