কথি উইথ করণের নতুন এপিসোড মানেই একঝাঁক বিতর্ক আর তারকাদের হাঁড়ির খবর। করণের শো-এর নতুন এপিসোডের অতিথি ‘সিংঘম’ জুটি অজয় দেবগণ ও রোহিত শেট্টি। এর আগে স্ত্রী কাজলের সঙ্গে করণের শো-তে হাজির হয়েছেন অজয়, এবার তাঁর পার্টনার পরিচালক বন্ধু। অজয় দেবগণ এমনিতে কম কথার মানুষ, কাজল এই মামলায় উত্তর মেরু হলে তিনি দক্ষিণ মেরু। তবে কম কথাতেও প্রতিপক্ষের মুখ বন্ধ করার ম্যাজিক জানেন অজয়।
কফি উইথ করণের আসন্ন এপিসোডের ঝলক সামনে আসতেই হাঁ সকলে। করণের সঙ্গে একদম ‘বিন্দাস’ আর ‘বেধড়ক’ অবতারে ধরা দিলেন অজয় দেবগণ। করণ ব়্যাপিড ফায়ার রাউন্ডে জিগ্গেস করেন, ‘ইন্ডাস্ট্রিতে তোমার পরম শক্রু কে?’ অজয় চটপট জবাব দেন, ‘একটা সময় তো তুমিই আমার পরম শক্রু ছিলে'। অজয়ের কথা শুনে রীতিমতো খাবি খান করণ। বিস্ময়ের ভঙ্গিতে বন্ধুর স্বামীর দিকে তাকিয়ে থাকেন করণ। বউ, কাজলকে নিয়েও বেফাঁস অজয়। করণ জানতে চান, দেবগণ পরিবারে যদি এমন পরিস্থিতি আসে যে কাজল অজয়ের সঙ্গে কথা বলেছে না, তার সম্ভাব্য কারণ কী? হাসিমুখে অজয় বলেন- ‘আমি তো সেই দিনটার অপেক্ষায় রয়েছি’।
প্রসঙ্গত, ২০১৬ সালে বক্স অফিস দখলের লড়াই নিয়ে তিক্ত হয়ে উঠেছিল করণ ও অজয়-কাজলের সম্পর্ক। একই দিনে মুক্তি পেয়েছিল করণের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এবং পরিচালক-অভিনেতা অজয়ের ‘শিবায়’। সেই বক্স অফিস ক্ল্যাশ নিয়ে তৈরি ঝামেলার জেরে অজয়-কাজলের বন্ধুত্বেও চিড় ধরে। পরে অবশ্য সব মিটমাট করে নেন তাঁরা।
রোহিতের কপ ইউনিভার্সে এখন অজয়ের পাশাপাশি রয়েছে রণবীর সিং, অক্ষয় কুমার, সিদ্ধার্থ মালহোত্রা, দীপিকা পাড়ুকোনরা। রোহিতের সঙ্গে করণের আলোচনার বড় জায়গা জুড়ে থাকলেন রণবীর। দীপিকার বরের এনার্জিতে মুগ্ধ সকলেই। রণবীর চুপ থাকতে পারেন না, অন্যদিকে অজয় ধীর,স্থির- দুজনে নিয়ে কীভাবে শ্যুটিং চলে? অজয় স্পষ্ট বলেন, ‘হয় আমি ওকে থামিয়ে রাখি, নয় তো নিজের কান বন্ধ করে দিই’। অন্যদিকে এদিন অজয় দেবগণ ও সলমন খানের মধ্যেকার এক অদ্ভূত মিলের কথা সামনে আনেন রোহিত শেট্টি। তাঁকে বলতে শোনা গেল, ছবি ব্লকবাস্টার হলেও এই দুই তারকা যেমন ফুরফুরে মেজাজে থাকেন, ছবি ব্যর্থ হলেও তাঁরা তেমনই ফুরফুরে মেজাজেই থাকেন। একবাক্যে সে কথা মেনে নেন করণ জোহরও।