আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা তারপরই মুক্তি পাচ্ছে দেবশ্রী রায় অভিনীত প্রথম ওয়েব সিরিজ কেমিস্ট্রি মাসি। হইচই প্ল্যাটফর্মে আগামী ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে এই সিরিজটি। একই সঙ্গে আসছে একটি নতুন ছবি শাস্ত্রী। তার আগে নিজের আগামী পরিকল্পনা নিয়ে কী বললেন দেবশ্রী রায়?
কেমিস্ট্রি মাসি মুক্তির আগে সংবাদ প্রতিদিনের মুখোমুখি হয়েছিলেন দেবশ্রী রায়। সেখানে তিনি জানালেন আজকালকার দিনে যেমন অধিকাংশ অভিনেতা অভিনেত্রীরা ইউটিউব চ্যানেল খুলছেন তিনিও কি সেই একই কাজ করবেন? উত্তরে অভিনেত্রী বলেন, 'আমি শিল্পী। অত মেপেঝুপে কাজ করতে পারি না। আমার যা মন হয় সেটাই করি।'
আরও পড়ুন: দীপঙ্কর দের সঙ্গে শারীরিক সম্পর্ক নিয়ে 'তৃপ্ত' নন দোলন! বললেন, ‘মানিয়ে নিয়েছি, নইলেই অশান্তি...’
আরও পড়ুন: 'বাবা মাকে হারিয়ে ছেলেটা...' নন্দিনীদি - মিষ্টিদিদের ভিড়ে এবার ১৯ বছরের যুবকের পাশে ফুড ব্লগার - তারকারা
শাস্ত্রী নিয়ে কী বললেন দেবশ্রী?
কেমিস্ট্রি মাসির পরই আসছে শাস্ত্রী। বর্তমানে চলছে সেই ছবির শুটিং। কিন্তু এতদিন পর কেন এই ছবিতে সম্মতি জানালেন অভিনেত্রী? দেবশ্রী রায় এই বিষয়ে জানালেন, 'প্রচুর ছবির অফার আসছিল, কিন্তু মনের মতো কাজ পাইনি। বিট্টু (পথিকৃৎ বসু, পরিচালক) আমায় যখন এই ছবির কথা বলেছিল আমি মনে মনে প্রস্তুত ছিলাম যে আমায় আবার না বলতে হবে। কিন্তু যখন ও আমায় গল্প শোনাল খুব ইন্টারেস্টিং লাগল। তখনই বললাম করব ছবিটা।'
দেবশ্রী রায় একই সঙ্গে জানান তিনি জ্যোতিষ চর্চায় বিশ্বাসী। প্রসঙ্গত শাস্ত্রী ছবিটির বিষয়বস্তুও এটা নিয়ে। এখানে তাঁর সঙ্গে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকেও। শুকনো লঙ্কা ছবিতে তাঁরা শেষবার একসঙ্গে কাজ করেছিলেন। ১৬ বছর পর এক সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে অভিনেত্রী বলেন, 'মিঠুন দার সঙ্গে প্রচুর কাজ করেছি, খুব ভালো লাগে কাজ করতে। খুব মজা হয়। একে অন্যের পিছনে লাগি আমরা, মজাও করি। তাছাড়া মিঠুন দার পরিবার যে গুরুর কাছে দীক্ষিত আমরাও তাই। তাই বলতে পারেন আমরা ফ্যামিলি ফ্রেন্ড।'