সোমবার সকাল থেকে পরমব্রত-পিয়ার বিয়ে নিয়ে হইচই টলিপাড়ায়। কিন্তু এর মাঝেই কাঙ্খিত পরিণতি পেল আরও এক প্রেমের গল্প। এই বিয়ের খবর অবশ্য অনেক আগে থেকেই জানা। সাত পাক ঘুরলেন টেলি অভিনেতা স্বর্ণদীপ্ত ঘোষ ও অর্পিতা মণ্ডল অর্থাৎ ‘লক্ষ্মী কাকিমা'র বড় ছেলে ও বড় বউমা।
সিরিয়ালের সেটেই শুরু এই প্রেম কাহিনি, অগ্রহায়ণের সন্ধ্যায় মধুরেন সমাপয়েৎ। স্বর্ণদীপ্ত-অর্পিতার বিয়েতে টেলিপাড়ার তারকাদের ভিড় উপচে পড়ল। সাক্ষী থাকলেন অপরাজিতা আঢ্য। বরের হাত ধরে এদিনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। সিরিয়াল শেষ হলেও অনস্ক্রিন ছেলে-বউমার সঙ্গে সম্পর্ক অটুট বুঝিয়ে দিলেন।
বিয়ের আসরে মালাবদলের আগেই চুমু বদল সারলেন নবদম্পতি! হ্যাঁ, কনের সাজে অর্পিতাকে দেখে বেসামাল স্বর্ণদীপ্ত। শুভদৃষ্টির পরেই ভালোবাসার মানুষের গালে আঁকলেন চুমু, যা দেখে তাজ্জব সকলেই। লাজে রাঙা নতুন বউ। বিয়েতে লাল বেনারসিতে সাজলেন অর্পিতা। সঙ্গে সবুজ ব্লাউজ। একদম সাবেকি বাঙালি কনের সাজ। গা ভর্তি সোনার গয়না, মাথায় শোলার মুকুট, চন্দন চর্চিত ললাটে ভারী সুন্দর দেখালো অর্পিতাকে।
অন্যদিকে ঘিয়ে রঙা তসরের পাঞ্জাবিতেই ‘দিলওয়ালে’ স্বর্ণ এন্ট্রি নিলেন শ্বশুরবাড়িতেই। এসেই তাঁর মুখে একটাই বুলি- ‘কই আমার বউটা কই’। জামাই যে বউ-পাগল, তা বুঝতে অসুবিধা হয়নি অর্পিতার পরিবারের। মালাবদল থেকে সিঁদুরদানের ছবি এসেছে প্রকাশ্যে। নবদম্পতির প্রেমেমাখা ছবিতে মন হারাচ্ছেন সকলে। সিরিয়ালের সেটেই শুরু হয়েছিল এই প্রেম। সম্পর্ক নিয়ে কোনওদিনই লুকোছাপা করেননি তাঁরা। পর্দার ছেলের বিয়ের অনুষ্ঠানে অফ হোয়াইট লেহেঙ্গায় তাক লাগালেন অপরাজিতা।
এই মুহূর্তে ‘ফুলকি’ ধারাবাহিকে অভিনয় করছেন অর্পিতা। শ্যুটিং সেরে গোটা ফুলকি টিম হাজির ছিল এই বিয়ের অনুষ্ঠানে। দেখা মিলল কৌশাম্বি চক্রবর্তী, দিব্যানি মণ্ডলদের। ননদিনির সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করেন দুই বৌদি। শুভেচ্ছায় ভরিয়ে দেন নবদম্পতিকে।
বাগুইআটিতে বসেছিল বিয়ের আসর। বৌভাতের নিয়ম বুধবার পালিত হলেও নবদম্পতির রিসেপশন অনুষ্ঠিত হবে ৩০শে নভেম্বর। ভেন্যু পাটুলির সত্যজিৎ পার্ক।
শনিবার থেকেই শুরু হয়েছিল স্বর্ণদীপ্ত-অর্পিতার বিয়ের সেলিব্রেশন। ওইদিন আংটি বদলের পাশাপাশি ছিল সঙ্গীত নাইট। রবিবার নিয়ম মেনে হয় আইবুড়ো ভাত। এই মুহূর্তে 'তুমি যে আমার মা' ধারাবাহিকে অভিনয় করছেন স্বর্ণদীপ্ত ঘোষ। বিয়ের জন্য লম্বা ছুটি নেওয়ায় মধুচন্দ্রিমায় যাওয়া এখনই হচ্ছে না। ওটা আগামি বছরের জন্য তুলে রাখছেন দুজনে।