বাংলা নিউজ > বায়োস্কোপ > Koushani Mukherjee: বনি বাদ, কার সঙ্গে হোয়াট ঝুমকা ট্রেন্ডে ভাসলেন কৌশানী?

Koushani Mukherjee: বনি বাদ, কার সঙ্গে হোয়াট ঝুমকা ট্রেন্ডে ভাসলেন কৌশানী?

হোয়াট ঝুমকার সুরে নাচ কৌশানীর

Koushani Mukherjee: এতদিন পর হোয়াট ঝুমকা ট্রেন্ডে ভাসলেন কৌশানী মুখোপাধ্যায়। তবে সঙ্গী বনি সেনগুপ্ত নন, অন্য কেউ। দেখুন তো চেনেন কিনা তাঁকে?

কিছুদিন আগেই OTT মাধ্যমে ডেবিউ করেছেন কৌশানী মুখোপাধ্যায়। তাও রাজ চক্রবর্তীর হাত ধরে। এই রাজ চক্রবর্তীর হাত ধরেই একটা সময় তিনি বড় পর্দায় ডেবিউ করেছিলেন ‘পারব না আমি ছাড়তে তোকে’ ছবিটি দিয়ে। তারপরও বহু বছর পেরিয়ে গিয়েছে। এখন কৌশানী টলিউডের অন্যতম নাম করা অভিনেত্রী। তাঁর প্রথম ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’ বেশ সাড়া ফেলেছে দর্শক থেকে সমালোচকদের মধ্যে। বলা চলে তিনি এখন তাঁর কেরিয়ারের পিক টাইমের মধ্যে দিয়ে যাচ্ছেন। আর এখন তাই তাঁকে মাঝে মধ্যেই অভিনয় ছাড়াও নাচে মন দিতে দেখা যায়। সদ্যই তিনি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির হোয়াট ঝুমকা ট্রেন্ডে গা ভাসিয়েছেন।

‘হোয়াট ঝুমকা’ গানটি এখনকার অন্যতম জনপ্রিয় গান। তবে সেই গানে কিন্তু কৌশানী একা কোমর দোলাননি আবার তাঁর সঙ্গে বনি সেনগুপ্তও ছিলেন না। বরং অন্য এক ব্যক্তিকে দেখা গিয়েছে তাঁর সঙ্গে। তিনি কে বলুন তো?

কৌশানী মুখোপাধ্যায়ের রিল মানেই তাতে বনি সেনগুপ্ত থাকবেন আবার ভাইস ভার্সা বটে। তবে এবার যেন একটু স্বাদ বদল করলেন। এবার বনির বদলে কৌশানীর সঙ্গে তাঁর ভাই সোহেল দত্তকে দেখা গেল। সোহেলের সঙ্গে ‘হোয়াট ঝুমকা’ ট্রেন্ডে ভেসে তাতে ক্যাপশনে লিখলেন ব্রাদার সিস্টার হুড। রাখি পূর্ণিমা উপলক্ষ্যে তাঁরা দুজন মিলে এই ভিডিয়ো করেছেন আর তাতে কমেন্ট করে ভরিয়ে তুলেছেন ভক্তরা।

আরও পড়ুন: 'রাগ করি না, ভক্ত হয়ে থাকতে চাই', ট্রোলারদের নিয়ে এ কী বললেন কৌশানী!

আরও পড়ুন: ‘শুভশ্রী এমন মারবে…’, রাত পার্টিতে কৌশানির গা ঘেঁষে নাচ রাজের! সতর্ক করল নেটপাড়া

কিছুদিন আগেও কৌশানী খবরের শিরোনামে উঠে এসেছিলেন আবার প্রলয়ের সাকসেস পার্টিতে রাজ চক্রবর্তীর সঙ্গে তাঁকে দারুণ ভাবে নাচতে দেখা গিয়েছিল। সেটা নিয়ে বিস্তর চর্চা হয়েছিল। কেউ কেউ বলেন 'এভাবে নেচো না শুভশ্রী রাগ করবেন।'

বন্ধ করুন