নভ্যা নভেলি নন্দা বর্তমানে একটি পডকাস্ট শো সঞ্চালনা করে থাকেন। সেখানে তিনি মহিলাদের যে যে সমস্যায় পড়তে হয়, বা মহিলাদের নিয়ে নানা বিষয়ে আলোচনা করেন। তাঁর এই পডকাস্ট শোটি বেশ জনপ্রিয়ও বটে। এটির নাম হোয়াট দ্য হেল নভ্যা। এখানে মাঝে মধ্যেই তাঁর দিদিমা জয়া বচ্চন এবং মা শ্বেতা বচ্চন আসেন অতিথি হয়ে। নানা বিষয়ে কথা বলেন তাঁরা। একদিন তো তাঁর ভাই তথা অভিনেতা অগস্ত্য নন্দাও এসেছিলে। এই শোতে। তাই এবার প্রশ্ন উঠছে উনি কি এবার ওঁর শোতে মামা অভিষেক বচ্চন, মামী ঐশ্বর্য রাই বচ্চন বা দাদু অমিতাভ বচ্চনকে ডাকবেন? জবাবে কী জানালেন অমিতাভের নাতনি?
অনেক সময়ই নভ্যা নভেলি নন্দাকে একটি প্রশ্নের মুখোমুখি হতে হয় যে তাঁর শোতে তিনি কবে তাঁর নানু বা দাদু এবং মামুকে ডাকবেন। সম্প্রতি এই প্রশ্নের জবাব তিনি ইটাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে দিলেন। নভ্যা জানিয়েছেন, 'সিজন ৩ এ আমি চাই আমার শোতে বিভিন্ন অতিথিরা আসুন। আমার পরিবারের বাইরের লোকজনদের ডাকতে চাই। কারণ প্রথম দুটো সিজনে খালি আমরা তিনজনই (নভ্যা নভেলি নন্দা , শ্বেতা বচ্চন, জয়া বচ্চন) থেকেছি। আমি এবার একজন সায়েন্টিস্ট, একজন অ্যাথলিট, বা অন্যান্য ফিল্ডের মানুষদের ডাকতে চাই। তাঁদের ভাবনা, তাঁদের কথা শোটাকে আরও ভালো করবে।'
আরও পড়ুন: ফুলকির জেঠিশাশুড়ি হলেও আদতে 'কাঠসিঙ্গল' মিশকা! দিদি নম্বর ওয়ানে প্রেমিক খুঁজে বললেন, ‘হট শ্বশুর পেলেই...’
আরও পড়ুন: রামায়ণ লাভ অ্যান্ড ওয়ারের পরই আসবে অ্যানিম্যাল পার্ক! কবে থেকে ছবির শ্যুট শুরু করছেন রণবীর?
তিনি এদিন আরও বলেন, 'আমি এটাকে আমার পরিবারের বাইরে নিয়ে যেতে চাই। আরও দারুণ দারুণ জিনিস দেখতে চাই। কথা বলতে চাই। বিভিন্ন ফিল্ডের মানুষের গল্প শুনতে চাই। জানতে চাই তাঁদের জীবনে কী ঘটছে।'