বি আর চোপড়ার মহাভারত দিয়েই সকলের কাছে জনপ্রিয়তা পেয়েছিলেন নীতিশ ভরদ্বাজ। সেখানে ভগবান শ্রী কৃষ্ণের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। সম্প্রতি ১২ বছরের বিয়ে ভাঙার কথা জানালেন সকলকে। বিচ্ছেদ নিলেন স্ত্রীর থেকে।
ETimes-র প্রতিবেদন অনুসারে মুম্বইয়ের ফ্যামিলি কোর্টে নীতিশ বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেন ২০১৯ সালে। তাঁদের দুটি যমজ কন্যা সন্তান রয়েছে। তাঁরা আপাতত মায়ের সাথেই রয়েছেন।
নীতিশের স্ত্রী দেশের একজন আইএস অফিসার, নাম স্মিতা গাটে। এটা ছিল অভিনেতার দ্বিতীয় বিয়ে। বিয়ে ও বিচ্ছেদ নিয়ে মুখ খুলতে চাননি তিনি। এমনকী, সন্তানদের ব্যাপারেও কথা বলেননি সংবাদমাধ্যমের সাথে। শুধু জানিয়েছেন, তিনি এখনও বিয়েতে বিশ্বাস করেন, তবে এক্ষেত্রে তাঁর কপাল অতটাও ভালো না।
নীতিশ আরও জানান, একটা বিয়ে ভাঙার পিছনে একাধিক কারণ থাকে। তবে এতে সবচেয়ে বেশি কষ্ট পায় সন্তানরা। সারা আলি খানের ডেবিউ সিনেমা ‘কেদারনাথ’-এ অভিনয় করেছিলেন তিনি। একটি ওয়েব সিরিজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুরুর ভূমিকাতেও তাঁকে দেখা গিয়েছিল। সঙ্গে হৃতিক রোশনের সাথে ‘মহেঞ্জোদাড়ো’তেও অভিনয় করেছেন। এছাড়া বেশ কিছু মারাঠি সিনেমায় তাঁকে দেখা দেখা গিয়েছে।
প্রসঙ্গত, সোমবার রাতে বিচ্ছেদের কথা ঘোষণা করেন দক্ষিণী অভিনেতা ধনুশ। রজনীকান্ত কন্যা ঐশ্বর্যর সঙ্গে বিয়ে ভাঙার খবর দেন তিনি। এই বিয়ে টিকেছিল ১৮ বছর। দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম আদর্শ দম্পতি হিসাবেই পরিচিত ছিলেন ধনুশ-ঐশ্বর্য।