হিন্দি ছবির বাজারে সময়টা বেশ টালমাটালই যাচ্ছে অক্ষয় কুমারের। অভিনেতা মুখে যতই বলুন, বানিজ্যিক ছবি নয়, মিশন রানিগঞ্জের বক্স অফিস নম্বর খানিক হতাশই করেছে খিলাড়ি-ভক্তদের। রানিগঞ্জের এক কয়লা খনিতে ভূগর্ভস্থ জল ঢুকে এসে আটকে পড়েছিলেন বহু শ্রমিক। তাঁদের প্রাণ বাঁচিয়েছিল সেই সময় মাইন ইঞ্জিনিয়র যশবন্ত সিং গিল। তার উপরেই সিনেমা বানালেন অক্ষয় কুমার।
মিশন রানিগঞ্জের পরিচালনা করেছেন টিনু সুরেশ দেশাই। যিনি এর আগে অক্ষয়ের সঙ্গে কাজ করেছিলেন রুস্তম ছবিতে। ২০১৬ সালে মুক্তি পাওয়া এই ছবি সেই সময়তেই ২১৮.১২ কোটির ব্যবসা করে। তবে ভাগ্য এতটা ভালো হল না মিশন রানিগঞ্জের। ছবির ১০০ কোটির ঘর পেরনো নিয়েই সন্দেহ দেখা দিচ্ছে। sacnilk.com-এর প্রাথমিক রিপোর্ট অনুসারে রবিবার ৪.৮৫ কোটি আয় করল অক্ষয়ের সিনেমা। আরও পড়ুন: জওয়ান ক্রেজ! চাপে রাখছে ফুকরে ৩, তারই মাঝে নট আউট শাহরুখ, ৩২-তম দিনে কত আয়?
মিশন রানিগঞ্জের বক্স অফিস কালেকশন
শুক্রবার মাত্র ২.৮ কোটি দিয়ে খাতা খোলে অক্ষয় কুমারের সিনেমা। তবে শনি ও রবিবারে ছবির আয় বেড়ে হল ৪.৫০ ও ৪.৮৫ কোটি। ৩ দিনে ছবির আয় ১২. ১৫ কোটি। বক্স অফিসে বহুদিন পর সাফল্য পেয়েছিল অক্ষয় কুমারের ওএমজি ২ চলতি বছরেরই অগস্ট মাসে। ২০০ কোটি পার করেছিল ছবিখানা।
ট্রোলারদের ধারণা, বছরে পাঁচ-ছয়টা করে ছবি করাই কাল হয়েছে অক্ষয়ের জন্য। অভিনেতার সিনেমায় নতুন মশলার অভাব পাচ্ছে দর্শক। একঘেয়ে ঠেকছে। ২০২২ সালে যেমন ৫টি সিনেমা মুক্তি পেয়েছিল তাঁর। এরমধ্যে কাঠপুতলি আসে ওটিটি-তে। যা প্রশংসিত হয়। তবে বাদবাকি ৪টে বচ্চন পাণ্ডে, সম্রাট পৃথ্বীরাজ, রক্ষাবন্ধন, রামসেতু ডাহা ফ্লপ করে। আরও পড়ুন: ‘এখনও বউয়ের কাছে হাত জোড় করি!’, শক্তির অনুরোধে বলি কেরিয়ার ছাড়েন তাঁর স্ত্রী
অক্ষয়ের হাতে রয়েছে বেশ কিছু সিনেমা। যার মধ্যে অনেকগুলিই সিক্যুয়েল। হেরা ফেরি ৩, সিংঘম এগেইন, ওয়েলকাম ৩, জলি এলএলবি ৩ সিনেমা। এছাড়াও বড়ে মিঞা ছোটে মিঞা-তে অক্ষয়ের সঙ্গে দেখা যাবে টাইগার শ্রফকে। খিলাড়ির হাতে আছে স্কাই ফোর্স, শঙ্করা-র মতো সিনেমাও।
যদিও মিশন রানিগঞ্জ-এর বক্স অফিসে ধীর গতি নিয়ে দমতে রাজি নন অক্ষয়। বরং জানিয়েছেন, ‘ছবি কেমন ব্যবসা করল সেটা নিয়ে চাপ নেওয়া উচিত নয়। যে ছবি করলে বক্স অফিসে ভালো চলবে আমি সেই ধরনের ছবিও করতে পারি। কিন্তু আমি খুশি যে আমি এমন ছবি করছি যা সমাজে পরিবর্তন আনবে।’