বাংলা নিউজ > বায়োস্কোপ > অমিতাভের নাতনির সঙ্গে সিদ্ধান্তের প্রেমের গুঞ্জন! ইনস্টা পোস্ট সম্পাদনা নভ্যার

অমিতাভের নাতনির সঙ্গে সিদ্ধান্তের প্রেমের গুঞ্জন! ইনস্টা পোস্ট সম্পাদনা নভ্যার

নভ্যার সঙ্গে প্রেম করছেন সিদ্ধান্ত চতুর্বেদী!

নভ্যা নভেলি নন্দা আর সিদ্ধান্ত চতুর্বেদী প্রেম করছেন? জোর জল্পনা অনুরাগী মহলে। 

অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দা। এই স্টার কিডকে ঘিরে অনুরাগীদের কৌতুহলের অন্ত নেই। নভ্যা নভেলি নন্দা কার সঙ্গে প্রেম করছেন, তা নিয়ে অনুরাগীদের জল্পনার শেষ নেই। সম্প্রতি একটি ছবি পোস্ট করেছিলেন নভ্যা। সেখান থেকেই নতুন জল্পনার সূত্রপাত। নভ্যা এবং অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর দু’টি আলাদা পোস্ট দেখে গুঞ্জন রটতে শুরু করে, তারা নাকি প্রেম করছেন।

পাহাড়ের কোলে এক হোটেলের বারান্দায় বসে নভ্যা। আকাশে পূর্ণিমার গোল চাঁদ জ্বলজ্বল করছে। সাদা টপ-জিন্সে অমিতাভের নাতনির ছবির ক্যাপশন, ‘ছবি তুলেছে নক্ষত্র’!

অন্যদিকে, সিদ্ধান্তও একটি ভিডিয়ো শেয়ার করেছেন। হৃষিকেশে নতুন ছবির শ্যুটিং লোকেশন থেকে প্রায় একই সময়ে। হৃষিকেশ ট্যুরের রোমাঞ্চকর অভিজ্ঞতার টুকরো মুহূর্ত শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আমার মন আর চাঁদ দুটোই ঝকঝকে পরিষ্কার।' এরপরই নভ্যাকে সিদ্ধান্তের পোস্টে সূর্যের ইমোজি কমেন্ট করতে দেখা গিয়েছে। আর তা দেখেই হইচই পড়ে গিয়েছে অনুরাগী মহলে!

এছাড়াও, অমিতাভ বচ্চনও সম্প্রতি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঋষিকেশের একটি ছবি পোস্ট করেছেন এবং প্রকাশ করেছেন সেই ছবি নভ্যার তোলা। সম্প্রতি, সিদ্ধান্ত চতুর্বেদির শেয়ার করা পাহাড়ের ছবিতে লাভ ইমোজি দিয়েছেন নভ্যা। এসব দেখেই দুয়ে-দুয়ে চার করেছেন নেটিজেনরা। বেশ কিছু ভক্ত পোস্টগুলিতে মন্তব্য করেছেন, তারা নিশ্চিত যে সিদ্ধান্ত এবং নভ্যা ডেটিং করছেন।

সিদ্ধান্তের ইনস্টাগ্রাম পোস্ট
সিদ্ধান্তের ইনস্টাগ্রাম পোস্ট
নভ্যার ইনস্টাগ্রাম পোস্ট
নভ্যার ইনস্টাগ্রাম পোস্ট

এসব জল্পনার মধ্যেই নিজের ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশন বদলে দিয়েছেন নভ্যা। প্রথমে ক্যাপশন ছিল, ‘ছবি তুলেছে চাঁদ’! পরে অবশ্য সেই ক্যাপশন বদলে চাঁদের জায়গায় তারার ইমোজি দিয়ে দেন। ফলে ‘গেহরাঁইয়া’ অভিনেতা এবং নভ্যার মধ্যে কী চলছে, এ নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে নেটিজেনের মনে।

বন্ধ করুন