বসন্তের আবহ এখন চারিদিকে। নানা রঙিন ফুল থেকে সেগুলোর সুবাস, রং এখন চারিদিকে ছেয়ে আছে। রঙিন হয়ে আছে চারিদিক। সামনেই দোল। আর মাত্র কয়েকটি দিন বাকি। তার আগে নতুন গান প্রকাশ্যে আনল নন্দী সিস্টার্স।
নন্দী সিস্টার্সের নতুন গান
বাংলা ব্যান্ড ভূমির হিট গান ফাগুনের মোহনায় বসন্তের বা দোলের অন্যতম জনপ্রিয় গান। এবার এই গানটির দ্বিতীয় ভাগ এল। তবে না, ভূমি ব্যান্ডের সদস্যরা মোটেই কিন্তু এই নতুন গানটি গাননি। তাহলে কারা গাইলেন? নন্দী সিস্টার্স। তাঁদের এই সদ্য মুক্তি পাওয়া গানটির নাম ফাগুনের মোহনায় ২.০।
এই গানটির লিরিক্স লিখেছেন অভিমান পাল। তিনিই কম্পোজ করেছেন গানটি। আর গেয়েছেন অন্তরা এবং অঙ্কিতা নন্দী। সদ্যই এদিন প্রকাশ্যে এসেছে দোলের এই গানটির নতুন মিউজিক ভিডিয়ো। সেখানে নন্দী সিস্টার্সদের বোহো সাজে দেখা গেল।
কে কী বলছেন?
নন্দী সিস্টার্স সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয়। তাঁদের উত্থান এই সোশ্যাল মিডিয়া দিয়েই। বর্তমানে তাঁরা একাধিক গান প্লেব্যাক করেছেন। এদিন তাঁদের দোলের আগে এই গানটি মুক্তি পেতে অনেকেই তাতে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'ভীষণ সুন্দর।' কেউ আবার লেখেন 'অনবদ্য হয়েছে।'
আরও পড়ুন: ডাকাত কালী মন্দিরে পুজো দিয়ে লোকসভার প্রচার শুরু 'দিদি নম্বর ওয়ান' রচনার, একইদিনে সিঙ্গুরে লকেট
কেউ আবার কটাক্ষ করে লেখেন, 'নাচ, গান, কম্পোজিশন সবটাই ভীষণ সুন্দর হয়েছে। কিন্তু ব্যাকআপ ড্যান্সারদের মতো খালি পায়ে নাচলে ভালো হতো। হিল পরে নাচায় বড্ড বেমানান লেগেছে। চোখে লাগছে যেন।' কেউ আবার লেখেন, 'হুক লাইন ভূমির হলেও, গানটা একেবারেই আসল ফাগুনের মোহনায়ের মতো না। তাই এটা ২.০ না বললেই চলে। দুটো গান দুরকম সুন্দর।'