বাংলা নিউজ > বায়োস্কোপ > KBC 13: আমাকে তোমার ছবিতে কাজ দেবে? রোহিত শেট্টির উদ্দেশে কাতর অনুরোধ অমিতাভের!

KBC 13: আমাকে তোমার ছবিতে কাজ দেবে? রোহিত শেট্টির উদ্দেশে কাতর অনুরোধ অমিতাভের!

অমিতাভ এবং রোহিত। (ছবি সৌজন্যে -টুইটার)

কৌন বনেগা ক্রোড়পতি ১৩-র এপিসোডে বিশেষ অতিথি হিসেবে হট সিটে এসে হাজির হয়েছিলেন অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কইফ। সঙ্গে ছিলেন পরিচালক রোহিত শেট্টিও।

কৌন বনেগা ক্রোড়পতি ১৩-র এপিসোডে বিশেষ অতিথি হিসেবে হট সিটে এসে হাজির হয়েছিলেন অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কইফ। সঙ্গে ছিলেন পরিচালক রোহিত শেট্টিও। কেবিসি-র 'শানদার শুক্রবার' পর্বে নিজেদের ছবি 'সূর্যবংশী'-র প্রচার সারতেই হাজির হয়েছিলেন এই দুই বলি-তারকা। আর যে মঞ্চে একসঙ্গে বড়পর্দার এই জনপ্রিয় হিট জুটি উপস্থিত হবে, বলাই বাহুল্য সেখানে মজা থেকে হাসি সবকিছু থাকাটাই যে স্বাভাবিক তা দর্শকমাত্রই আশা করে রেখেছিলেন। এবং সেরকমই হল। তবে সেসবের মাঝে এমন এক ঘটনা ঘটল যার জন্য মোটেই প্রস্তুত ছিল না দর্শকের দল। শো চলাকালীন নিজের ব্যারিটোন স্বরে বাজখাঁই হাঁক দিয়ে রোহিত শেট্টির উদ্দেশে অমিতাভের 'অনুরোধ', 'আমি আপনার ছবিতে কাজ করতে আগ্রহী! সুযোগ পাবো?'

এখানেই শেষ নয়। 'সূর্যবংশী'-র প্রসঙ্গ উঠতেই শো-তে 'ভিআইপি' সিটে বসা রোহিতের উদ্দেশে অমিতাভ একটু কাঁচুমাঁচু বলে ওঠেন,' রোহিত আমি একটি ব্যাপার লক্ষ্য করেছি যে আপনি যাইই ছবি তৈরি করেন তা সব ব্লকব্লাস্টার হিট হয়। শুধু তাই নয় ছবির অভিনেতা-অভিনেত্রীদের নামের তালিকাতেও থাকে বিরাট বিরাট সব তারকার নাম। কখনও আমি সুযোগ পাবো? কখনও কি একটু ইচ্ছে-টিচ্ছে হয়েছে আমাকে নিজের ছবিতে কাজ দেওয়ার? দেখুন, যদি আপনার ছবিতে একটু সুযোগ পেয়ে যাই!' স্বয়ং অমিতাভ বচ্চনের মুখে এহেন মন্তব্য শুনে ততক্ষণে বিস্ময়ে, লজ্জায় থতমত খেয়ে গেছেন রোহিত। কোনওরকমে হাসতে হাসতে হাত জোড় করে 'বিগ বি'-র উদ্দেশে কোনওরকমে কাষ্ঠহাসি হেসে তিনি বলে ওঠেন, 'স্যার, কেন এমন করছেন? মানে পুরো লজ্জায় ফেলে দিচ্ছেন আমাকে'।

এরপরেও কিন্তু থামেননি 'সিনিয়র বচ্চন'। 'সূর্যবংশী'-র পরিচালকের উদ্দেশে তাঁর ফের বাউন্সার, 'আমি কিন্তু সব লক্ষ্য করি। আমাকে বলুন তো অক্ষয়-ক্যাটরিনা এমন কী করে এবং পারে যা আমি পারি না ? বলুন না, তাহলে একটু চেষ্টা করে দেখব আমিও। সেইজন্যই হয়ত আমার সঙ্গে কাজ করছেন না আপনি।একটু দেখুন না যদি আপনার ছবিতে কখনও ছোট্ট কোনও চরিত্রে অভিনয় করার সুযোগ পেতে পারি কি না। শুধুই কী বড় বড় তারকাদের সঙ্গে কাজ করলে হবে। আমাকেও একটু দেখুন না স্যার!'  শুধু তাই নয়, এরপর রোহিতের মুখে যখন তিনি জানতে পারলেন এই 'কপ ইউনিভার্স' নিয়ে 'সিংঘম', 'সিম্বা', 'সূর্যবংশী'-র পরেও আরও কমপক্ষে ৭টি ছবি তৈরি করবেন রোহিত, সঙ্গে থাকবে আরও নতুন নতুন সব চরিত্র তখন এক গাল হেসে অমিতাভ বলে ওঠেন, ' ওহ ৭টা ছবি! যাক বাবা তাহলে আমি সুযোগ পাব বলেই মনে হচ্ছে'।

বলি-তারকার কথা শেষ হতে না হতেই হেসে কুটিপাটি হলেন অপর প্রান্তে বসা অক্ষয় এবং ক্যাটরিনা দু'জনেই। তাঁদের সঙ্গে তখন যোগ দিয়েছেন শো-তে হাজির হওয়া দর্শকদল।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

২ দিন নয় একদিনেই এবারের কন্যাপুজো, তারিখ নিয়ে আছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক সময় দুর্গাপুজোর সপ্তমীতে রাজ্যে আসছেন জেপি নড্ডা, একগুচ্ছ কর্মসূচি নিয়েই বঙ্গ সফর ষষ্ঠীর দিন মা দুর্গার সামনে খোশগল্পে মাতলেন কাজল-রানি, সাজে কে কাকে টেক্কা দিল? AFC-র দ্বিচারিতা! ইরান থেকে ম্যাচ সড়ছে ফিফা বিশ্বকাপের! অথচ শাস্তি মোহনবাগানকে… দেবী দুর্গার সামনে ‘জাস্টিস’ চাওয়ায় ৯ জনকে তুলে নিয়ে গেল পুলিশ! উত্তাল লালবাজার ‘‌কলঙ্কিতদের কম্পালসারি ওয়েটিংয়ে পাঠাতে হবে’‌, মুখ্যসচিবকে চিঠি ডাক্তারদের ‘হাইকোর্ট আমার পক্ষে রায় দিয়েছে…’, শামির বিরুদ্ধে ফের ফোঁস 'স্ত্রী' হাসিনের টেস্ট ক্রিকেটে দ্রাবিড়কে ছুঁয়ে ফেললেন জো রুট, টপকাতে পারবেন পন্টিং-সচিনকে? নবরাত্রির সপ্তম দিন মা কালরাত্রির, কোন বিশেষ নৈবেদ্যে মা হন প্রসন্ন জেনে নিন ICU-তে ভরতি রতন টাটা, শারীরিক অবস্থা গুরুতর চেয়ারম্যান এমেরিটাসের- রিপোর্ট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.