অগ্রহায়ণ মানেই নতুন শুরু! এবার নতুন জীবনের পথে পা বাড়াচ্ছেন লক্ষ্মী কাকিমার ছেলে ও বউমা। মানে টেলি জুটি স্বর্ণদীপ্ত ঘোষ ও অর্পিতা মণ্ডল। সোমবার অর্থাৎ ২৭শে নভেম্বর গাঁটছড়া বাঁধবেন তাঁরা। জমে উঠেছে জুটির প্রাক বিয়ের অনুষ্ঠান। শনিবার আংটি বদল সারলেন দুজনে, সঙ্গে ছিল সঙ্গীত নাইট। সেখানেই দেখা মিলল লক্ষ্মী কাকিমার গোটা টিমের!
সিরিয়ালের সেটেই শুরু এই প্রেমের গল্প। ‘লক্ষ্মী কাকিমা’ অপরাজিতা আঢ্যর বড় ছেলে ও বউমার চরিত্রে অভিনয় করেছিলেন স্বর্ণদীপ্ত-অর্পিতা। জুটিকে আর্শীবাদ জানাতে পৌঁছেছিলেন অপরাজিতা। এনগেজমেন্টের ছবি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়া, সঙ্গে আদুরে শুভেচ্ছা। পৌঁছেছিলেন শ্রী বসু, অনির্বাণ ঘোষও। তবে দেখা মিলল না ‘হংসিনী’ শার্লির।
আংটি বদলের দিন রুপোলি লেহেঙ্গায় ঝলমল করলেন অর্পিতা। গলায় জড়োয়া হার, মাথায় টিকলি, হাতে চুড়ি। চুলে হালকা কার্ল আর মুক্তো ঝরা হাসিতে দ্যুতি ছাড়ল স্বর্ণদীপ্তর হবু বউ। পাশে সাদা-রুপালি শেরওয়ানিতে সেজেছে হবু বর। নতুন জীবনের আনন্দ জুটির চোখেমুখে। শ্যুটিংয়ের কাজ ফেরে কিছু সময়ের জন্য এই অনুষ্ঠানে পৌঁছেছিলেন অপরাজিতা। আংটি বদলের জন্য রীতিমতো তাড়া লাগালেন তিনি। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পর্দার ছেলেকে বললেন, ‘তোকে খুব সুন্দর লাগছে। জলদি এদিকে আয়, আমাকে শ্যুটিংয়ে যেতে হবে’।
নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে অপরাজিতা লেখেন, ‘অবশেষে হল আমাদের স্বর্ণদীপ্ত আর অর্পিতার রিং সেরিমনি আবার আমরা লক্ষ্মী কাকিমা সুপারস্টারের পুরো টিম হইহই করে ফুল অন এনার্জি নিয়ে আনন্দ করলাম আর মিশে গেলাম এক অপার শান্তিতে। রিল লাইফ থেকে রিয়েল লাইফে বিয়ে বলে কথা সে কি আর চাড্ডি খানি ব্যাপার ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি, লক্ষ্মী কাকিমার বড় ছেলে আর বড় বউ খুব আনন্দে আর শান্তিতে থাক।’
হিন্দুস্তান টাইমস বাংলাকে অভিনেতা স্বর্ণদীপ্ত আগেই জানিয়েছেন, ‘বিয়েটা হচ্ছে বাগুইআটিতে। অর্পিতার পরিবার একটা ব্যাঙ্কোয়েট হল বুক করেছে বিয়ের অনুষ্ঠানের জন্য। আর রিসেপশন (৩০শে নভেম্বর) হবে পাটুলির সত্যজিৎ পার্কে।’
বিয়ের ভেনুই শুধু নয়, মেনুও পাকা। অভিনেতার কথায়, ‘মেনুতে ৪-৫ রকম স্টার্টার থাকছে, মকটেল থাকছে। মশালা কুলচা থাকছে, বিরিয়ানি থাকছে, সবকটা ঠিক আমারও মনে নেই, মিষ্টি থাকছে, আইসক্রিম কাউন্টার থাকবে, এসব নানান কিছু।’
বিয়েতে কেমন সাজবেন তাঁরা? সাজে থাকবে ষোলআনা বাঙালিয়ানা। অর্পিতা পরবে বেনারসি, আর স্বর্ণদীপ্ত পরবেন ধুতি-পাঞ্জাবি। এই মুহূর্তে 'তুমি যে আমার মা' ধারাবাহিকে অভিনয় করছেন স্বর্ণদীপ্ত ঘোষ। ফুলকি নিয়ে ব্যস্ত অর্পিতা। বিয়ের জন্য লম্বা ছুটি নেওয়ায় মধুচন্দ্রিমায় যাওয়া এখনই হচ্ছে না। ওটা আগামি বছরের জন্য তুলে রাখছেন দুজনে।