তিনি বাংলা তথা ভারতীয় সিনেমার রত্ন। সদ্য় ভারত সরকারের তরফে পদ্ম-সম্মান পেয়েছেন। এর মাঝেই আচমকাই বিপত্তি! শনিবার বেলায় খবর আসে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী। দেশজুড়ে উদ্বিগ্ন হয়ে পড়েন ডিস্কো ডান্সার ভক্তরা। পরিবারের তরফে শুরুতে জানানো হয়েছিল রুটিন চেকআপের জন্য ভর্তি হয়েছেন মিঠুন, পরে হাসপাতালের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় মিঠুনের পরিস্থিতির হালহাকিকত।
স্পষ্ট জানানো হয় ইস্কিমিক স্ট্রোক হয়েছে মিঠুন চক্রবর্তীর। তবে সুস্থ আছন ৭৩ বছর বয়সী তারকা। গতকাল থেকেই মিঠুনের শারীরিক পরিস্থিতির খোঁজ নিতে ছুটে এসেছেন একের পর এক তারকা। দেবশ্রী রায়, রাজ চক্রবর্তী, দেব, রাজনীতির রং না থেকে প্রিয় মিঠুনদার জন্য উদ্বিগ্ন সকলেই। রবিবার মিঠুনকে দেখতে হাসপাতালে পৌঁছান বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার। সেই সাক্ষাৎকারে ছবি ও ভিডিয়ো সামনে এসেছে।
হাসপাতালের বিছানায় শুয়ে রয়ছেন মিঠুন। বেশ চনমনে, হাসিখুশি। পরনে রোগীর পোশাক, মাথায় কালো টুপি। বেডে শুয়েই নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে চিকিৎসকে প্রশ্ন করলেন।
হাসপাতাল থেকে মিঠুনের প্রথম ভিডিয়ো
ভিডিয়োতে দেখা যাচ্ছে, হাসপাতালের ঘরের ভিতরে নিজের বিছানায় বসে রয়েছেন মিঠুন। ডাক্তার হিন্দিতে বললেন, ‘অব ঠিক হ্যায়, স্যালাইন চল রাহা হ্যায়, পানি আপ এনাফ পিয়ারহে হ্যায়। বস পিতে রহিয়ে (এখন ঠিক আছে, ড্রিপ চলছে, আপনি পর্যাপ্ত জল খাচ্ছেন, পান করতে থাকুন…’। এরপর মিঠুন তখন তার পায়ের দিকে ইশারা করে চিকিৎসকে কিছু একটা বোঝানোর চেষ্টা করেন।
বিছানার চারপাশে সুকান্ত-সহ বেশ কয়েকজনকে মিঠুনকে ঘিরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ও মিঠুন চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। মিঠুন সোহম প্রযোজিত, প্রতীক্ষিত বসু পরিচালিত ছবি ‘শাস্ত্রী’র শ্যুটিং সারছিলেন। তার ফাঁকেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। কাজ বাকি পড়ে রয়েছে, মন মানছে না শিল্পীর। বেডে শুয়েই সুকান্ত মজুমদারকে বললেন, ‘কাল থেকে শ্যুটিং করলে ভালো হত’। শীঘ্রই শ্যুটিং সেটে ফিরবেন মিঠুন, আশাবাদী পরিচালক।
আজ (রবিবার) সন্ধ্যায় হাসপাতালের তরফে অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়। জানানো হয়েছে মিঠুন চক্রবর্তী আপতত সুস্থ রয়েছেন, নরম খাবার খেয়েছেন। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছেন, বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। হাসপাতাল থেকে ছুটি দেওয়ার আগে বেশকিছু পরীক্ষা করা হবে।
অভিনেতার মস্তিষ্কের ইস্কেমিক সেরিব্রোভাসকুলার অ্যাক্সিডেন্ট (স্ট্রোক) ধরা পড়ে। গতকালে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে অভিনেতার ডান, উপরের এবং নীচের অঙ্গগুলিতে দুর্বলতার অভিযোগ নিয়ে হাসপাতালে আনা হয়েছিল। বর্তমানে তিনি প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন এবং চিকিৎসকদের একটি দলের পর্যবেক্ষণে রয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘শ্রী মিঠুন চক্রবর্তী (৭৩), জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শরীরের ডানদিকের উপর ও নিচের অংশে ব্যাথা নিয়ে সকাল ৯.৪০মিনিটে কলকাতার অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের জরুরি বিভাগে আসেন। তাঁর মস্তিষ্কের MRI সহ প্রয়োজনীয় পরীক্ষা এবং রেডিওলজির বিভাগের পরীক্ষা-নিরীক্ষার করা হয়েছে। তার মস্তিষ্কের ইস্কেমিক সেরিব্রোভাসকুলার অ্যাক্সিডেন্ট (স্ট্রোক) ধরা পড়েছে। তবে বর্তমানে তিনি সম্পূর্ণ সচেতন এবং ভাল আছেন। ডায়েটে নরম খাবার খাচ্ছেন। শ্রী মিঠুন চক্রবর্তী এই মুহূর্তে একজন নিউরো-চিকিৎসক, কার্ডিওলজিস্ট এবং একজন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট সহ চিকিৎসকদের নিয়ে তৈরি মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে রয়েছেন।’
মিঠুনের কেরিয়ার সম্পর্কে
মৃণাল সেন পরিচালিত 'মৃগয়া' চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি তার কর্মজীবন শুরু করেন, যা তাকে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দেয়। 'ডিস্কো ডান্সার', 'অগ্নিপথ', 'ঘর এক মন্দির', 'জল্লাদ', 'পেয়ার ঝুকতা নেহি' তাঁর আরও কয়েকটি জনপ্রিয় ছবি। একটা সময় তৃণমূলের ঘনিষ্ঠ মিঠুন, ২০২১ সালের ৭ মার্চ কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন তিনি।