গত মাসেই ‘বঙ্গ সম্মান’ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে সমাজের বিশিষ্ট মানুষদের। তবে এই নিয়ে হয়েছে নানা বিতর্ক। সমাজের এক অংশের দাবি শুধুমাত্র তৃণমূল ঘনিষ্ঠতের হাতেই তুলে দেওয়া হয়েছে স্মারক, দেওয়া হয়েছে উপাধি। ইতিমধ্যেই নুসরত জাহান আর সোহম চক্রবর্তীর ‘মহানায়ক’ সম্মান পাওয়া নিয়ে মুখ খুলেছেন অনেক তারকা। এবার তাঁদের নিয়ে ক্ষোভ উগড়ে দিতে দেখা গেল টলিউডের চেনা মুখ মানসী সিনহাকে।
মানসীকে বর্তমানে দেখা যাচ্চে জি বাংলার ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’-তে। এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল ‘বঙ্গ সম্মান’ নিয়ে। আর তাতে তিনি বলেন, ‘এটাকে আমি এখন পুরস্কারের মঞ্চ হিসেবে মনে করি না। যেখানে অনেক তাবড় তাবড় অভিনেতা থাকা সত্ত্বেও নুসরত আর সোহম (আমি নাম নিয়েই বললাম, ওরা আমার অনেক প্রিয়। ভালো অভিনয় করে দুজন।) মহানায়ক পুরস্কার পান, তখন সেই মঞ্চের উদ্দেশ্য পরিষ্কার হয়ে যায়। কেন কী জন্য পুরস্কার।’ আরও পড়ুন: আলিয়াকে দেখে উইকেন্ড কাটাবেন শাহরুখ, আর চুমুক দেবেন পানীয়ে, লিখলেন টুইটারে
এই সাক্ষাৎকারেই রাজ্য সরকারের প্রতি ক্ষোভ উগড়ে দেন তিনি। সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিন্দেও শোনা গেল তাঁর মুখে। বললেন, ‘আমাদের রাজ্যে এখন রাজনীতি বলে আর কিছু নেই। এখন স্বার্থনীতি… আমাদের মুখ্যমন্ত্রীর ব্যাপারে আমার এতদিন কোনও বিক্ষোভ ছিল না। বড় দিদির মতো, ভালো লাগে কথা বলতে, লাগতই বলা যায়। এখন আর ভালো লাগবে বলে মনে হয় না।’
জুলাই মাসে এসএসির নিয়োগ দুর্নীতির প্রতিবাদ করে একটি সাংবাদিক সম্মেলন করেন বুদ্ধিজীবীরা। সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, দেবদূত ঘোষ, মানসী সিনহা, চন্দন সেন, শিক্ষাবিদ পবিত্র সরকার, পরিচালক অনীক দত্ত, দেবজ্যোতি মিশ্র, আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যরা। সেখানেও সরকারের বিরুদ্ধে যেমন ক্ষোভ প্রকাশ করা হয়েছিল, তেমনই এরকম অবস্থাতেও যে বুদ্ধিজীবীরা মুখ বুজে আছেন তাঁদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন সকলে। আরও পড়ুন: ‘মনে হত আত্মহত্যা করে নিই’, দীপিকার কথা শুনে হয়তো অনেকেই ভ্রু কোঁচকাবেন
কাজের সূত্রে, অভিনয়ের পাশাপাশি পরিচালনাও শুরু করেছেন মানসী। 'এটা আমাদের গল্প' নামে একটি সিনেমা নিয়ে আসছেন তিনি। শ্বাশত চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, সোহাগ সেন-দের মতো নামজাদা অভিনেতারা। মাঝে কদিন ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিক থেকেও বিরতি নিয়েছিলেন তিনি সিনেমার শ্যুটের কারণে।