মিঠাই-নায়িকা সৌমিতৃষা কুণ্ডু খুব জলদিই পা রাখবেন টলিউডে। তাও আবার দেবের নায়িকা হয়েও ‘প্রধান’ ছবিতে। বরাবরই চর্চায় থাকেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা চলে সোশ্যালে। বেশিরভাগেরই মনে প্রশ্ন, কার সঙ্গে আজকাল প্রেম করছেন সৌমিতৃষা। দেবের নায়িকা কি তাহলে কোনও ডাক্তার ছেলের প্রেমেই পড়লেন নাকি!
অগস্ট থেকেই শ্যুট শুরু হওয়ার কথা রয়েছে প্রধান-এর। দেব ছাড়াও এই ছবিতে দেখা পাওয়া যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়ের। পরিচালনায় অভিজিৎ সেন ও প্রযোজনা অতনু রায়চৌধুরীর। অর্থাৎ, টলিউডে হিট টনিক জুটির সঙ্গী হয়েছেন সৌমিতৃষা।
তবে ছোট পরদা থেকে এক লাফে বড় পরদায় কাজ পাওয়া নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি সৌমিতৃষাকে। অনেকেই দাবি করেন, অভিনয় না জেনে শুধু ‘দেবের পা চেটেই’ তিনি প্রধান-এর অফার পেয়ে গিয়েছেন। যদিও সৌমিতৃষার প্রশংসায় পঞ্চমুখ বর্তমানে দেব থেকে অতনু-অভিজিৎ। এমনকী, দেব বান্ধবী রুক্মিণীও সম্প্রতি জানিয়েছেন, তাঁরই চোখে প্রথম পড়ে সৌমিতৃষা। আর তাঁর কথাতেই প্রথমে মিঠাই-রানিকে বাছা হয়েছিল বাঘাযতীন সিনেমার জন্য। পরে অবশ্য, মিঠাই সিরিয়ালের সঙ্গে ডেট ক্ল্যাশ করায় বাঘাযতীন থেকে বাদ পড়েন তিনি। তবে দেবের পরের সিনেমা প্রধান-এর জন্য ডাক পড়ে। আরও পড়ুন: ‘প্রতি মুহূর্তে অভাব বোধ হয়’, বেঁচে নেই কেকে! জন্মবার্ষীকিতে লিখলেন মেয়ে তামারা
তবে, প্রধানের সঙ্গে এখনও আলোচনা হয় সৌমিতৃষা আর আদৃতের সম্পর্ক নিয়ে। মিঠাই-তে কাজ করার সময় থেকেই রটে গিয়েছিল সৌমিতৃষা নাকি পছন্দ করেন কো-স্টার সিড ওরফে আদৃতকে। আর আদৃত নাকি মন দিয়ে বসেছেন সিরিয়ালে নন্দার চরিত্রে অভিনয় করা কৌশাম্বিকে। যার কারণেই নাকি দূরত্ব বাড়ে সৌমিতৃষা আর আদৃতের। যদিও একথা যে পুরো রটনা তা বহুবার নিজের মুখে জানিয়েছেন সৌমিতৃষা।
সম্প্রতি এক বাংলা সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন। জানালেন ডাক্তার বিয়ের শখ তাঁর। সৌমিতৃষার কথায়, ‘আমার ডাক্তার পছন্দ। বেশ কেয়ারিং হবে। রান্না করে খাওয়াবে। একবার তো মিঠাই-য়ের সেটে খুব অসুস্থ হয়ে পড়ি। ডাক্তারও ডাকা হয়। ভেবেছিলাম হ্যান্ডসাম কেউ আসবে। সেই জায়গায় আসে এক ডাক্তার কাকু।’
তবে সৌমিতৃষা জানান, তাঁর জীবনে এখন কোনও প্রেম বা বিয়ের সময় নেই। তাই যে তাঁর গলায় মালা দিতে চান তাঁকে অন্তত ৭-৮ বছর অপেক্ষা করতে হবে। তারপর হবে প্রেম। তারপর বিয়েটা।