১৫ মার্চ সাত পাকে বাঁধা পড়েছেন কৃতি খারবান্দা ও পুলকিত সম্রাট। সঙ্গীত, গায়ে হলুদ, ককটেল পার্টি ও বিয়ে মোট চারটি অনুষ্ঠান। তাঁদের বিয়ের আসর বসে দিল্লি এনসিআরের কাছে ‘আইটিসি গ্র্যান্ড ভারত’ হোটেলে। বিয়ের ঘণ্টা কয়েকের মধ্যে ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সঙ্গীত, মেহেন্দি এবং গায়ে হলুদের ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দম্পতি।
পুলকিত-কৃতির বিয়ের ভিডিয়ো
এবার বিয়ের ভিডিয়ো প্রকাশ্যে আনলেন নব দম্পতি। বিয়ের আগে মুহূর্তগুলি, বেশ কিছু মিষ্টি দৃশ্য উঠে এসেছে। ভালোবেসে কৃতিকে রোম্যান্টিক কবিতা পড়ে শুনিয়েছেন পুলকিত। এরপরই দুজনের গায়ে হলুদের মুহূর্তের ছবি ভেসে উঠেছে। বিয়ের পোশাক পরে ছাদনা তলায় হেঁটে যাচ্ছেন কৃতি, মুগ্ধ করা মুহূর্ত উঠে এসেছে ভিডিয়োতে।অভিনেত্রীর পরনে গোলাপি লেহঙ্গা, সঙ্গে মানানসই কুন্দনের গয়না। পুলকিতের পরনে পেস্তা রঙের শেরওয়ানি, মাথায় পাগড়ি। কনের লেহঙ্গার সঙ্গে ম্যাচিং করে পাগড়িতে রয়েছে গোলাপি সুতোর কাজ। কৃতি-পুলকিতের বিয়ের ভিডিয়ো দেখে মুগ্ধ নেটিজেনরা।
আরও পড়ুন: ‘প্লাস্টিক সার্জারি’র কথা বলে নেটিজেনের হাতে ট্রোল দুই বোন! সপাটে জবাবে ধুয়ে দিলেন ভূমির বোন সমীক্ষা
পুলকিত-কৃতির বিয়ে
১৫ মার্চ বসেছিল তাঁদের বিয়ের আসর। দীর্ঘদিন চুটিয়ে প্রেমের পর অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন কৃতি খারবান্দা এবং পুলকিত সম্রাট। বিয়ের পর তাঁরা বিয়ের একাধিক ছবি প্রকাশ্যে এনেছেন। ২০১৯ সালে পাগলপন্তি ছবির শ্যুটিং করার সময় একে অন্যের প্রেমে পড়েন কৃতি এবং পুলকিত। সেই থেকেই তাঁরা মাঝে মধ্যেই তাঁদের সম্পর্কের আভাস দিতেন। অবশেষে মার্চে চারহাত এক হল তাঁদের।
আরও পড়ুন: ফেসবুক প্রোফাইল হ্যাক হয়েছে রুক্মিণীর? সমস্ত জল্পনার অবসান নববর্ষের একটি পোস্টে
কৃতির পোস্ট
বিয়ের ছবি পোস্ট করে কৃতি খারবান্দা লিখেছিলেন, ‘সকালের রোদ ঝলমলে আকাশ থেকে জীবনের ভাল-খারাপ, যে কোনও অবস্থায় শুধুই তুমি। জীবনের প্রতিটি পলে আমার হৃদয়ের প্রতিটা হৃদ্স্পন্দনে শুধুই তুমি।’
পুলকিতের দ্বিতীয় বিয়ে
এটা পুলকিতের প্রথম নয়, দ্বিতীয় বিয়ে। সলমন খানের ‘রাখি বোন’ শ্বেতা রোহিরার সঙ্গে দীর্ঘ দিন প্রেম ছিল অভিনেতা পুলকিতের। সলমনের তালিমেই ২০১২ সালে অভিনয় জগতে পা রাখেন পুলকিত। শ্বেতার সঙ্গে বিয়ে হওয়ার পর মাত্র এক বছরের দাম্পত্য জীবন কাটান অভিনেতা। ছাড়াছাড়ি হয় পুলকিত-শ্বেতার। তার পর লম্বা সময় পেরিয়ে গিয়েছে। মাঝে একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়ায় অভিনেতার। ২০১৯ সালে থেকে কৃতির সঙ্গে সম্পর্কে জড়ান। অবশেষে চার হাত এক হল তাঁদের।