২ এপ্রিল অজয় দেবগনের জন্মদিন। এই বছর তিনি ৫৫ বছরে পা দিয়েছেন। তাঁর জন্মদিন উপলক্ষ্যে কাজলের বেটার হাফের বিষয়ে কিছু অজানা তথ্য জেনে নেওয়া যাক।
অজয়ের প্রসঙ্গে অজানা কথা
অজয় দেবগন ১৯৬৯ সালে নিউ দিল্লিতে জন্মগ্রহণ করেন। যদিও তাঁদের আদি বাড়ি পঞ্জাবে। তিনি মুম্বইয়ের জুহুর সিলভার বিচ হাই স্কুল থেকে পড়াশোনা শেষ করে মিঠাবাই কলেজ থেকে পাশ করেছেন। তাঁর বাবা একজন স্টান্টম্যান ছিলেন। কিন্তু জানেন কি তাঁর একজন ভাই আছে?
আরও পড়ুন: 'শুধরে যেতে পারি তোমায় পেয়ে...' ভেঙেছে একাধিক প্রেম, জন্মদিনে নতুন গানে সোহিনীকে কী প্রমিজ করলেন শোভন?
আরও পড়ুন: 'লাফিয়ে ঝাঁপিয়ে সারাদিন...' ৫৫-তেও শিশুসুলভ অজয়! জন্মদিনে বর কী কী করেন ফাঁস করলেন কাজল
অজয় দেবগনের ভাইয়ের নাম অনিল দেবগন। তিনিও বিনোদন জগতের সঙ্গে যুক্ত। তিনি পেশায় একজন স্ক্রিপ্ট রাইটার।
এমনকি অজয়ের আসল নামও অজয় নয়। তাঁর আসল নাম বিশাল। কিন্তু তিনি যখন ১৯৯১ সালে ডেবিউ করেন ফুল অউর কাঁটে ছবির মাধ্যমে তখন আরও একজন বিশাল ছিলেন ইন্ডাস্ট্রিতে। তাই নাম পাল্টে অজয় রাখেন।
কলেজ লাইফে দুবার জেলেও গিয়েছেন তিনি। সেখানে তিনি রীতিমত গুন্ডা ছিলেন।
অজয় দেবগন বলিউডের একমাত্র অভিনেতা যিনি অমিতাভ বচ্চনের পর দুটো জাতীয় পুরস্কার পেয়েছেন।
অজয়ের জন্মদিনে কাজলের পোস্ট
এদিন সোশ্যাল মিডিয়ায় অজয় দেবগনের একটি ছবি পোস্ট করে কাজল লেখেন, 'আমি জানি তুমি তোমার জন্মদিন উপলক্ষ্যে দারুণ এক্সাইটেড। তাই আনন্দে সারা বাড়ি বাচ্চাদের মতো লাফিয়ে বেড়াচ্ছ। নিজেই হাততালি দিচ্ছ এবং কেকের কথা ভেবে গোল গোল ঘুরছ। তাই আমি চাই আমার আজকের দিনটা তোমায় শুভেচ্ছা জানিয়েই শুরু হোক। শুভ জন্মদিন অজয়।' এরপর তিনি আরও জানান, 'কারও কাছে যদি ওর এরম কোনও ভিডিয়ো থেকে থাকে তাহলে আমায় দয়া করে পাঠিয়ে দেবেন।'
আরও পড়ুন: বিমান নিয়ে বাংলাদেশে পাড়ি দিলেন করিনা-টাবু, মুক্তি পেয়েও ইদে কেন বন্ধ থাকবে ক্রু - র শো?
অজয়ের আগামী প্রজেক্ট
অজয় দেবগনকে শেষবার শয়তান ছবিতে দেখা গিয়েছে। বক্স অফিসে হিট করেছে সেই ছবিটি। গত বছর মুক্তি পাওয়া দৃশ্যম ২ ছবিটিও ব্লকবাস্টার হিট হয়েছিল। এবার ইদের সময় মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি ময়দান। এছাড়া আগামীতে সিংঘম এগেনে তাঁকে দেখা যাবে।