বাংলা নিউজ > বায়োস্কোপ > করোনা জয় করে ২২ দিন পর বাড়ি ফিরলেন মনামীর মা, ইনস্টায় আবেগঘন বার্তা অভিনেত্রীর

করোনা জয় করে ২২ দিন পর বাড়ি ফিরলেন মনামীর মা, ইনস্টায় আবেগঘন বার্তা অভিনেত্রীর

মায়ের সঙ্গে মনামী। (ছবি-ইনস্টাগ্রাম)

মৌ বউদির জন্য মুখিয়ে আছেন দর্শকরা। মনামীর নতুন চরিত্রের জন্য অপেক্ষা আর দিন কয়েকের!

অভিনেত্রী মনামী ঘোষ সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। প্রায় প্রতিদিনই ছবি বা ভিডিয়ো পোস্ট করে থাকেন নিজের অ্যাকাউন্টে। তাই অভিনেত্রীর হঠাৎ সোশ্যাল মিডিয়ায় নিষ্ক্রিয়তা চোখ টেনেছিল অনেকেরই। শনিবার মনামী নিজেই জানালেন তার কারণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখলেন, তাঁর মার করোনা আক্রান্ত হওয়ার কথা ও মাকে হাসপাতাল থেকে ফিরিয়ে আনার কাহিনি। সঙ্গে, সকলকে সুস্থ ও সতর্ক থাকার বার্তা দিলেন।

শনিবার রাতে মনামী তাঁর ইনস্টাগ্রামে লিখলেন, ‘প্রথমত আমায় নিয়ে চিন্তা করার জন্য সকলকে অনেক ধন্যবাদ। হ্যাঁ আমি বিগত কয়েক সপ্তাহ ধরে ইনস্টাগ্রামে সক্রিয় ছিলাম না। আমার মা করোনা পজিটিভ ছিল। আর সেটা আমার মা, আমার ও আমার পরিবারের জন্য খুব কঠিন একটা সময় ছিল। ২২ দিনের লড়াইয়ের পর তিনি এখন ভালো আছেন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।’

অভিনেত্রী মনামী ঘোষ সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। প্রায় প্রতিদিনই ছবি বা ভিডিয়ো পোস্ট করে থাকেন নিজের অ্যাকাউন্টে। তাই অভিনেত্রীর হঠাৎ সোশ্যাল মিডিয়ায় নিষ্ক্রিয়তা চোখ টেনেছিল অনেকেরই। শনিবার মনামী নিজেই জানালেন তার কারণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখলেন, তাঁর মার করোনা আক্রান্ত হওয়ার কথা ও মাকে হাসপাতাল থেকে ফিরিয়ে আনার কাহিনি। সঙ্গে, সকলকে সুস্থ ও সতর্ক থাকার বার্তা দিলেন।

শনিবার রাতে মনামী তাঁর ইনস্টাগ্রামে লিখলেন, ‘প্রথমত আমায় নিয়ে চিন্তা করার জন্য সকলকে অনেক ধন্যবাদ। হ্যাঁ আমি বিগত কয়েক সপ্তাহ ধরে ইনস্টাগ্রামে সক্রিয় ছিলাম না। আমার মা করোনা পজিটিভ ছিল। আর সেটা আমার মা, আমার ও আমার পরিবারের জন্য খুব কঠিন একটা সময় ছিল। ২২ দিনের লড়াইয়ের পর তিনি এখন ভালো আছেন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।’|#+|

আর মা বাড়ি ফিরতেই স্বমহিমায় অভিনেত্রী। শেয়ার করে ফেললেন নিজের প্রথম ওয়েব সিরিজ ‘মৌচাক’-এর পোস্টার। ক্যাপশনে লিখলেন, ‘এবার আসছে মৌ বৌদি সবার মন হরণ করতে’। এই সিরিজ দিয়েই OTT প্ল্যাটফর্মে হাতে খড়ি হল মনামীর। চাবুক ফিগারে বউদি কি খেল দেখায় এখন সেটা দেখার জন্যই উদগ্রীব সকলে। ১৮ জুন ‘হইচই’তে মুক্তি পাচ্ছে ‘মৌচাক’। এই প্রসঙ্গে মনামীর মন্তব্য, ওয়েব দুনিয়ায় ‘ধামাকা এন্ট্রি’ই চেয়েছিলাম। মৌয়ের মতো একটা চরিত্রের অপেক্ষায় ছিলাম।

প্রসঙ্গত, বর্তমানে ‘ডান্স ডান্স জুনিয়র’ সিজন ২ এর মঞ্চে বিচারকের আসনেও রয়েছেন এই টলি সুন্দরী। আর সেট করে চলেছেন নয়া ফ্যাশন গোল। কখনও সোনালি গাউনে তো কখনও ফ্লোরাল প্রিন্টের লেহেঙ্গায়, ঝলসে উঠছে তাঁর রুপ। এহেন সুন্দরী বউদি-র জন্য যে ঠাকুরপোরা এখন থেকেই মুখিয়ে থাকবেন তা আর নতুন করে বলে দিতে হয় না!

বন্ধ করুন