একসময়, মূলত ছাত্রজীবনে বাম রাজনীতি করতেন। তবে এখন অন্য নচিকেতা চক্রবর্তীকেই দেখতে পান এরাজ্যের মানুষ। আজকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ২১ জুলাই-এর মঞ্চেও দেখা যায় নচিকেতাকে। সম্প্রতি সেবিষয়েই মুখ খুলেছেন নচিকেতা। কথা বলেছেন কবীর সুমন, শিলাজিৎ-কে নিয়েও।
সম্প্রতি আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে নানান বিষয় নিয়ে মুখ খোলেন স্পষ্ট কথার মানুষ বলে পরিচিত নচিকেতা চক্রবর্তী। ছাত্র জীবনে অতি বাম রাজনীতি থেকে ২১ জুলাইয়ের মঞ্চে হাজির হওয়া প্রসঙ্গে নচিকেতা বলেন, ‘আমায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডাকেন। মুখ্যমন্ত্রী ডাকলে আমার কীই বা করার থাকতে পারে! আমি ওঁর(মমতা বন্দ্যোপাধ্যায়ের) রাজনীতিতে বিশ্বাস করি না, তবে ওঁকে ভালোবাসি, ওঁকে বিশ্বাস করি। মমতা ছাড়া বিকল্পই বা কোথায়। আমে বাম, পরে রামে আমি বিশ্বাস করি না। ধর্মের রাজনীতিতে আমি বিশ্বাস করি না। তাহলে পড়ে থাকেন তো মমতা। খোলা মনে ঝান্ডার রং বাদ দিলে মমতাকে আমার কমিউনিস্ট বলেই মনে হয়। লেনিন মনে হয়।’
আরও পড়ুন-৪ বছর ‘জওয়ান’এর কলাকুশলীরা মুম্বইয়ে আটকে, অ্যাটলির বাচ্চাও এখানে হয়ে গেল: শাহরুখ
আরও পড়ুন-'হীরক রাজার দেশে' সহ অভিনয় করেছেন সত্যজিৎ রায়ের বহু ছবিতে, প্রয়াত অভিনেতা সমীর মুখোপাধ্যায়
সাক্ষাৎকারে কবীর সুমন প্রসঙ্গেও মুখ খোলেন নচিকেতা চক্রবর্তী। কবীর সুমনের সঙ্গে একসময়ের ভালো সম্পর্ক কেন তিক্ততায় বদলে গেল তা নিয়েও কথা বলেন নচিকেতা। বলেন, ‘বলেন মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক বদলায়। সম্পর্ক নদীর স্রোতের মতো। ওঁর সঙ্গে আমার সম্পর্ক ভালো খারাপ কোনওটাই নয়। উনি ওঁর মতো আছে, আমি আমার মতো উদাসীন।’ তবে প্রশ্ন ছুঁড়ে দিয়ে নচিকেতা বলেন, ‘ওঁর পুরনো গানগুলো গাওয়ার কী আছে! আমার ক্ষুদ্র বুদ্ধিতে এটা বুঝতে পারি না। ওঁর নিজের গানই যথেষ্ঠ।’
কবীর সুমনকে কখনও বিজয়ার প্রণাম জানিয়েছেন? এপ্রশ্নে নচিকেতা সাফ জানান, তিনি প্রণামে বিশ্বাসী নন। 'গুরু' প্রসঙ্গ ওঠায় বলেন, কবীর সুমন তাঁর গুরু নন। গুরু যদি কেউ হন, তাহলে সেটা পীযুষকান্তি সরকার। জানান, কবীর সুমনের সঙ্গে তাঁর দেখা বা কথা কমই হয়েছে। ওই ২১ জুলাইয়ের মঞ্চে।
শিলাজিতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে নচিকেতা বলেন,' ওঁর সঙ্গে আমার কোনও ঝামেলা নেই। শিলাজিৎ ভালো ছেলে, বড় হৃদয়ের মানুষ।' তবে শিলাজিতের কোন গান ভালো লাগে প্রশ্নে বলেন, ‘কোনও গানই নয়।’