বাংলা নিউজ > বায়োস্কোপ > Kalkokkho Re-Release: বক্স অফিসে ফ্লপ করতেই সরিয়ে দেওয়া হয় ছবি, জাতীয় পুরস্কার পেতেই হলে ফিরল ‘কালকক্ষ’

Kalkokkho Re-Release: বক্স অফিসে ফ্লপ করতেই সরিয়ে দেওয়া হয় ছবি, জাতীয় পুরস্কার পেতেই হলে ফিরল ‘কালকক্ষ’

জাতীয় পুরস্কার পেতেই হলে ফিরল ‘কালকক্ষ’

Kalkokkho Re-Release: জাতীয় পুরস্কার পাওয়ার পর ফের আবারও সিনেমা হলে ফিরল কালকক্ষ। যদিও প্রথমে ছবিটা যখন মুক্তি পায় তখন মাত্র কদিনেই সেটা হল থেকে সরিয়ে দেওয়া হয়।

সময়টা ২০২২, ১৯ অগস্ট মুক্তি পেয়েছিল ‘কালকক্ষ’। কিন্তু ছবি মুক্তি পাওয়ার কদিনের মধ্যেই সেটা হল থেকে সরিয়ে দেওয়া হয়। বক্স অফিসে তেমন প্রভাব ফেলতে পারেনি শর্মিষ্ঠা মাইতি এবং রাজদীপ পালের ছবি। কিন্তু ছবিটা বদলে গেল এক বছরের মধ্যেই। আবারও হলে মুক্তি পেল ‘কালকক্ষ’। তবে এবার জাতীয় পুরস্কার পাওয়ার পর।

সোমবার ২৮ অগস্ট পুনরায় হলে ফেরে ‘কালকক্ষ হাউজ অব টাইম’। আর এই ঘটনায় স্বাভাবিকভাবে ভীষণই খুশি পরিচালক, প্রযোজক এবং অভিনেতারা।

অরোরা ফিল্মসের প্রযোজনায় মুক্তি পেয়েছিল ‘কালকক্ষ’। কিন্তু দর্শক না হওয়ায় হল মালিকরা এই ছবি চালাতে চাননি। এবার আবার হলে এল এই ছবি। প্রযোজক আশাবাদী যে এবার বেশি লোক দেখতে আসবেন এই ছবি। তিনি এবিপি আনন্দকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, 'আমি স্ক্রিপ্ট শোনার মাত্র ১৫ মিনিটের মধ্যে রাজি হয়ে গিয়েছিলাম। নতুনদের নিয়ে বরাবর কাজ করতে চাই। কিন্তু ছবি মুক্তির সময় আমায় বলা হয় কোনও পরিচিত মুখ নেই ছবির ডিস্ট্রিবিউশন ভালো করে হবে না। হল মালিকরা বলেছিলেন জাতীয় পুরস্কার পেলে আবার আপনাদের ছবি চালাব। এবারের জাতীয় চলচ্চিত্র উৎসবে সেরা ফিচার ফিল্ম বাংলার পুরস্কার পেয়েছে এটা। সেই জন্যই আমরা ঠিক করি যে আবার এই ছবি হলে নিয়ে আসব।'

আরও পড়ুন: জাতীয় পুরস্কারে সেরা হিন্দি ছবির খেতাব জয় সর্দার উধমের, পরিচালক সুজিত বললেন, 'আমি গর্বিত...'

অন্যদিকে এই ছবির পরিচালকদ্বয় বলেন, 'এই ছবিটা তৈরি করার পর একাধিক ফিল্ম ফেস্টিভ্যালে পাঠিয়েছিলাম আমরা। যাঁরা যাঁরা এই ছবি দেখেছেন সকলেই প্রশংসা করেছেন। কিন্তু হলে মুক্তি পাওয়ার পর ছবিটা যখন তেমন ব্যবসা করল না তখন ছবিটা সরিয়ে দেওয়া হয়। ভীষণ খারাপ লেগেছিল। এটা আসলে এমন কোনও ছবি নয় যা শুক্রবার রিলিজ করল আর রবিবার দারুণ ব্যবসা হল। তবে ছবিটার প্রচা হচ্ছিল মুখে মুখে, তার আগেই সরিয়ে দেওয়া হয়। এবার আবার অনেকে দেখতে চেয়েছেন বলে হলে ফেরানো হল।'

বন্ধ করুন