বাংলা নিউজ > বায়োস্কোপ > Kartik Aaryan: 'আমার সব টাকা মায়ের হেফাজতে, জানিও না কত আছে! শুধু হাত খরচের টাকা পাই', বলছেন কার্তিক

Kartik Aaryan: 'আমার সব টাকা মায়ের হেফাজতে, জানিও না কত আছে! শুধু হাত খরচের টাকা পাই', বলছেন কার্তিক

কার্তিক আরিয়ান

‘মা শুধু চান না যে আমি নষ্ট হয়ে যাই। তাঁর আশঙ্কা আমি এখনও নষ্ট হতে পারি। আমি যে জীবন যাপন করেছি যেখানে আমি আমার উপার্জনের চেয়েও বেশি ব্যয় করেছি। আর মা এটা পছন্দ করেন না। তাই আমার টাকা পয়সা মায়ের হেফাজতে। মা শুধু আমায় হাত খরচের টাকা দেন।’

বলিউডে বর্তমান প্রজন্মের সফল অভিনেতাদের মধ্যে তিনি একজন। বহু ছবি ও বিজ্ঞাপনে অভিনয়ের পর কার্তিক আরিয়ানের ব্যাঙ্ক ব্যালেন্স নেহাত কম হওয়ার কথা নয়। তবে কার্তিক আরিয়ান বলছেন, তাঁর ব্যাঙ্ক ব্যালেন্স, অ্যাকাউন্ট সবই নাকি তাঁর মায়ের কন্ট্রোলে। হ্য়াঁ, সম্প্রতি সাক্ষাৎকারে এমনটাই বলেছেন কার্তিক।

ঠিক কী বলেছেন কার্তিক আরিয়ান?

কার্তিক বলেন, ‘আমার মা আমার টাকাপয়সার দেখাশোনা করেন। আমি জানি না আমার অ্যাকাউন্টে কত টাকা আছে বা টাকা আছে কি নেই। তবে আমার মা আমাকে প্রত্যেক মাসে পকেট মানি দেন, কিছু কিনতে হলে ওঁর (মায়ের) অনুমতি নিতে হয়।’

কার্তিক আরও বলেন, ‘আমি আমার জন্মদিনে একটা গাড়ি কিনতে চেয়েছিলাম কিন্তু মমি টাকা নেই বলে বারণ করে দিলেন। মা বলেন, পরের হয়তো পরের বছর বা আরও পরে কিনতে পারো কিন্তু এখন নয়।’ তাঁর কথায়, ‘আমি এমনকি জানিও না কোথায় কীভাবে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে হবে, আমার কত টাকা আছে, আমি কতগুলো, কী অ্যাকাউন্ট, কিছুই জানি না। অগত্যা মায়ের উপরই তাই ভরসা করতে হয়।’

আরও পড়ুন-‘আমি আমার সঙ্গীর থেকেও সেটাই আশা করব…’, প্রেম নিয়ে মুখ খোলায় সারার উপর বেজায় বিরক্ত কার্তিক

আরও পড়ুন-বচ্চন বাড়ির সঙ্গে সম্পর্কে ফাটল! বাপের বাড়িতে মায়ের সঙ্গেই রয়েছেন ঐশ্বর্য

আরও পড়ুন-নাচতে গিয়ে IFFI-র মঞ্চ থেকে পড়েই গেলেন শাহিদ কাপুর, দেখুন কাণ্ড…

<p>মায়ের সঙ্গে কার্তিক আরিয়ান</p>

মায়ের সঙ্গে কার্তিক আরিয়ান

কার্তিক বলেন, মাঝে মধ্যে এই টাকা খরচ নিয়ে নিষেধাজ্ঞা কার্তিককে বিরক্ত করে তোলে। তাঁর কথায়, ‘মাঝে মাঝে আমিও রেগে যাই, মাকে বলি তুমি কি আমাকে কিছু কিনতে দেবে না! শুধু গাড়ির বিষয়ে নয়, এমনকি আমার রেস্তোরাঁর বিলের মতো ছোট জিনিসগুলও মায়ের নজরে থাকে। যদি আমার বিল খুব বেশি হয়, তখন মা ফোন করে জিজ্ঞাসা করবেন, ডায়েটে থাকা সত্ত্বেও তুমি এত খাবার খাও কীভাবে?’

তবে কার্তিক জানান, তাঁর মা অসুস্থতার কারণে এখন মেডিক্যাল প্র্যাকটিস ছেড়ে দিয়েছেন। তাই তিনি চান না, টাকা পয়স নষ্ট হোক। বা আমি টাকার অপব্যবহার করি।

তাঁর কথায়, ‘মা শুধু চান না যে আমি নষ্ট হয়ে যাই। তাঁর আশঙ্কা আমি এখনও নষ্ট হতে পারি। আমি যে জীবন যাপন করেছি যেখানে আমি আমার উপার্জনের চেয়েও বেশি ব্যয় করেছি। আর মা এটা পছন্দ করেন না। তাই আমার টাকা পয়সা মায়ের হেফাজতে। মা শুধু আমায় হাত খরচের টাকা দেন।’ এদিকে কার্তিকের এমন কথা শুনে তাঁকে ট্রোল করতে ছাড়েনি নেটপাড়া। কেউ কার্তিককে 'মাম্মা'স বয়', 'বাচ্চা মানুষ' বলে কটাক্ষ করেছেন। 

 

 

 

 

বন্ধ করুন