১২ নভেম্বর দীপাবলির দিন মুক্তি পায় সলমন খান অভিনীত টাইগার ৩। অ্যাকশনে ভরপুর এই ছবি ইতিমধ্যেই সকলের নজর কেড়েছে। দীর্ঘ ছয় বছর পর আবারও টাইগার এই ছবির হাত ধরে ফিরে এল। সঙ্গে এল জোয়া। এখানে যে কেবল টাইগার অর্থাৎ সলমনকে অ্যাকশন দৃশ্যে দেখা গিয়েছে এমনটা একেবারেই নয়। জোয়া ওরফে ক্যাটরিনা কাইফকেও একাধিক অ্যাকশন দৃশ্যে দেখা গিয়েছে। এই ছবিতে বউমা ক্যাটরিনার অ্যাকশন কেমন লাগল শ্যাম কৌশলের? কী জানালেন অভিনেত্রী?
টাইগার ৩ প্রসঙ্গে ক্যাটরিনা কাইফ
২০২১ সালে ভিকি কৌশলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা কাইফ। ভিকির বাবা শ্যাম কৌশল পেশায় একজন অ্যাকশন ডিরেক্টর। তাঁর টাইগার ৩ ছবিতে বউমার অ্যাকশন কেমন লেগেছে সেটাই সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানালেন অভিনেত্রী।
ইন্ডিয়া টুডেকে দেওয়া সেই সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেন, 'আমার পরিবার আমাকে যেভাবে সাপোর্ট করেছে সেটা সত্যি ভীষণ স্পেশাল। শ্যামজি আমার শ্বশুরমশাই একজন বর্ষীয়ান অ্যাকশন ডিরেক্টর। তিনি জোয়ার অ্যাকশন দৃশ্যের প্রশংসা করেছেন। আমায় বলেছেন যে আমি নাকি ওঁকে গর্বিত করেছি। সবাই বলছে আমি নাকি অ্যাকশন দৃশ্যটা দারুণ ভাবে করেছি।'
আরও পড়ুন: 'কেমন আছ কলকাতা?' স্পষ্ট বাংলায় ভক্তদের সঙ্গে কথা ভিকির, ঘুরে দেখলেন ফোর্ট উইলিয়াম
আরও পড়ুন: 'আমারটা গেল না কখনও...' ডোনা রাগ করে বাপের বাড়ি যাননি বলে আক্ষেপ সৌরভের! দাদাগিরিতে ফাঁস মনের কথা
কেবল শ্যাম কৌশল নন, ভিকি কৌশল বউয়ের ছবি এবং তাঁর অ্যাকশনের প্রশংসা করেছেন। সেই প্রসঙ্গ টেনে ক্যাটরিনা বলেন, 'ভিকির ছবিটা ভীষণ ভালো লেগেছে। ও বলেছে জোয়ার চরিত্রটা ছবিতে দারুণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দীপাবলিতে টাইগার ৩ যেভাবে প্রশংসা পেয়েছে সেটা আমার কাছে খুব স্পেশাল।'
জোয়া হচ্ছে যশরাজ স্পাই ইউনিভার্সের প্রথম মহিলা স্পাই। সে যেমন সাহসী, তেমনই দুর্দমনীয়। টাইগার জোয়ার জুটি বহু পুরনো। এর আগে এক থা টাইগার এবং টাইগার জিন্দা হ্যায় ছবিতে এই জুটিকে দেখা গিয়েছিল। এবার টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিতে তাঁদের আবার দেখা গেল। এটি যশরাজ স্পাই ইউনিভার্সের পঞ্চম ছবি।
মণীশ শর্মা পরিচালনা করেছেন টাইগার ৩ -এর। এখানে টাইগার এর চরিত্রে আছেন সলমন খান। জোয়ার চরিত্রে আছেন ক্যাটরিনা কাইফ। আর খলনায়কের চরিত্রে আছেন ইমরান হাশমি।