নতুন বছরের আগে ছুটি কাটাতে দুই ছেলেকে নিয়ে সুইৎজারল্যান্ডে উড়ে ,গিয়েছেন করিনা কাপুর খান এলং সইফ আলি খান। বর্ষবরণের উদযাপনের আগে হোটেল রুম থেকে সপরিবারে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন বেবো। মিরর সেলফি তুলেছেন করিনা।
বর্ষবরণের রাতে এথেনিক আউটফিট বেছে নিয়েছেন করিনা। সাদা টাক্সেডো পরেছেন সইফ। প্রথম ক্যানডিড ছবিতে আয়নার সামনে সইফে বো ঠিক করতে দেখা যাচ্ছে। পরের ছবিতে সইফিনা দুজনে ক্যামেরার দিকে তাকিয়ে মিরর ছবির জন্য হাসিমুখে পোজ দিচ্ছেন। ছবির ক্যাপশনে লেখা, ‘আপনারা প্রস্তত? আমরাও’। আরও পড়ুন: ব্রেকফার্স্টে মার্বেল কেক খাচ্ছেন করিনা, বাড়িতে সহজ উপায় কীভাবে বানাবেন এই কেক
ছুটির মুডে খান পরিবার। প্রতিবছরই এই সময়টা কোথাও না কোথাও ছুটি কাটাতে যান সইফিনা। এবার, দুই ছেলেকে নিয়ে তাঁরা পাড়ি দিয়েছেন সুইৎজারল্যান্ডে। বছরের শেষ কটা দিন সুইজারল্যান্ডে ফ্যামিলি টাইম কাটাচ্ছেন চারজনে। বরফের মধ্যে স্কি করতেও দেখা গিয়েছে তাঁদের। সেখানে তাঁকে সঙ্গে দিয়েছেন বন্ধু নাতাশা পুনাওয়াল । সুইজারল্যান্ড থেকে দারুণ কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন করিনা ।
করিনা কাপুরকে শীঘ্রই হংসল মেহতার ক্রাইম থ্রিলার 'দ্য বাকিংহাম মার্ডারস'-এ দেখা যাবে। এই ছবি দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশও হবে তাঁর৷ একইসঙ্গে ‘দ্য ক্রু’-তে দেখা যাবে। যেখানে করিনার সঙ্গে রয়েছেন টাবু, কৃতি শ্যানন, দিলজিৎ দোসাঞ্জ। রোহিত শেট্টির কপ ড্রামা ‘সিংঘম এগেইন’-এও থাকছেন তিনি। অজয় দেবগন, টাইগার শ্রফ, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং এবং অক্ষয় কুমারদের সঙ্গে।
বছরখানেক আগে এক সাক্ষাৎকারে করিনাকে বলতে শোনা গিয়েছিল, অনেকেই তাঁকে বলেছিল বিয়ে আর সন্তান সরাসরি প্রভাব ফেলতে পারে তাঁর কেরিয়ারে। তবে এসব কোনওদিনই পাত্তা দেননি বেবো। এমনকী দ্বিতীয় সন্তান জেহ হওয়ার সময়তেও নয়। কারণ পরিবার তাঁর কাছে বরাবরই জীবনের বড় প্রায়োরিটি। যদিও করিনা জানিয়েছেন, মা হওয়ার পর তাঁর কাছে ভালো সিনেমায় অভিনয়ের সুযোগ আসা এখনও অবধি বন্ধ হয়নি। এমনকী, এত স্ক্রিপ্ট জমে থাকে তাঁর বাড়িতে যে সব পড়ে ওঠার সুযোগও পান না।