দশ বছর আগে ২০ জানুয়ারি কন্যা সায়রাকে জন্ম দিয়েছিলেন লারা দত্ত। মেয়ের সঙ্গে তাঁর রসায়ন কেমন সে প্রসঙ্গে কোনও লুকোছাপা না করেই এবার মুখ খুললেন এই বলি-অভিনেত্রী। লারার কথায়, 'যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে মেয়ের বন্ধু হতে চাই কি না আমি? বলব হ্যাঁ, নিশ্চয়ই চাই। তবে সেরকম অভিভাবকদের মতো মোটেই হতে চাই না যাঁরা বলেন তাঁদের মেয়ের বেস্ট ফ্রেন্ড তাঁরা।'
সামান্য থেমে এ প্রসঙ্গে লারা আরও জানান যে মা এবং একইসঙ্গে বন্ধু হয়ে ওঠা সন্তানের কাছে দুটোই গুরুত্বপূর্ণ। 'মায়ের কাছে কিংবা মায়ের মতো কারও কাছে নিজের মনের নানান কথার ডালি উপুড় করে দেওয়ার জায়গাটি ভীষণই গুরুত্বপূর্ণ। কিন্তু আমি যেহেতু নিজে সুবিধেমতো একবার মায়ের ভূমিকা এবং পরমুহূর্তে বেস্ট ফ্রেন্ডের ভূমিকায় পালন করতে অক্ষম, তাই মেয়েকে এক্ষেত্রে কোনওরকম দ্বিধা-দ্বন্দে ফেলতে নারাজ।'
কয়েক মাস আগে একটি ডেটিং অ্যাপে লারার ডেটিং প্রোফাইল দেখে হইচই শুরু হয়েছিল নেটপাড়ায়। যদিও এই ঘটনার পরেই একটি বিবৃতিতে লারা জানিয়ে দিয়েছিলেন ওই প্রফাইলটি ভুয়ো। কোনওরকম ডেটিং অ্যাপে নেই তিনি। কথায় কথায় ৪৩ বছর বয়সী এই বলি-সুন্দরী আরও জানালেন তিনি এই ভেবে খুশি যে অনলাইন ডেটিং করে তাঁকে কোনও সম্পর্কে জড়াতে হয়নি। মজার চালে লারা বললেন, 'ডেটিং অ্যাপের দরুণ ডেটিংয়ের সংজ্ঞাটাই প্রায় বদলে যেতে বসেছে। যদিও এসব ক্ষেত্রে আমি আজও ওল্ড স্কুল। আমার কেন যেন আজও মনে হয় কোনও সম্পর্কে জড়ানোর আগে অন্তত তিনটে ডেট-এ যাওয়াটা জরুরি। তারপর সিদ্ধান্তে আসা উচিত।'