পাকিস্তানি অভিনেতা সাবা কামারের কথা মনে আছে, যিনি হিন্দি মিডিয়ামে প্রয়াত ইরফান খানের সঙ্গে কা করেছিলেন? একটি শো চলাকালীন তাঁকে একবার বলতে শোনা গিয়েছিল সলমন খান রাজি থাকলেও তিনি সলমনের সঙ্গে কাজ করতে রাজি হবেন না। এই সাক্ষাৎকারেই বলিউডের ভাইজানকে ‘ছিছোরা’ (অশ্লীল) বলেও ডাকেন তিনি। যা মোটেও ভালোভাবে নেয়নি অভিনেতার ভক্তরা। পুনরায় সেই ভিডিয়ো ক্সিপটি অনলাইনে ভাইরাল হয়েছে।
পাকিস্তানি টিভি শো ‘গুড মর্নিং জিন্দেগি’র একটি এপিসোডে হাজির হয়েছিলেন সাবা। এটি ২০১৫ সালে প্রচারিত হয়েছিল৷ শো চলাকালীন তাঁকে হৃতিক রোশন, ইমরান হাশমি, রণবীর কাপুর, রীতেশ দেশমুখ এবং সলমন খান-সহ বেশ কয়েকজন বলিউড অভিনেতার ছবি দেখানো হয়েছিল এবং তাদের সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল৷
হোস্ট সাবাকে অনুমানমূলক পরিস্থিতিতে নিম্নলিখিত ভারতীয় অভিনেতাদের 'না' বলতে বলেছিলেন -- এবং একটি কারণ জানাতে৷ যখন সলমনের ছবি পর্দায় উঠে আসে, তখন সাবা তাঁকে 'ছিছোরা (অশ্লীল)' বলে প্রত্যাখ্যান করে দেন। তিনি বলেন, ‘ইয়া আল্লাহ মাফ কর দে, সাল্লু ভাইয়া সে বোহোত ডর লাগতা হ্যায় (আল্লাহ আমাকে এর জন্য ক্ষমা করুন, আমি সালমানকে ভয় পাই)’। বলতে গিয়ে কানও ধরেন।
‘বহুত ছিছোরে হ্যায় আপ (আপনি খুব অশালীন)! তিনি কোরিওগ্রাফারকে মোটেও অনুসরণ করেন না। তিনি তার নিজস্ব শৈলী উদ্ভাবন করে নেন। এটা কী ম্যান!’, বলেন সাবা। সঙ্গে দাবাং-এর হুক স্টেপও নকল করেন।
সাবার এই সাক্ষাৎকার খুব একটা ভালোভাবে নেয়নি ভারতীয় দর্শক। পরে সাবা কামার এক বিবৃতিতে স্পষ্ট করে দেন, প্রতিটি অভিনেতা সম্পর্কে তিনি যা কিছু বলেছেন তা শুধুমাত্র 'মজা করার জন্য'। তিনি ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রি বিশেষ করে সলমন খানের প্রতি তাঁর ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন। তিনি তাকে 'বিশাল তারকা' এবং 'নম্র' বলেও ডাকেন।
কাজের সূত্রে, সলমনকে এরপর দেখা যাবে ‘কিসি কা ভাই কিসি কি জান’-এ। ছবিতে সলমনের বিপরীতে রয়েছেন পূজা হেগড়ে। দেখা যাবে শেহনাজ গিল আর পলক তিওয়ারিকেও এই সিনেমায়। ২১ এপ্রিল ঈদে ছবিটি মুক্তি পাবে। এই সিনেমা দিয়েই চার বছর পর ইদের সপ্তাহান্তে বড় পর্দায় আসবেন সলমন। শেষ ইদে যে সিনেমায় সলমন দেখা দিয়েছেন তা হল ‘ভারত’।